ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। তাই বরাবরের মতো হাস্যরসের বসন্ত ধামাকা—বসন্ত পালনের সহনশীল উপায়। আসুন পড়ে নিই।
১. বসন্ত উপলক্ষে নিশ্চয় বান্ধবীকে নিয়ে ঘুরতে যাবেন, এ জন্য গাড়ি কিংবা রিকশায় অনেক খরচ হতে পারে। তাই বুদ্ধি খাটিয়ে বান্ধবীকে বলুন, আসো আজকের দিন অন্ততপক্ষে আমরা রাস্তায় হাঁটি, এতে ডায়াবেটিসের ঝুঁকি কমবে।
২. বান্ধবীর মন রক্ষার জন্য বসন্তের দিনে গিফট বাধ্যতামূলক। কিন্তু আপনি চাইলে গিফট নাও দিতে পারেন। অবশ্য বান্ধবীকে বুদ্ধি খাটিয়ে বলতে হবে, তুমি আমার সবচেয়ে বড় গিফট। তাই তোমাকে গিফট দিয়ে ছোট করতে চাই না।
৩. আজকের দিনের অন্যতম কাজ বান্ধবীকে ফুল দেওয়া। এদিকে বছরের অন্যান্য দিনের তুলনায় আজকে ফুলের দাম একটু বেশি। তাই টাকা বাঁচাতে কোথাও এখানে সেখানে মাটিতে ফুল দেখলে পিষবেন না।
আশপাশে তাকাবেন, তারপর ধীরে ধীরে হাতে তুলে নিয়ে বান্ধবীকে গিফট দেবেন। এতে অর্থ যেমন বাঁচবে, পাশাপাশি ফুলের অপচয় হবে না।
ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ।
ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ।
No comments:
Post a Comment