Friday, June 1, 2018

জেএসসি-জেডিসিতে ২০০ নম্বর কমলো

সচিবালয় প্রতিবেদক : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় নম্বর ও বিষয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে জেএসসিতে ৬৫০ নম্বরের এবং জেডিসিতে ৮৫০ নম্বরের পরীক্ষা হবে। এই দুই পরীক্ষায় ২০০ নম্বর করে কমানো হয়েছে।  

জেএসসি-জেডিসিতে ২০০ নম্বর কমলো


বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা

র‌্যাবের মাদকবিরোধী অভিযানে এক মাসে নিহত ৩১


র‌্যাবের মাদকবিরোধী অভিযানে এক মাসে নিহত ৩১
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর ঘোষণার পর মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযানে নেমেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব সদর দফতর জানিয়েছে, মাদকবিরোধী অভিযানে গত এক মাসে (৪ মে-৩১ মে ১৮) র‌্যাব মোট ৮৩৭ টি অভিযান পরিচালনা করে। আর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় ৪২৯টি। 

এসময়

Friday, May 25, 2018

"এসো শপথ করি, সবুজ পরিবেশ গড়ি" সরকারি আজিজুল হক কলেজে বৃক্ষরোপন

হাদিসুর রহমান (বগুড়া প্রতিনিধি ) : প্রতি বছরের মতো এবারও সরকারি আজিজুল হক কলেজে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয় । গতকাল সকালে কলেজ এর বিভিন্ন স্থানে প্রায় কয়েক শো শোভাবর্ধনকারী গাছ লাগানোর মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। সহস্রাধিক গাছ লাগানোর টার্গেট রয়েছে।  

এ সময়  কলেজ এর অধ্যক্ষ:

Tuesday, May 22, 2018

দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে বিদায়


দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে বিদায়

দলীয় মনোনয়ন না পেয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাত্র ১৪৯ ভোটে পরাজিত

Sunday, April 29, 2018

সরকারি আজিজুল হক কলেজে অস্ত্র সহ পাখি শিকারী আটক

হাদিসুর রহমান : সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন “ #TEER/তীর” এর কর্মীদের সহযোগিতায় রবিবার বিকেল ৫ ঘটিকার সময় একজন পাখি শিকারীকে অস্ত্র সহ আটক করা হয় ।

সরকারি আজিজুল হক কলেজে অস্ত্র সহ পাখি শিকারী আটক
শিকারী মোঃ মশিউর রহমান বাম থেকে ২য় 

শিকারী মোঃ মশিউর রহমান ,বাড়ি বাগেরহাট জেলায় ,তিনি একজন সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী । বগুড়াতে শশুরবাড়ী বেড়াতে এসে পাখি শিকারে বের হয়েছিলেন । খবর

১৫তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আগামী মাসে

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি আগামী মে মাসের শেষের দিকে প্রকাশ হতে পারে। স্কুল-কলেজ পর্যায়ে প্রিলিমিনারির সময় ঘোষণা করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

১৫তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আগামী মাসে

এনটিআরসির সদস্য মো. হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৫তম নিবন্ধন

সিরাজগঞ্জে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর, কাজিপুর ও কামারখন্দ উপজেলায় রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। 

সিরাজগঞ্জে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু


নিহতরা হলেন, শাহজাদপুর পৌর এলাকার ছয়আনিপাড়া মহল্লার ফারুক হাসানের

সকালেই নেমে এলো সন্ধ্যা

রাজধানী ঢাকায় সকাল বেলায় নেমে আসে সন্ধ্যা! কালো মেঘে ঢেকে যায় আকাশ। সকাল সাড়ে ৮টার দিকে প্রচণ্ড বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টি। সেই সঙ্গে বজ্রপাত। প্রায় ৩০ মিনিট পর সকাল ৯টায় কিছুটা বিরতি দেয় বৃষ্টির ধারা।

সকালেই নেমে এলো সন্ধ্যা 


ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ বজলুর রশিদ  জানান, রোববার সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৩ কিলোমিটার। সেই সঙ্গে বৃষ্টি। 
তিনি আরও জানান, রোববার সকালে প্রায় আধণ্টায় রাজধানীতে ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের আরও অনেক স্থানে বৃষ্টি হয়েছে। এরমধ্যে নেত্রকোণায় ৪৫ মিলিমিটার, ময়মনসিংহে ৪০ মিলিমিটার, নওগাঁর বদলগাছিতে ৩০ মিলিমিটার এবং পাবনার ঈশ্বরদীতে ২৩ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে আজ (রোববার) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহায়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫ টা ২৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ২৭ মিনিটে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬.২ ডিগ্রি এবং সর্মনিম্ন তাপমাত্রা ছিল তেতুঁলিয়ায় ১৯.৮ ডিগ্রি।