পনের বছর আগে (২০০৩) প্রথম মালয়েশিয়া গিয়ে প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করতাম। সাথে কাজ করতো মালয়েশিয়ান ছেলে মেয়েরাও। কাজের ফাঁকে ফাঁকে গল্পে আলাপে কত কথা হতো। হাজারো কথার ভিড়ে জাতীয় পরিচয়পত্রের কথাও ওঠে আসত মাঝেমাঝে।
স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেয়েছি |
আমাদের জাতীয় পরিচয়পত্র নেই বলে ওরাই প্রসঙ্গটা উঠাত। কারণ, ওরা ইতিমধ্যে জেনে গেছে আমাদের কোনো আইসি (জাতীয় পরিচয়পত্র কার্ড) নেই। তাদের আইসি আছে, ইন্দোনেশিয়ানদের আইসি আছে। শুধু আছে তা নয়, সে দেশের সব নাগরিকদের অবশ্যই আইডি কার্ডটি সব সময় বহন করতে হয়। আমরা বিদেশিরা যেমন সে দেশে পথেঘাটে চলতে পাসপোর্ট বহন করি। দেশে আমাদের কোনো নাগরিক পরিচয়পত্র নেই এ জন্য ওরা আমাদের লজ্জা দিতে। আমাদের