Sunday, January 27, 2019

সারিয়াকান্দির হাসনাপাড়ায় পিসি দোকানে আগুন

বগুড়া উত্তর ডটকম: (রাহেনূর ইসলাম স্বাধীন) : বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাসনাপাড়া বাজারে একটি কম্পিউটার সর্ভিসিং দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। 


রবিবার ভোরে হাসনাপাড়া বাজারের পঙ্কজের কম্পিউটার সার্ভিসিং এবং মোবাইল সার্ভিসিং দোকানে এঘটনা ঘটে। প্রাথমিকভাবে এলাকাবাসী ধারনা করছেন যে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত।
এদিকে এঘটনায় প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে দাবী করেছেন দোকানের পরিচালক পঙ্কজ মিয়া।

বগুড়ার মহাস্থান দই-মিষ্টি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ১৫টি দোকান পুড়ে ছাই প্রায় ৮০/৯০ লক্ষ টাকার ক্ষতি

বগুড়া উত্তর ডটকম: (এস আই সুমন) : বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান দই- মিষ্টি ও বিভিন্ন পণ্য সামগ্রী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীরা ক্ষয়-ক্ষতির পরিমাণ ১০ লক্ষ টাকা অনুমান করলেও এলাকাবাসীরা অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন।



স্থানীয় এলাকাবাসীরা জানান, শনিবার ভোর ৫টায় মহাস্থান মাছ বাজারের পাশে দই মিষ্টির দোকানের একটি চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুন মুহুর্তই পুরো মার্কেটে ছড়িয়ে যায়, ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা হলো মীর আলম, আমিনুর ইসলাম, মিষ্টার, ফারুক, আনিছার। 

পরে স্থানীয়রা শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে প্রথমে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় তাদের রিজার্ভকৃত পানি ফুরিয়ে গেলে তারা বগুড়া সদর ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর বগুড়া সদর ফায়ার সার্ভিস ও শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট মহাসড়কের পাশে একটি ডোবা থেকে তাদের সরঞ্জাম দিয়ে পানি উত্তোলণ করে। তারা প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। 

এবিষয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ আব্দুল হামিদ জানান, রাত সাড়ে ৫টায় সংবাদ পেয়ে আমাদের ইউনিট আগুন নিভাতে আসে। কিন্তু আমাদের মজুদ পানি শেষ হলে আগুন নিভাতে হিমশিম খেতে হয়। বগুড়ার ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ সরোয়ার হোসাইন জানান, আগুন পুরো মার্কেটে লাগার কারণে অনেক দুর থেকে পানির সংযোগ দিয়ে আগুন নিভাতে হয়েছে। তিনি আক্ষেপ করে আরও বলেন, মহাস্থান একটি ঐতিহাসিক এলাকা। 

এখানে অনেক দোকানপাট ও বসতবাড়ি রয়েছে। অতচ এখানে নিরাপত্তার স্বার্থে আগুন নিয়ন্ত্রণের পানি রিজার্ভের কোন ব্যবস্থা করা হয়নি। তিনি মহাস্থান হাট ইজারাদার সংশ্লিষ্ট ব্যক্তিদের এলাকার ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষার্থে পানি বোরিং রাখার জন্য নির্দেশ দিয়েছেন। 

এদিকে নিজেদের একমাত্র রুজির পথ শেষ পুঁজি হারিয়ে ব্যবসায়ীদের মাটিতে লুটিয় আহাজারি করতে দেখা গেছে। অনেকেই এখন সরকারি অনুদান আশা করছেন। অগ্নিকান্ডের কারণে বগুড়া-রংপুর মহাসড়কে প্রায় ১ঘন্টা সকল যানচলাচল বন্ধ ছিল। এলাকাবাসীদের মাঝে আতঙ্ক বিরাজ করছিল।

বগুড়ায় শ্বাসরুদ্ধকর অভিযান ৩ অপহরণকারী গ্রেপ্তার

বগুড়া উত্তর ডটকম : বগুড়ায় ৪ ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে ৩ অপহরণকারীকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। এসময় ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।



