Saturday, January 12, 2019

ছেলের খুনের খবর শুনে মায়ের মৃত্যু

বগুড়া উত্তর ডটকম: বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ফেরার পথে খুন হন ব্যবসায়ী আপেল মাহমুদ। পরে ছেলের খুনের খবর শুনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মা আয়েশা বেগম (৫২)। শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আপেল মাহমুদের মরদেহ নিতে আসা তার চাচা সৈয়দ আশরাফুল আলম মানিক এ তথ্য নিশ্চিত করেছেন। 


আপেলের মা আয়েশা বেগম ক্যানসারে আক্রান্ত হয়ে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেলে আপেল তার মাকে দেখতে ওই হাসপাতালে যান। এরপর সন্ধ্যায় তিনি বাড়ি ফেরার উদ্দেশে হাসপাতাল থেকে বের হন। সন্ধ্যা ৭টার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। সারা রাত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার সন্ধানে নেমে পড়েন। 

শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানতে পারেন কাহালুতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা থানায় গিয়ে মরদেহটি আপেলের বলে শনাক্ত করেন। নিহত আপেল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা মোঘলটুলি এলাকার সৈয়দ আব্দুল ওহাব দীপ্তির ছেলে। তিনি ‘ইনডেক্স বিজনেস কো-অপারেটিভ সোসাইটি’ নামে একটি অর্থিক লেনদেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। পাশাপাশি ফাঁসিতলা এলাকায় একটি ময়দা মিলের মালিক ছাড়াও আমদানি-রপ্তানির ব্যবসা করতেন তিনি।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কাহালু থানার বারমাইল-নামুজা সড়কে ছাতারপুকুর এলাকার মাঠ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ থেকে কিছু মানুষ থানায় গিয়ে লাশটি ফাঁসিতলার ব্যবসায়ী আপেলের বলে শনাক্ত করে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা সম্ভব হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলছে বলেও জানান তিনি।


আরো পড়ুন :

বগুড়ার কাহালুতে মাঠে মিলল যুবকের লাশ

বগুড়ার কাহালুতে মাঠে মিলল যুবকের লাশ

বগুড়া উত্তর ডটকম: বগুড়ার কাহালু উপজেলার ছাতারপুকুর এলাকায় একটি মাঠে আপেল মাহমুদ (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার দীপ্তির ছেলে। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করে  পুলিশ। 

বগুড়ার কাহালুতে মাঠে মিলল যুবকের লাশ

স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কাহালু থানার ওসি শওকত কবির। ওসি জানান, বৃহস্পতিবার ১১টার দিকে স্থানীয়রা পুলিশকে জানায়, উপজেলার কালাই ইউনিয়নের বারমাইল-নামুজা সড়কের পাশে মাঠে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে আছে।  

পুলিশ মরদেহ উদ্ধারের সময় কেউ পরিচয় নিশ্চিত করতে পারেনি। শুক্রবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নিহতের স্বজনেরা থানায় এসে মরদেহের পরিচয় শনাক্ত করেন।তার নাম আপেল। পেশায় একজন ব্যবসায়ী বলে জানা গেছে। মরদেহ উদ্ধারের সময় কিছু টাকাও পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ বলেও জানান তিনি।


আরো পড়ুন :

ছেলের খুনের খবর শুনে মায়ের মৃত্যু

সুষ্ঠু পরিবেশ তৈরি হলে সংসদ নির্বাচন করব : হিরো আলম

বগুড়া উত্তর ডটকম: দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে আবারও সংসদ নির্বাচন করবেন বলে জানিয়েছেন সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ পদপ্রার্থী ও জনপ্রিয় মডেল আশরাফুজ্জামান আলম অরফে হিরো আলম। শুক্রবার (১১ জানুয়ারি) বিকালে উপজেলার রসুলপুর তাহিরন নেছা হাফিজিয়া মাদ্রাসায় মায়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন হিরো আলম। 

