Wednesday, January 16, 2019

বগুড়ায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতার ছেলে রুপম (৩১) কে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বগুড়া কোর্ট হাজতে তাকে প্রেরণ করে পুলিশ।

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে ভাটরা ইউনিয়নের খাঁন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে রুপমকে গ্রেপ্তার করা হয়। সে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও খোর্দ্দ সিমলা গ্রামের টিএম কালামের ছেলে।

এ ব্যাপারে পন্ডিতপুকুর পুলিশ ফাঁড়ির ইসচার্জ আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভাটরা খাঁন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সময় তাঁর কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাঁর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

No comments:

Post a Comment