Tuesday, January 15, 2019

বগুড়ায় ৩২ টি এলইডি টেলিভিশন উদ্ধার আন্ত:জেলা দুই চোর সদস্যকে গ্রেফতার Bogura news

বগুড়া উত্তর ডটকম: বগুড়া শহরের মেরিনা মার্কেট এর ৩য় তলার গোডাউন থেকে ৩০ লক্ষ টাকার এলইডি টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী চুরির ঘটনায় পুলিশ আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে।


 গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ সদর উপজেলার দাড়িয়াল গ্রামের বিভিন্ন বাড়ি থেকে ৩২ পিচ এলইডি টিভি উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হলো দাড়িয়াল গ্রামের জহুরুল ইসলামের ছেলে বিপুল (৩২) ও একই গ্রামের লয়া মিয়ার ছেলে রুহুল আমিন (৩০)।

মেরিনা মার্কেট এর রাজ্জাক ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী শহরের নিশিন্দারা উত্তরপাড়ার আব্দুস সামাদ এর ছেলে আব্দুর রাজ্জাক তার গোডাউন থেকে ৩০ লক্ষ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে উক্ত দুই চোর ও চোরাই মাল উদ্ধার করে।

মঙ্গলবার দুপুরে সদর থানায় গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সাংবাদিকদের সামনে দেখানো হয়।  মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রহিম রানা জানান, উক্ত চুরির ঘটনার সাথে জড়িত মূল আসামী সোহেল রানাকে গ্রেফতার এবং আরও চোরাই মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে।

এ ঘটনায় আরও তথ্য উদঘাটনের জন্য পুলিশ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদের জন্য অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন করেছেন।

শেয়ার অ্যাকটিভিটি ফিচার’ সরাচ্ছে ইউটিউব


মাইক্রো ব্লগিং সাইট টুইটারসহ অন্যান্য সামাজিক মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ‘ইউটিউব অ্যাকটিভিটি’ শেয়ারের ফিচার বন্ধ করার ঘোষণা দিয়েছে ইউটিউব। চলতি বছরের ৩১ জানুয়ারির পর বন্ধ হচ্ছে এই ফিচারটি। 



বর্তমানে টুইটারসহ অন্যান্য প্ল্যাটফর্মে স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব ভিডিও শেয়ার করতে পারেন গ্রাহক। ইউটিউব সেটিংস থেকে সংযুক্ত অ্যাপগুলোর তালিকা থেকে ‘টুইটার বা অন্য কোনো অ্যাপের শেয়ারিং’ অপশন চালু করার মাধ্যমে গ্রাহক ইউটিউবে কোনো পাবলিক ভিডিও পোস্ট করলে তা সঙ্গেসঙ্গে টুইটার বা অন্যান্য প্ল্যাটফর্মেও দেখানো যায়।

স্বয়ংক্রিয় ফিচারটি বন্ধ করা হলে ইউটিউব থেকে শেয়ার বাটনের মাধ্যমে অন্যান্য সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করতে পারবেন গ্রাহক। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গেসঙ্গেই সেখানে শেয়ার বাটন দেখানো হবে বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস।

স্বয়ংক্রিয় শেয়ারিং ফিচার বাতিল করা হলেও আগের মতোই ইউটিউব চ্যানেলে সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট লিঙ্ক দিতে পারবেন গ্রাহক এবং পেইজ থেকে ভিডিও শেয়ার করা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইউটিউবে নতুন আপডেট আনা হলে ইতোমধ্যেই যে ভিডিওগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে তার ওপর এর কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে।

