Sunday, February 4, 2018

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এ অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা পেছানোর দাবীতে মানব-বন্ধন

সম্মান ফাইনাল বর্ষের পরীক্ষা আগামী ২০ তারিখ থেকে অনুষ্ঠিত হওয়ার রুটিন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এ অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা পেছানোর দাবীতে মানব-বন্ধন

পরীক্ষা পেছানোর দাবীতে বগুড়া সরকারী আজিজুল হক কলেজের সামনে সকাল ১০:৩০ মিনটে মানব-বন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন সম্মান ফাইনাল বর্ষের পরীক্ষার্থীরা। আন্দোলনরত পরীক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই কানামাছি খেলা বন্ধ করতে হবে।
শিক্ষার্থীরা পড়াশোনার সময় পাচ্ছে না। তাছাড়া, সম্মান ৩য় বর্ষের পরীক্ষা আগামী ১৩ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় অসংখ্য শিক্ষার্থী মান-উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করবে।আরো জানান, শিক্ষার্থীদের ন্যায্য দাবী  আদায় না হওয়া র্পযন্ত আন্দোলন চালিয়ে যবেন। আগামীকাল বগুড়া প্রেসক্লাবের সামনে মানব-বন্ধন করবে পরীক্ষার্থীরা।

No comments:

Post a Comment