Tuesday, February 13, 2018

আদমদীঘিতে অটো চার্জারের ধাক্কায় শিশু নিহত

আদমদীঘি প্রতিনিধি সাগর খান : বগুড়ার আদমদীঘিতে জিনইর গ্রামের রাস্তা অটো চার্জারের ধাক্কায় মাত্র ৪ বছরের শিশু মিম নিহত হয়েছে।

এ ব্যাপারে থানায় কোন অভিযোগ বা মামলা দায়ের হয়নি বলে অফিসার ইনচার্জ আবু সায়িদ মোঃ ওয়াহেদুজ্জামান জানায়।

জানা যায়, আদমদীঘির জিনইর গ্রামের এরশাদ হোসেনের শিশু কন্যা গত সোমবার সকালে জিনইর গ্রামের ভিতর বাড়ীর পার্শ্বে রাস্তা পার হওয়ার সময় আদমদীঘি থেকে কোমারপুর গ্রামী অটো চার্জারের ধাক্কায় শিশু মিম আহত হয়।

তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে অবস্থা অবনতি দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করলে সেখানে ওই দিন সন্ধায় মারা যায়।

বগুড়া সোনাতলায় ক্ষত বিক্ষত অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সোনাতলায় ক্ষত বিক্ষত অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন : জেলার সোনাতলায় ক্ষত বিক্ষত অবস্থায় ৩৫ বছর বয়সের অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

থানা ও এলাকবাসী জানায়, গত সোমবার রাতে কে বা কারা অজ্ঞাত ওই যুবককে হত্যা করে উপজেলার বালুয়া ইউনিয়নের নগরপাড়া-মহিষাবাড়ি গ্রামের মধ্যবর্তী গনিজান ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তার নীচে চটের বস্তাবন্দি করে রেখে পালিয়ে যায়।

পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওই রাস্তা দিয়ে যাতায়াত করলে পথচারীদের বস্তাবন্দি লাশ চোখে পড়ে।

লোকজন বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

লাশের মাথার মগজ বের হয়ে ছিল। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা জখম অবস্থা ছিল। পুলিশ জানায়, লাশটির উচ্চতা ৫ফুট ৪ইঞ্চি।

পড়নে ছিল ছাই রঙের জিন্সের ফুলপ্যান্ট। গায়ে ফুলহাতা গেঞ্জি। মুখে হাল্কা দাড়ি ও মাথার চুল কালো।

ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত

ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। তাই বরাবরের মতো হাস্যরসের বসন্ত  ধামাকা—বসন্ত পালনের সহনশীল উপায়। আসুন পড়ে নিই। 

ফুল-ফুটুক-আর-নাই-ফুটুক-আজ-বসন্ত-ভালবাসা-দিবস

১. বসন্ত উপলক্ষে নিশ্চয় বান্ধবীকে নিয়ে ঘুরতে যাবেন, এ জন্য গাড়ি কিংবা রিকশায় অনেক খরচ হতে পারে। তাই বুদ্ধি খাটিয়ে বান্ধবীকে বলুন, আসো আজকের দিন অন্ততপক্ষে আমরা রাস্তায় হাঁটি, এতে ডায়াবেটিসের ঝুঁকি কমবে। 

২. বান্ধবীর মন রক্ষার জন্য বসন্তের দিনে গিফট বাধ্যতামূলক। কিন্তু আপনি চাইলে গিফট নাও দিতে পারেন। অবশ্য বান্ধবীকে বুদ্ধি খাটিয়ে বলতে হবে, তুমি আমার সবচেয়ে বড় গিফট। তাই তোমাকে গিফট দিয়ে ছোট করতে চাই না।  

৩. আজকের দিনের অন্যতম কাজ বান্ধবীকে ফুল দেওয়া। এদিকে বছরের অন্যান্য দিনের তুলনায় আজকে ফুলের দাম একটু বেশি। তাই টাকা বাঁচাতে কোথাও এখানে সেখানে মাটিতে ফুল দেখলে পিষবেন না। 

আশপাশে তাকাবেন, তারপর ধীরে ধীরে হাতে তুলে নিয়ে বান্ধবীকে গিফট দেবেন। এতে অর্থ যেমন বাঁচবে, পাশাপাশি ফুলের অপচয় হবে না।

ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন । 

Monday, February 12, 2018

বগুড়ায় পৌর কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি ॥ আটক ১

বগুড়ায় পৌর কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি ॥ আটক ১

শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান : বগুড়া পৌরসভার নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা ও প্রতিবেশীদের বাড়ির মূল গেট বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা দেয়ায় ১৩ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর খোরশেদ আলমকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালিয়েছে সাবেক যুবলীগ নেতা নামধারী বগুড়া আলতাব আলী সুপার মার্কেটের সাবেক সাধারন সম্পাদক মাসুম কামাল মাসুম (৫০)।

সোমবার বেলা পৌনে ১১ টার দিকে বগুড়া শাজাহানপুর থানার অন্তর্গত ফুলদিঘী মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সনাতন

বিকাশে টাকা দিলেই মিলত এসএসসির প্রশ্ন!

