বগুড়া উত্তর ডটকম : গোলাম রব্বানী শিপন, মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ মহাস্থান মর্নিং সান কেজি স্কুল ও হাইস্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলনী অনুষ্ঠানের প্রস্তুতি কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার অন্যতম প্রাচীন নগরের বিদ্যাপিটের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলনী-২০১৯ এর প্রস্তুতি কমিটির সভা বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মোর্নিং সান কেজি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা যুবসংহতির আহবায়ক ও অত্র বিদ্যালয়ের পবিচালক, হুসাইন শরিফ সঞ্চয়, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক, হাফিজুর রহমান, সহকারী শিক সাজু নিলুফা ইয়াসমিন, প্রাক্তন ছাত্র আব্দুৃল্লাহ্, রিয়াদ হাসান, মারজান, মিজানুর রহমান, আতিকুল, সাদেকুল ইসলাম, আপেল মাহমুদ, রাখেল ইসলাম, মেহেদী হাসান বাবু, সিয়াম, রাকিব, শাকিল ইসলাম প্রমুখ।
এছাড়া সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়,
তার মধ্যে পুর্বেগৃহিত সম্ভাব্য তারিখে ইভেন্টস ভেন্যুর তারিখ ও স্থান চূড়ান্ত করা হবে। অনুষ্টান কে ব্যাপক ভাবে প্রানবন্ধ করার লক্ষে উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের যোগাযোগ করার জন্য আহবান করা হয়েছে।
No comments:
Post a Comment