সুষ্ঠু পরিবেশ তৈরি হলে সংসদ নির্বাচন করব : হিরো আলম

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।সুষ্ঠু পরিবেশ তৈরি হলে সংসদ নির্বাচন করব : হিরো আলমনির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আমি ইউপি নির্বাচনে মেম্বর পদে নির্বাচনের পর এবার জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দিগ্রাম) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। দেশে যদি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরে আসে তাহলে আমি আবার সংসদ নির্বাচন করব।

সুষ্ঠু পরিবেশ তৈরি হলে সংসদ নির্বাচন করব : হিরো আলম

শীত বস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি গরীবের সন্তান। গরীবের দুঃখে কষ্টে সবসময় আমি পাশে থাকার চেষ্টা করব।ফাউন্ডেশনের সভাপতি মনোয়ার পারভেজ মানিকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র, শিক্ষক, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার বিপুল সংখ্যক হিরো আলম ভক্ত সেখানে উপস্থিত ছিলেন।

All Bangla NewsPaper



All Bangla NewsPaper Link

.. ... ... ... ... ... ...
http://prothomalo.com/

http://www.kalerkantho.com/

http://bograuttor.blogspot.com/

http://www.bograsangbad.com/




স্বামীর পুরুষাঙ্গ কেটে স্বামীকে হত্যা করলো স্ত্রী॥ স্ত্রী আটক

বগুড়া উত্তর ডটকম: নাটোরের গুরুদাসপুরে স্বামীর অতিরিক্ত যৌন চাহিদা থাকায় এবং অতিমাত্রায় যৌন অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে হত্যা করেছে এক স্ত্রী। যৌন উত্তেজক ঔষধ সেবনের মাধ্যমে এমন অত্যাচার করে আসছিলো ওই স্বামী। শনিবার ভোরে উপজেলার মশিন্দা মাছপাড়া গ্রামে এঘটনা ঘটে। 

স্বামীর পুরুষাঙ্গ কেটে স্বামীকে হত্যা করলো স্ত্রী॥ স্ত্রী আটক

মধ্য রাতে কোন এক সময় স্ত্রী রুমি খাতুন স্বামী কাবিল হোসেন (২২) এর পুরুষাঙ্গ কর্তন করলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী রুমি খাতুন (১৭)কে আটক করেছে । নিহত কাবিল বিশ্বাস পাবনা জেলার চাটমোহর উপজেলার ধানকুড়িয়া গ্রামের নরশেদ আলী বিশ্বাসের ছেলে। রুমি খাতুন গুরুদাসপুর উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামের মকছেদ আলীর মেয়ে।

রুমি খাতুনের পরিবারের সদস্যরা জানান, গত ৪ মাস পূর্বে কাবিল হোসেনের সাথে ও রুমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই কাবিল হোসেন যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে স্ত্রীর ওপর যৌন নির্যাতন চালাতে থাকে। এর ফলে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এরই এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে গত দুই সপ্তাহ আগে রুমি খাতুন তার বাবার বাড়িতে চলে আসে।গতকাল শুক্রবার কাবিল হোসেন মাশিন্দা মাঝপাড়া গ্রামে শ্বশুর বাড়ীতে আসেন। 


রাতে পুনরায় যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে যৌন নির্যাতন শুরু করলে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। এর একপর্যায়ে ভোরে স্ত্রী রুমি খাতুন ধারালো হাসুয়া দিয়ে স্বামী কাবিল বিশ্বাসের পুরুষাঙ্গ কেটে দেয়। এতে ঘটনাস্থলেই কাবিল হোসেনের মৃত্যু হয়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে এঘটনায় নিহতের স্ত্রী রুমি খাতুনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে।

এব্যাপরে ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

বগুড়ার এরুলিয়া পলিবাড়ী সরকারপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

বগুড়া উত্তর ডটকম: বগুড়া সদরের এরুলিয়া পলিবাড়ী সরকারপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন এর উদ্বোধন করেন করেন সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা।
এ সময় উপস্থিত ছিলেন অত্র মসজিদের সভাপতি হায়দার আলী ,সাধারন সম্পাদক সারওয়ার হাসেন, সদস্য রফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন, ফিরোজ, ফাইম, সিয়াম, আরাফাত, মোরসালিন, মোত্তাকিন, রাব্বি, করিম, আঃ রশিদ, মোকলেছার, পেশ ঈমাম রুহুল আমিনসহ মুসল্লিবৃন্দ । ভিত্তি প্রস্তর শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কমানা করে দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুর শাকুর।