বিকাশে টাকা দিলেই মিলত এসএসসির প্রশ্ন!

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষক ও পাঁচ ছাত্রকে আটক করা হয়েছে। নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার যৌথ দল 

গতকাল শনিবার রাত ১০টা থেকে আজ রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলার পত্নীতলা ও ধামইরহাট এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। 

Sunday, February 11, 2018

সান্তাহার জংশন ষ্টেশনে চুরি, ছিনতাই ও পকেটমারের উপদ্রব

আদমদীঘি প্রতিনিধি সাগর খান: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনে চুরি, ছিনতাই ও পকেটমারের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। 

সান্তাহার জংশন ষ্টেশনে চুরি, ছিনতাই ও পকেটমারের উপদ্রব

গত ১মাসে বিভিন্ন ট্রেনে ও প্লাটফর্মে যাত্রীদের নিকট থেকে মোবাইল ফোন, সোনার গহনা ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার একাধিক ঘটনা ঘটেছে বলে যাত্রীদের অভিযোগে জানা গেছে। একটি অপারাধি চক্র দীর্ঘদিন থেকে এই ধরনের অপরাধ কর্মকান্ড চালিয়ে আসলেও রেলওয়ে জিআরপি পুলিশ ও নিরাপত্তা বাহিনী রহস্যজনক নিরবতার কারনে এ ধরনের অপরাধ প্রবণতা দিনে দিনে আরো বৃদ্ধি পাচ্ছে। 

যাত্রীদের অভিযোগে জানা গেছে, সর্বশেষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শনিবার বেলা সাড়ে ১১টায় আন্ত:নগর রুপসা এক্রাপেস ট্রেনে। এ দিন বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়া পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টচার্য্য শংকর সান্তাহার থেকে রুপসা আন্ত:নগর ট্রেনে চড়ে খুলনা যাচ্ছিল। তিনি জানান, প্লাটফর্ম থেকে ট্রেনে উঠার সময় ছিনতাইকারীরা তার পকেট থেকে মুল্যবান মোবাইল

"উল্লাহ বাহিনী" ই প্রশ্ন ফাঁসের মূল হোতা : ডিবি

আমান উল্লাহ, বরকত উল্লাহ, আহসান উল্লাহ—তাঁরা আপন তিন ভাই। 

"উল্লাহ বাহিনী" ই প্রশ্ন ফাঁসের মূল হোতা : ডিবি

চাঁদপুর থেকে এসে তাঁরা বসবাস শুরু করেন রাজধানী ঢাকার ইন্দিরা রোডের একটি বাসায়। এসএসসি পরীক্ষা শুরুর কয়েক দিন আগে এই তিন ভাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের ঘোষণা দেন।

তাঁরা এমনও বলেন, তাঁদের কেউ ধরতে পারবে না, ধরার সামর্থ্যও নেই। ওই তিন ভাইসহ প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া বাকি ১১ জন হলেন রাহাত ইসলাম,

বগুড়ায় গোডাউনে ট্রাক লাগিয়ে মালামাল লুট

আমিন ইসলাম: বগড়া সদরের নিশিন্দারা শেরে বাংলা নগরের ঈমাম হোসেনের ছেলে দেলোয়ার হোসেন মানিকের গুডাউনে ট্রাক লাগিয়ে মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। 
বগুড়ায় গোডাউনে ট্রাক লাগিয়ে মালামাল লুট

এঘটনায় শনিবার বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। 
দেলোয়ার হোসেন মানিক জানান, শনিবার ভোর ৪.৩০ মিনিটে অজ্ঞাত কয়েকজন ব্যাক্তি আমার মালামালের গুডাউনে ট্রাক লাগিয়ে লোড করতেছিল। এমন সময় আমার ছোট ভাই ঢাকা হতে আসছিল এবং উক্ত ব্যাক্তি গনকে দেখতে পায়। কিন্তু তারা কেউ পরিচিত