ধুনটে যমুনার পানিতে জমির ফসল নিমজ্জিত: পানিবন্দি শতাধিক পরিবার বগুড়ার ধুনটে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার অব্যাহত পানি বৃদ্ধিতে চরের ৫৭ সেক্টর জমির বিভিন্ন ফসল নিমজ্জিত হয়েছে। এছাড়া পানিবন্দি হয়ে পড়েছে চরের শতাধিক পরিবার। ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল জানান, গত কয়েক দিনের অব্যাহত পানি বৃদ্ধিতে
Monday, September 17, 2018
Thursday, August 9, 2018
Dhaka Attack ঢাকা অ্যাটাক চলচ্চিত্রের সেরা গান যেটি
ঢাকা অ্যাটাক হল ২০১৭ সালের বাংলাদেশি রোমাঞ্চকর নাট্যধর্মী চলচ্চিত্র।
Dhaka Attack এটি পরিচালনা করেছেন দীপংকর দীপন এবং রচনা করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সানী
Wednesday, August 1, 2018
‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, ব্যবস্থা নেয়া হচ্ছে’
‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, ব্যবস্থা নেয়া হচ্ছে’
>> জাবালে নূর গাড়ির চালক গ্রেফতার, রুট পারমিট বাতিল
>> নয় দফা দাবির সবগুলো ইমপ্লিমেন্টের ব্যবস্থা নিচ্ছি
>> অবরোধের সুযোগে স্বার্থান্বেষী মহল ভাঙচুর, গাড়ি পোড়াচ্ছে
>> বিশেষ অনুরোধ ছাত্র-ছাত্রীরা যেন ঘরে ফিরে যায় :
স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে সড়ক অবরোধ করা শিক্ষার্থীদের নয় দফা দাবি ‘যৌক্তিক’ বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন,
Saturday, July 28, 2018
বাঘের সংখ্যা বাড়ছে সুন্দরবনে?
“বাঘ প্রকল্পের কাজ শেষ হয়েছে। বাঘের সংখ্যা প্রকাশ করবে সরকার। তবে বাঘের সংখ্যা বাড়তে পারে।”
আগামীকাল রবিবার ২৯ জুলাই দেশে ৮ম বারের মতো পালিত হতে যাচ্ছে বিশ্ব বাঘ দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে ‘বাঘ প্রকল্প’ ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে গণনা শুরু করে। মাঠ পর্যায়ের প্রাথমিক এ কাজ মে মাসে শেষ হয়। ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। ফলে বাঘের সংখ্যা বাড়বে না, কমবে-সে সম্পর্কে
দেড় দশকেও গড়ে উঠেনি ইকো ট্যুরিজম সুবিধা - সুরক্ষিত হয়নি পরিবেশ-প্রকৃতি
আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস টাঙ্গুয়ার হাওরে দেড় দশকেও গড়ে উঠেনি ইকো ট্যুরিজম সুবিধা: সুরক্ষিত হয়নি পরিবেশ-প্রকৃতি
হাবিব সরোয়ার আজাদ: দেশী-বিদেশী লাখ লাখ পর্যটক ও ভ্রমণ পিপাসুদের দৃষ্টি এখন রামসার প্রকল্পভুক্ত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের নীল জলরাশী এবং পরিবেশ-প্রকৃতির দিকে। কিন্তু গত দেড় দশক ধরে সংরক্ষণ মেয়াদে এ হাওরের আয়তন বাড়ালেও আন্তর্জাতিক জীববৈচিত্রের অনন্য জলাধার টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র বৃদ্ধি পায়নি তেমনি ইকোট্যুরিজম সুবিধাও গড়ে উঠেনি অন্যদিকে সুরক্ষিত হয়নি হাওরের
Thursday, July 26, 2018
করতোয়া নদীতে গোসল করতে নেমে যুবক নিহত
বগুড়ার মাটিডালীতে করতোয়া নদীতে গোসল করতে নেমে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত, এস আই সুমনঃ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার মাটিডালীতে করতোয়া নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় মাটিডালী বাজারের বেইলী ব্রীজ সংলগ্ন করতোয়া নদীতে গোসল করতে নামে মামুন নামের এক যুবক সে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় এবং সাথে সাথেই মারা যায়।
নিহত যুবক মামুন(৪০) কালিবালা গ্রামের নাইট গার্ড বুলু মিয়ার ছেলে বলে জানা যায়। এবং সে দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্য হীন ছিল বলে পারিবারিক সূত্রে জানান। সংবাদ পেয়ে ফুলবাড়ী ফাঁড়ীর এস আই বদিউজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।
Wednesday, July 25, 2018
আন্দোলনের নাম হবে বাটাম পেটা -- মীর্জা সেলীম
আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানের ওপর কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী গোষ্ঠী হামলায় রক্তাক্তের প্রতিবাবে বুধবার সকাল ১১টায় বগুড়া জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানব বন্ধন কর্মসূচিতে সাংবাদিক ইউনিয়নের সভাপতি, মীর্জা সেলীম বলেন,
Subscribe to:
Posts (Atom)