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৫ মার্চ

 বগুড়া উত্তর ডটকম:  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১৫ মার্চ থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের নিয়োগ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর নীতিগত সিদ্ধান্ত থাকলেও এসএসসি পরীক্ষার জন্য পিছিয়ে মার্চে নেয়া হয়েছে। তবে এবার পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা হয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানা গেছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে, অন্যান্য বারের চেয়ে ২০১৮ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রেকর্ড সংখ্যক প্রার্থী আবেদন করেছেন। গত বছরের ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়েছে।
আবেদনের মধ্যে ঢাকা বিভাগে ৪ লাখ ৫২ হাজার ৭৬০, চট্টগ্রাম বিভাগে ৩ লাখ ৮২ হাজার ৩৩৫, রাজশাহী বিভাগে ৩ লাখ ৬২ হাজার ৯২৫, খুলনা বিভাগে ২ লাখ ৪৮ হাজার ৭৩০, বরিশাল বিভাগে ২ লাখ ৫৫ হাজার ৮২৭, সিলেট বিভাগে ১ লাখ ২০ হাজার ৬২৩, রংপুর বিভাগে ২ লাখ ৯৪ হাজার ৩৬৮ এবং ময়মনসিংহ বিভাগে ২ লাখ ৮২ হাজার ৪৩৭ জন আবেদন করেছেন।
ডিপিই কর্মকর্তারা জানান, সর্বশেষ নিয়োগে প্রায় ১২ লাখ প্রার্থী আবেদন করেছিল। এই হিসাবে আবেদনকৃত প্রার্থীর সংখ্যা এবার দ্বিগুণ। গত নিয়োগে সারাদেশে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ৩ হাজার ৬৬২। এবার দ্বিগুণ প্রার্থী হওয়ায় কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে নেয়ার জন্য মন্ত্রণালয় ২০ সেটের বেশি প্রশ্ন তৈরি করা হতে পারে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নিয়োগ পরীক্ষার প্রশ্ন তৈরিসহ পরীক্ষা গ্রহণে নেতৃত্ব দেয় ডিপিই। কিন্তু প্রশ্নপত্র ফাঁস রোধে আরো কড়াকড়ি আনা এবং সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে এবার প্রশ্ন নির্বাচন ও আসন বিন্যাস নির্ধারণ করবে মন্ত্রণালয়।
নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে ডিজিটাল পদ্ধতিতে। পরীক্ষার সময়সূচি, ওএমআর ফরম ডিজাইন ও মূল্যায়ন, ফলাফল প্রকাশ কার্যক্রম কোন পদ্ধতিতে করা হবে তা নিয়ে বুয়েটের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবারও আগের মতই লিখিত ও মৌখিক দুই স্তরেই পরীক্ষা নেয়া হবে। আগের নিয়ম অনুযায়ী এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা ৮০ নম্বর ও ভাইভায় ২০ নম্বর থাকবে।
লিখিত পরীক্ষায় আসন প্রতি তিনজনকে (একজন পুরুষ ও দুইজন নারী) নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। প্রার্থীরা dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়া ওএমআর শিট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে

৩২ বছর ধরে একা দাঁড়িয়ে সেতু, নেই সড়ক

বগুড়া উত্তর ডটকম: সংযোগ সড়ক না থাকায় ৩২ বছর ধরে একা দাঁড়িয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আমসারা খালের ওপর একটি সেতু। ১৯৮৭-৮৮ সালের বন্যায় সেতুটির দুই পাড়ের সংযোগ সড়কই ভেঙে যায়। 

 ৩২ বছর ধরে একা দাঁড়িয়ে সেতুটি, নেই সড়ক

এরপর থেকে একা দাঁড়িয়ে সেতুটি।এলাকাবাসীরা জানান, ১৯৮৭-৮৮ সালের বন্যায় সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে যায়। এতে খালের পূর্ব পাড়ের কয়েকটি গ্রামের সঙ্গে পশ্চিম পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
খালের মাঝখানে দীর্ঘ প্রায় ৩২ বছর ধরে একা দাঁড়িয়ে সেতুটি। এতে ১০-১২টি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়লেও নজর নেই কারো।সংযোগ সড়ক না ৩২ বছর ধরে একা দাঁড়িয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ এলাকার এ সেতুটি-সমকালখাড়িপাড়া গ্রামের মোকসেদ আলী বলেন, সেতুটি মেরামতের জন্য বিভিন্ন দফতরে যোগাযোগ করেও কাজ হয়নি। জনপ্রতিনিধিরা ভোটের সময় সংস্কারের আশ্বাস দিলেও পরে খোঁজ নেন না।
ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী কান্তেশ্বর বর্মণ জানান, পরিত্যক্ত ব্রিজটি পরিদর্শন করা হয়েছে। ব্রিজটির পরে নদীতে আরো একটি বড় ব্রিজ নির্মাণ করতে হবে। তা না হলে এই ব্রিজটি মানুষের উপকারে আসবে না। ব্রিজটির অনেক অংশ নষ্ট হয়ে গেছে।
 ৩২ বছর ধরে একা দাঁড়িয়ে সেতুটি, নেই সড়ক

পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বলেন, দীর্ঘদিন পরে হলেও ব্রিজটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি ঠাকুরগাঁও-৩ আসনের এমপিকে অবহিত করে দ্রুত কাজ শুরু করার আবেদন জানাবো।

বগুড়াতেই মিলবে ভারতীয় ভিসা : আবেদনের নিয়ম-কানুন জেনে নিন

বগুড়া উত্তর ডটকম : ভারতে চিকিৎসা ও ভ্রমণের জন্য বগুড়ায় নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হলো। রোববার বগুড়ায় ঠেঙ্গামারার  চার তারকা হোটেল মমইন এর মূল ফটকের কাছে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের প্রতিটি কর্ম দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে ভিসা সেন্টারের কর্ম পরিকল্পনা করা হয়েছে। তবে ভারতের বিশেষ বিশেষ ছুটির প্রতি লক্ষ্য রেখে ওই দিনগুলোতে ভিসা সেন্টা বন্ধ থাকবে।
 
 
শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহেরপাঁচদিনই আবেদন গ্রহণ করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে ৬টা পর্যন্ত অফিস খোলা থাকলেও দুপুর ১টাপর্যন্ত ভিসা আবেদন জমা দেওয়া হয়। পরবর্তীতে বিকেল ৩টা থেকে ৪ পর্যন্ত পাসপোর্ট ডেলিভারী দেওয়া হয়।বাকি সময় তাদের অফিসিয়াল কার্যক্রম চলে।এখানে বগুড়াসহ, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ পলাশবাড়িসহ বগুড়া লাগোয়া অঞ্চলের মানুষ এখন খুব সহজেই  ভিসার জন্য আবেদন করতে পারবেন।বগুড়ায় ভারতীয় ভিসা আবেদন সেন্টারের ইনিচার্জ সুমন দাস জানান, এখান থেকে মোট ছয়ক্যাটাগরির ভিসা প্রদান করা হবে। এগুলো হলো: মেডিকেল, টুরিস্ট, স্টুডেন্ট, বিজনেস, এন্ট্রি ও ট্রানজিট।
 
সাধারণত ভিসা আবেদনে যে সকল কাগজপত্র লাগেঃ
১। আবেদনপত্র২। 
জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ পত্র
৩। ইউটিলিটি বিলের কপি
৪। ব্যাংক স্টেট্মেন্ট।
৫। পেশাগত প্রমাণপত্র।
৬।পাসপোর্ট এর ফটোকপি(২,৩ পাতা)চাহিদা অনুযায়ী সকল কাগজপত্র জমা দিতে পারলে সাধারণত আবেদন গ্রহণের ৮ থেকে ১০ কার্যদিবসের মধ্যেইভিসা পাওয়া যাবে। ভিসা ফি মাত্র ৮৩০ টাকা। যা ইউছি ক্যাশের মাধ্যমে জমা প্রদান করতে হবে।
 
তিনি আরও জানান, ভিসা প্রত্যাখানের সম্ভাব্য কিছু কারণ রয়েছে। যা না মানলে  ভিসা বাতিল বলে গণ্য হবে। সেগুলো হলোঃ
 
 ১। আবেদনকারীর ফরমে কোন ভুল তথ্য পূরণ করলে।
২। কোন ডকুমেন্ট জাল/ নকল সংযুক্ত করলে।
৩। পাসপোর্ট এবং ভোটার আইডি / জন্ম সনদের সাথে কোন গড় মিল থাকলে।
৪। ভ্রমণ ভিসা নিয়ে গেয়ে বেশী দিন থাকলে (OVERSTAY)।
৫। আবেদন পত্র এবং বিদ্যুত বিলের ঠিকানা গড়মিল থাকলে।
৬। পুরনো ছবি দিয়ে আবেদন করলে।
৭। পেশাগত তথ্য ভুল দিলে।
৮। পুরনো সকল পাসপোর্ট সংযুক্ত না করলে।
 