গ্রেফতারকৃতরা হলেন ১। শহরের রহমান নগর এলাকার বর্তমান সাং-খান্দার নতুনপাড়া (চাপড় পাড়া) এলাকার আবুল কালাম এর ছেলে রেজাউল ইসলাম ওরফে রিয়াদ (২৪) ২। মালগ্রাম দক্ষিনপাড়া এলাকার চিহিৃত সন্ত্রাসী ওয়াহেদ ফারুকী ওরফে মেঘ (১৯) ৩। একই এলাকার ইদ্রিস আলীর ছেলে সজিব (২৫)। অভিযান কালে অপর আসামী খান্দার চারতলা এলাকার সামাদ হোসেন এর ছেলে সোহেল রানা (২৬) পালিয়ে যায়।  

থানা সূত্রে জানা যায়, নন্দীগ্রাম থানার দামরুল এলাকার রফিকুল ইসলাম এর ছেলে সাকিবুল ইসলাম (২০) শনিবার প্রাকটিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য বিআইআইটি কলেজে তার সেউজগাড়ীস্থ মেস হতে রিক্সা যোগে যায়। পরীক্ষা শেষ করে মেসে ফেরার পথে দুপুর ১.৩০ টার সময় খান্দার তিন রাস্তার মোড়ে পৌঁছা মাত্র অপহরণকারীরা তার পথরোধ করে তাকে অপহরণ করে নিয়ে যায়। ওই অপহরণকারীরা সাকিবুলের মুক্তিপনের জন্য মোবাইল ফোনে ১ লক্ষ টাকা তার পরিবারের কাছে দাবি করে। ছেলের জীবন বাঁচাতে তারা বিকাশে ৩০ হাজার টাকা অপহরণকারীকে দেয়।

এঘটনায় সাকিবুলের পিতা রফিকুল ইসলাম বিষয়টি সদর থানার ওসিকে জানালে এস.আই সোহেল সহ সঙ্গীয় পুলিশ ফোর্স তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করে ও অপহরণকারীদের গ্রেপ্তার করে। এ ব্যাপারে বগুড়া সদর থানার ওসি এস. এম বদিউজ্জামান সাংবাদিকদের জানান অপহরণকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Saturday, January 26, 2019

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার ছোট ছেলে নিহত, বড় ছেলে আহত

বগুড়া উত্তর ডটকম: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বগুড়ার সোনাতলা শাখা সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা তারাজুল ইসলামের ছোট ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জুলহাস জিম (২৩) নিহত ও বড় ছেলে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র জাকারিয়া আহত হয়েছে। 




ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে ঘটেছে। ওইদিন জিম ও জাকারিয়া দুই ভাই মোটর সাইকেল যোগে ঢাকা থেকে বগুড়ার সোনাতলায় নিজ বাড়িতে আসার পথে সিরাজগঞ্জের ঝাউল নামক স্থানে মহাসড়কে কাভার্ড ভ্যানের সাথে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছোট ভাই জুলহাস জিম নিহত ও বড় ভাই জাকারিয়া আহত হয়। 

শুক্রবার বাদ জুমা সোনাতলা উপজেলার উত্তর করমজা গ্রামে নিহত জুলহাস জিমের নামাজের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন অনুষ্ঠিত হয়। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়ে।

Thursday, January 24, 2019

চুরি বা হারানো মোবাইল ফোন আর কেউ ব্যবহার করতে পারবে না

আপনার মোবাইল ফোন কি চুরি হয়ে গেছে? বা হারিয়ে গেছে? এই ফোনকে কি আপনি ব্যবহারের অনুপযোগী করতে চান?তাহলে আগামী কয়েকমাসের মধ্যে এমন সুখবর পেতে যাচ্ছেন আপনি। 



বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্র বলছে, এবার থেকে চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনকে আপনি লক করে ফেলতে পারবেন। ২২ জানুয়ারি থেকে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপম্যান্ট আইডেন্টি (আইএমইআই) নম্বর ডাটাবেস সেবা চালু হচ্ছে। 

আইএমইআই ডাটাবেসের মধ্যে ব্যবহারকারীর মোবাইল ফোনের নম্বর, সিম কার্ডের নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি সংরক্ষণ করে রাখা হবে। ফলে, কোনো মোবাইল ফোন চুরি হয়ে যাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় ওই ফোনটিকে লক করে দেয়া যাবে। 

সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোন চুরি হওয়ার হার কমে আসবে।আপনার মোবাইল ফোনের আইএমইআই নম্বরটি লিখে ১৬০০২ নম্বরে মেসেজ পাঠানোর মাধ্যমে জেনে নিতে পারেন, সেটি ডাটাবেসে সংরক্ষিত হয়েছে কিনা।

