সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন : জেলার সোনাতলায় ক্ষত বিক্ষত অবস্থায় ৩৫ বছর বয়সের অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
থানা ও এলাকবাসী জানায়, গত সোমবার রাতে কে বা কারা অজ্ঞাত ওই যুবককে হত্যা করে উপজেলার বালুয়া ইউনিয়নের নগরপাড়া-মহিষাবাড়ি গ্রামের মধ্যবর্তী গনিজান ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তার নীচে চটের বস্তাবন্দি করে রেখে পালিয়ে যায়।
পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওই রাস্তা দিয়ে যাতায়াত করলে পথচারীদের বস্তাবন্দি লাশ চোখে পড়ে।
লোকজন বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
লাশের মাথার মগজ বের হয়ে ছিল। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা জখম অবস্থা ছিল। পুলিশ জানায়, লাশটির উচ্চতা ৫ফুট ৪ইঞ্চি।
পড়নে ছিল ছাই রঙের জিন্সের ফুলপ্যান্ট। গায়ে ফুলহাতা গেঞ্জি। মুখে হাল্কা দাড়ি ও মাথার চুল কালো।
No comments:
Post a Comment