বগুড়ায় হোটেল মমইনকে কেন বেছে নিলেন এমন প্রশ্নের জবাবে সুমন দাস বলেন, ‘এই জায়গাটি মূলত মূল সড়কের পাশেই। এখানে রয়েছে মনোরম পরিবেশ। আর ভিসা পেতে কারও সময় লাগলেও এখানে রয়েছে আবাসিক সুবিধা। এমনকি চিকিৎসা সেবাও পাওয়া যাবে হাতের কাছে।‘নতুন ভিসার আবেদন জমা দিতে আসা বগুড়ার মুক্তিযোদ্ধা আব্দুল জলিল জানান, 'রাজশাহী অফিসে যেয়ে ভিসা বিড়ম্বনার শেষ ছিল না। সকাল সকাল যেতে না পারলে লাইনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত ভিসার কাগজপত্র জমা দিতে পারতাম না। আর এখন বাড়ির কাছে ভিসার আবেদন সেন্টার পেয়ে আমরা খুব খুশী।'

বগুড়ায় অভিযান চালিয়ে ৩২ টি এলইডি টেলিভিশন উদ্ধার দুই চোর সদস্যকে গ্রেফতার Bogura news

বগুড়া উত্তর ডটকম : বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান এর নেতৃত্বে নামুজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা পেশাদার চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ৩২ টি এলইডি টেলিভিশন উদ্ধার করে ..




ভিডিও টি দেখুন  .....

বগুড়া র‌্যাব ও জেলা প্রশাসন কর্তৃক মাদক সেবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

বগুড়া উত্তর ডটকম : র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ১৪ জানুয়ারি ২০১৯ ইং তারিখ ১৩: ৩০ ঘটিকা হতে ১৯: ০০ ঘটিকা পর্যন্ত সহকারী পুলিশ সুপার এস,এম, জামিল আহমেদ, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২, বগুড়া এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ আব্দুল হাই সিদ্দিকী বগুড়া দ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানা এলাকায় মাদক সেবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।


২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারা মোতাবেক মাদক সেবনের অপরাধে বিজ্ঞ ভ্রাম্যমান আদালত ধৃত আসামী ১। মোঃ রাসেল (২২), পিতা-আবুল কাশেম, সাং-তালোড়া সন্ধাবাড়ী, থানা- ধুপচাঁচিয়া জেলা-বগুড়া, ২। মোঃ জনি (২৯), পিতা- শফিক হোসেন, সাং-লতিফপুর কালোনী , ৩। মোঃ জাকারিয়া রকি (৩০), পিতা-আঃ সামাদ আজাদ, সাং-লতিফপুর পশ্চিমপাড়া, উভয় থানা ও জেলা-বগুড়া, ৪। শ্রী বিপ্লব রায় (১৯), পিতা-বিনয় রায়, সাং-জোড়া হিন্দু পাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া, 

৫। মোঃ রাজু (৪০), পিতা-মৃত ইউনুস আলী, সাং-উত্তর ঠেলোপাড়া, ৬। মোঃ শিফাত হোসেন (১৯), পিতা-মৃত আসলাম উদ্দিন, সাং-বৃন্দাবন দক্ষিণ পাড়া, ৭। অমিত হাসান (২৮), পিতা-মৃত দেলোয়ার হোসেন, সাং-রিয়াজ বাড়ীলেন সুত্রাপুর ৮। মোঃ শামিম হোসেন (২৬), পিতা-মৃত মাহাযুজার রহমান, সাং-সুত্রাপুর, এবং 

৯। মোঃ মেহেদী হাসান (২৫), পিতা-বোরাজুল ইসলাম, সাং-ঠনঠনিয়া পশ্চিম পাড়া, উভয় থানা ও জেলা বগুড়াদেরকে সর্বমোট ১৯,০০০/- টাকা অনাদায়ে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করলে তাদের অভিবাবকগণ জরিমানার টাকা জমা প্রদান করায় তাদের জামিনে মুক্তি প্রদান করেন। 

অপর ধৃত আসামী ১০। মোঃ আমিনুল ইসলাম (৩৫), পিতা-মোঃ নুর ইসলাম, সাং-দত্তবাড়ী, ১১। মোঃ মানিক শেখ (৪০), পিতা- মোঃ তারা শেখ, সাং-মাল গ্রাম মধ্যপাড়া, ১২। শ্রী বাঁধন চন্দ্র দাস (২০), পিতা- বিনয় চন্দ্র দাস, সাং- লাহিড়ী পাড়া(মহাস্থান), ১৩। মোঃ আঃ মজিদ (৫৫), পিতা-মৃত বাল্টু শেখ, সাং-নাটাই পাড়া এবং 

