Friday, June 1, 2018

ট্রেনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্ব ঘোষিত সিডিউল অনুযায়ী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। 


ট্রেনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু
শুক্রবার প্রথম দিন সকাল ৮টায় শুরু হয়েছে ১০ জুনের ট্রেনের টিকিট দেয়া।  তবে বৃহস্পতিবার রাত থেকেই টিকিট প্রত্যাশিরা এসে লাইনে দাঁড়িয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মানুষের সংখ্যাও। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের প্রত্যাশা টিকিট প্রাপ্তি।  

এদিকে টিকিট কালোবাজারে যেন না যায় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। বাড়ানো

মাদরাসা শিক্ষা বোর্ড ২০২টি মাদরাসা বন্ধ ঘোষণা করেছে


টানা দুই বছর একজন শিক্ষার্থীও দাখিল পরীক্ষায় অংশ না নেওয়ায় সংশ্লিষ্ট ২০২টি মাদরাসা বন্ধ ঘোষণা করেছে মাদরাসা শিক্ষা বোর্ড।  

মাদরাসা শিক্ষা বোর্ড ২০২টি মাদরাসা বন্ধ ঘোষণা করেছেএসব প্রতিষ্ঠানের অনুমতি ও একাডেমিক স্বীকৃতি বাতিলসহ অনলাইনে পাসওয়ার্ড, মাদরাসা কোড নম্বর ও ইআইআইএন নম্বর বন্ধ করে দেওয়া হয়েছে। চলতি বছর থেকে এসব প্রতিষ্ঠান দাখিল স্তরে কোনো শিক্ষা কার্যক্রম চালাতে পারবে না।  

মাদরাসা শিক্ষা বোর্ড বুধবার এসংক্রান্ত আদেশ জারি করেছে। তাতে বলা হয়েছে, বন্ধ ঘোষিত মাদরাসাগুলোতে বর্তমানে যেসব শিক্ষার্থী নবম ও দশম

শিশুকে কত দিন মায়ের দুধ পান করানো উচিত?

একজন মা যার একটা ৫ বছর বয়সী মেয়ে এবং দুই বছর বয়সী ছেলে রয়েছে তারা একই সাথে মায়ের দুধ পান করছে। এমা শার্ডলো হাডসন বলেন এটা তাঁর সন্তানদের শরীরের জন্য ভাল। কারণ তারা খুব কম অসুস্থ হয়। 

শিশুকে কত দিন মায়ের দুধ পান করানো উচিত? ২৭ বছর বয়সী এই মা বলেন, তিনি বিষয়টা ভালো-ভাবে নিচ্ছেন কারণ বুকের দুধে এন্টিবডি রয়েছে যেটা শিশুর শরীরের জন্য ভালো। যুক্তরাজ্যের চিকিৎসকরা পরামর্শ দেন যতদিন মা এবং শিশু দুজনেই চাইবে ততদিন বুকের দুধ পান করানো উচিত। যুক্তরাজ্যে ন্যাশনাল হেলথ সার্ভিস নির্দিষ্ট কোন টাইম বেধে দেয় নি ঠিক কোন্ সময়ে দুধ

জেএসসি-জেডিসিতে ২০০ নম্বর কমলো

সচিবালয় প্রতিবেদক : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় নম্বর ও বিষয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে জেএসসিতে ৬৫০ নম্বরের এবং জেডিসিতে ৮৫০ নম্বরের পরীক্ষা হবে। এই দুই পরীক্ষায় ২০০ নম্বর করে কমানো হয়েছে।  

জেএসসি-জেডিসিতে ২০০ নম্বর কমলো


বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা

র‌্যাবের মাদকবিরোধী অভিযানে এক মাসে নিহত ৩১


র‌্যাবের মাদকবিরোধী অভিযানে এক মাসে নিহত ৩১
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর ঘোষণার পর মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযানে নেমেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব সদর দফতর জানিয়েছে, মাদকবিরোধী অভিযানে গত এক মাসে (৪ মে-৩১ মে ১৮) র‌্যাব মোট ৮৩৭ টি অভিযান পরিচালনা করে। আর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় ৪২৯টি। 

এসময়

Friday, May 25, 2018

"এসো শপথ করি, সবুজ পরিবেশ গড়ি" সরকারি আজিজুল হক কলেজে বৃক্ষরোপন

হাদিসুর রহমান (বগুড়া প্রতিনিধি ) : প্রতি বছরের মতো এবারও সরকারি আজিজুল হক কলেজে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয় । গতকাল সকালে কলেজ এর বিভিন্ন স্থানে প্রায় কয়েক শো শোভাবর্ধনকারী গাছ লাগানোর মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। সহস্রাধিক গাছ লাগানোর টার্গেট রয়েছে।  

এ সময়  কলেজ এর অধ্যক্ষ:

Tuesday, May 22, 2018

দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে বিদায়


দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে বিদায়

দলীয় মনোনয়ন না পেয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাত্র ১৪৯ ভোটে পরাজিত

Sunday, April 29, 2018

সরকারি আজিজুল হক কলেজে অস্ত্র সহ পাখি শিকারী আটক

হাদিসুর রহমান : সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন “ #TEER/তীর” এর কর্মীদের সহযোগিতায় রবিবার বিকেল ৫ ঘটিকার সময় একজন পাখি শিকারীকে অস্ত্র সহ আটক করা হয় ।

সরকারি আজিজুল হক কলেজে অস্ত্র সহ পাখি শিকারী আটক
শিকারী মোঃ মশিউর রহমান বাম থেকে ২য় 

শিকারী মোঃ মশিউর রহমান ,বাড়ি বাগেরহাট জেলায় ,তিনি একজন সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী । বগুড়াতে শশুরবাড়ী বেড়াতে এসে পাখি শিকারে বের হয়েছিলেন । খবর