১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা



আগামী ফেব্রুয়ারি মাসের ১৫,১৬ ও ১৭ তারিখ টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। দুইপক্ষ ঐক্যবদ্ধভাবে বিশ্ব ইজতেমার আয়োজন করছে। গত কয়েক বছর দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হলেও এবার এক পর্বেই শেষ হবে বিশ্ব ইজতেমা। জানালেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

বৃহস্পতিবার দুপুরে তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষের সঙ্গে ধর্ম মন্ত্রণালয় বৈঠক করে এ সিদ্ধান্ত জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। ।তিনি বলেন, একসঙ্গে বিশ্ব ইজতেমা করতে সম্মত হয়েছে তাবলীগ জামায়াতের দুই পক্ষ। এর মাধ্যমে দৃশ্যমান দ্বন্দ্বের অবসান হয়েছে। তারা যৌথভাবে বিশ্ব ইজতেমার নেতৃত্ব দেবেন। যাকে নিয়ে বিরোধ সেই দিল্লি মারকাজের প্রধান মাওলানা সাদ কান্ধলভী সাহেব ইজতেমায় আসবেন  না।

ইজতেমায় নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রতি বছর আমরা কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিই। সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা আমাদের নিরাপত্তা বাহিনী করে থাকে, প্রয়োজন বিশেষে সেনাবাহিনীও সহযোগিতা করে থাকে, সেটা থাকবে। বিশ্ব ইজতেমাটা যাতে সুন্দরভাবে হয় প্রতিবারের মতো সে জন্য নিরাপত্তা বাহিনী দায়িত্ব নেবে।

বগুড়ায় তিন ইটভাটায় ৯০ হাজার টাকা জরিমানা


বগুড়ায় তিন ইটভাটায় ৯০ হাজার টাকা জরিমানাবগুড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ইটভাটার ৯০ হাজার টাকা অর্থদণ্ড আদায়ের নির্দেশ প্রদান করা হয়েছে। 


বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলার শাজাহানপুর থানার বেতগাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হাই সিদ্দিকীর নেতৃত্বে ও ৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

৪-আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মো. নিজাম উদ্দীন জানান, লাইসেন্স ব্যতীত ইট প্রস্তুতের অপরাধে বেতগাড়ী এলাকার এল.জি.কে ব্রিকস” এর ম্যানেজার মো. শামীম সরকার ওরফে মিঠুকে (৩৫) ২০ হাজার টাকা, সুজাবাদ এলাকার মেসার্স আরিফ ব্রিকস ফিল্ড'র ম্যানেজার মো. সাইফুল ইসলামকে ৩০ হাজার টাকা ও 'মেসার্স এ. আর. ব্রিকস্ ফিল্ড'র ম্যানেজার মো. শফিকুল ইসলামকে ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।বিডি প্রতিদিন/এ মজুমদার

শজিমেক হাসপাতালের সরকারি ওষুধ পাচারের সময় যুবক আটক

 শজিমেক হাসপাতালের সরকারি ওষুধ পাচারের সময় যুবক আটকবগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সেবিকার সহযোগিতায় সরকারি ওষুধ বাইরে পাচারের সময় যুবক সাহাদত হোসেনকে (৩০) আটক করেছে নিরাপত্তা কর্মীরা। পরে তাকে হাসপাতালের পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।  

শজিমেক হাসপাতালের সরকারি ওষুধ পাচারের সময় যুবক আটক


এই ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার আনোয়ার হোসেন বাদী হয়ে একজন নার্সসহ দুই জনের বিরূদ্ধে বুধবার রাতে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

মামালার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার বিকালে শজিমেক হাসপাতালের গার্ড আনসার সদস্য আতিকুর রহমান হাসপাতালের বেশ কিছু ওষুধ পাচারকালে সাহাদত হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে হাসপাতালের ২ নং গেটে ওষুধসহ আটক করে। পরে তাকে মেডিকেলের পুলিশ ফাঁড়িতে প্রেরণ করে।

বগুড়া সদর থানার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, সরকারি ওষুধ চুরির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত সাহাদতকে আদালতে প্রেরণ করা হয়েছে। বগুড়ার মেডিকেল কলেজ ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ মন্ডল জানান, ওষুধ চোর সাহাদত হোসেন জয়পুরহাট জেলার ক্ষেতলার উপজেলার বড়াইল বিনাই উত্তরপাড়ার সামছুদ্দিন প্রামাণিকের ছেলে। বিডি প্রতিদিন/এ মজুমদার