১৪। মোঃ আঃ লতিফ (৪৫), পিতা-মৃত নয়া মিয়া, সাং-দক্ষিণ কাটনার পাড়া উভয় থানা ও জেলা বগুড়াদেরকে প্রত্যেককে ২০০০/- টাকা করে সর্বমোট ১০,০০০/- টাকা অর্থদন্ডসহ প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করিলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত কারাদন্ডের কয়েদের পরোয়ানা মূলে জেলা কারাগার বগুড়ায় হস্তান্তর করা হয়।

বগুড়া সংবাদ থেকে সংগৃহীত

বগুড়ায় মোবাইল ট্রাকিং করে চুরি হওয়া আলু ভর্তি ট্রাক উদ্ধার, আটক ৩


বগুড়া উত্তর ডটকম: সদ্য চুরি হওয়া আলুবাহী ট্রাক মোবাইল ট্রাকিং করে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের মালিক ও ট্রাক চালকসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ আটক করেছে।


চুরির ২৬ দিনপর আলু ব্যবসায়ী আব্দুল খালেক বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চৌধুরীহাট থেকে ২শ’৩ বস্তা আলু কিনেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেড়াবালা গ্রামের মৃত গোলাম উদ্দিন প্রামাণিকের পুত্র আলু ব্যবসায়ী আব্দুল খালেক।

ওইদিন রাতেই একটি ভাড়া ট্রাকে (ঢাকা মেট্রো ট ২২-২৭৭৪) করে ক্রয়কৃত আলু চট্টগ্রামের ইয়াজউদ্দিন বাজারের উদ্দেশ্যে রওনা দেন ব্যবসায়ী আব্দুল খালেক।
পথিমধ্যে ভোর রাত সাড়ে ৪টার দিকে বগুড়ার শাজাহানপুরের বি-ব্লক এলাকায় পৌঁছুলে ট্রাক চালক আলহাজ আলী (২৩) আলু ব্যবসায়ীকে জানায়, বিশ্রাম না নিয়ে একটানা গাড়ি চালিয়ে চট্টগ্রাম যাওয়া যাবে না। তাই বি-ব্লক এলাকায় একটি হোটেলে বিশ্রামে যান।

এর কিছু পরেই ট্রাকটি সাইড করে রাখার নামে চালক হোটেল থেকে বের হয়। আধা ঘণ্টা পার হওয়ার পরও চালক ফিরে না আসায় আলু ব্যবসায়ীর সন্দেহ হয় এবং তিনি হোটেল থেকে বের হয়ে দেখেন ট্রাক চালক আলুসহ ট্রাকটি নিয়ে উধাও হয়েছেন।

এরপর আলু ব্যবসায়ী শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ওই সাধারণ ডায়েরীর সূত্রধরে শাজাহানপুর থানা পুলিশ গত শনিবার রাতে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন আমান ফিড লিমিটেড এর ভিতর থেকে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত থাকার দায়ে সিরাজগঞ্জ সদর উপজেলার দুখিবাড়ি সায়েদাবাদ গ্রামের শাজাহান আলীর পুত্র ট্রাক মালিক আল মাহমুদ আলী (৪০),

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন সেনগাতী দক্ষিণপাড়া গ্রামের হানিফ আলীর পুত্র ট্রাক চালক আলহাজ আলী (২৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার দুখিয়াবাড়ি সায়েদাবাদ গ্রামের গাজী মোল্লার পুত্র মোস্তফা (৩৪) কে গ্রেফতার করে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃতরা পেশাদার প্রতারক। আলু চুরির উদ্দেশ্যে তারা ট্রাকের প্রকৃত নম্বর ঘষা-মাজা করে পরিবর্তন করে দালাল অফিসে দেয় এবং সেখানে যে মোবাইল নম্বর দিয়েছে তা ছিল একটি ছিনতাই করা মোবাইল।

ট্রাক চুরির পর উক্ত ছিনতাই করা মোবাইল ফোনটি প্রতারকরা একটি ফাঁকা জমিতে ফেলে দেয়। এছাড়া হেলপার পরিচয়ে ট্রাক মালিক ট্রাকের সাথে ছিলেন। ব্যাপক তদন্ত ও মোবাইল ট্রাকিং প্রযুক্তি ব্যবহার করে খোয়া যাওয়া ট্রাক উদ্ধার এবং জড়িত ৩ ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।