Friday, January 11, 2019

বগুড়ায় ১২ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ২

বগুড়া উত্তর ডটকম : বগুড়ায় এবার নারী মাদক ব্যবসায়ীদের তালিকায় আরেকটি নাম যুক্ত করলো উপশহর পুলিশ ফাঁড়ি। ১২ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীর মধ্যে একজন নারী।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলামের নেতৃত্বে এস আই আব্দুল কুদ্দুস, এএসআই মেহেদী হাসান, মহুবার রহমান, এটিএসআই সোহেল রানা ও আনিস সহ একদল পুলিশ বৃহস্পতিবার বগুড়া সদরের রামশহর ও হাজরাদিঘী এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বগুড়া সদরের  গোকুল ইউনিয়নের রামশহর পশ্চিম পাড়া এলাকার জনৈক আবেদ আলীর পুত্র রেজাউল করিম (২৯) ও হাজরাদিঘী আকন্দপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী‌ শামিম এর স্ত্রী চম্পা বেগম (২২)।

কাহালুর নাগর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটিকাটার মহোৎসব

বগুড়া উত্তর ডটকম,  কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু, শিবগঞ্জ ও দুপচাঁচিয়া উপজেলার সীমান্ত এলাকা দিয়ে বয়ে যাওয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরীত সেই ছোট নাগর নদীতে অবৈধভাবে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন ও ড্রেজার দিয়ে মাটিকাটার মহোৎসব চলছে।

নদীর আশে-পাশের মানুষ ফসলী জমি এবং বসত বাড়ির ক্ষতির আশঙ্কায় বিভিন্ন দপ্তরে অভিযোগ, মানববন্ধন ও প্রতিবাদ সভার মতো অনেক কর্মসূচী পালন করলেও বন্ধ হয়নি বালু উত্তোলন এবং মাটিকাটা।

অবৈধভাবে যারা দীর্ঘ কয়েক বছর যাবত বালু উত্তোলন ও মাটি কাটছে তাদের বিরুদ্ধে আইগত কঠোর ব্যবস্থা না নেওয়ার ফলে প্রতি বছর ক্ষতির মুখে পড়ছেন এই নদীর তীরবতী মানুষ। প্রতি বছরই আমন মৌসুমে চাষিরা পড়েন মহাবিপাকে।

বিভিন্নভাবে তথ্য নিয়ে ও সরোজমিনে দেখা গেছে কাহালু উপজেলার কালীতলা, শিবতলা, ঘোন কালাই, আটালিয়া, কাশ্মিমালা, ঝিনাই ও টিটিয়াসহ নাগর নদীর বিভিন্ন পয়েন্টে এক শ্রেণীর প্রভাবশালীরা অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটছে। তারা ১৫/২০ ফিট গভীর করে ট্রাকে ট্রাকে মাটি নিয়ে যাচ্ছে।

এই মাটি গুলো যাচ্ছে আশে-পাশের ইটভাটা গুলোতে। আর বালু বিক্রি করছে যারা বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে তাদের কাছে। ইতিপূর্বে মদনায় গ্রামের মানুষ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়াসহ মানববন্ধন ও প্রতিবাদ সভার মতো কর্মসূচী পালন করেছে এই অবৈধভাবে বালু উত্তোলন ও মাটিকাটা বন্ধের জন্য। তারপরেও বন্ধ হয়নি নাগর নদী থেকে বালু উত্তোলন ও মাটিকাটা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত রহমান জানান, নির্বাচনের কারনে অভিযান কিছুটা শিথিল ছিলো। নাগর নদী থেকে বালু উত্তোলন ও মাটিকাটা বন্ধে শিঘ্রই অভিযান চালানো হবে।