হাদিসুর রহমান (বগুড়া প্রতিনিধি ) : প্রতি বছরের মতো এবারও সরকারি আজিজুল হক কলেজে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয় । গতকাল সকালে কলেজ এর বিভিন্ন স্থানে প্রায় কয়েক শো শোভাবর্ধনকারী গাছ লাগানোর মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। সহস্রাধিক গাছ লাগানোর টার্গেট রয়েছে।
Friday, May 25, 2018
Tuesday, May 22, 2018
Sunday, April 29, 2018
সরকারি আজিজুল হক কলেজে অস্ত্র সহ পাখি শিকারী আটক
হাদিসুর রহমান : সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন “ #TEER/তীর” এর কর্মীদের সহযোগিতায় রবিবার বিকেল ৫ ঘটিকার সময় একজন পাখি শিকারীকে অস্ত্র সহ আটক করা হয় ।
শিকারী মোঃ মশিউর রহমান বাম থেকে ২য় |
শিকারী মোঃ মশিউর রহমান ,বাড়ি বাগেরহাট জেলায় ,তিনি একজন সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী । বগুড়াতে শশুরবাড়ী বেড়াতে এসে পাখি শিকারে বের হয়েছিলেন । খবর
সকালেই নেমে এলো সন্ধ্যা
রাজধানী ঢাকায় সকাল বেলায় নেমে আসে সন্ধ্যা! কালো মেঘে ঢেকে যায় আকাশ। সকাল সাড়ে ৮টার দিকে প্রচণ্ড বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টি। সেই সঙ্গে বজ্রপাত। প্রায় ৩০ মিনিট পর সকাল ৯টায় কিছুটা বিরতি দেয় বৃষ্টির ধারা।
ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, রোববার সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৩ কিলোমিটার। সেই সঙ্গে বৃষ্টি।
তিনি আরও জানান, রোববার সকালে প্রায় আধণ্টায় রাজধানীতে ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের আরও অনেক স্থানে বৃষ্টি হয়েছে। এরমধ্যে নেত্রকোণায় ৪৫ মিলিমিটার, ময়মনসিংহে ৪০ মিলিমিটার, নওগাঁর বদলগাছিতে ৩০ মিলিমিটার এবং পাবনার ঈশ্বরদীতে ২৩ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে আজ (রোববার) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহায়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫ টা ২৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ২৭ মিনিটে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬.২ ডিগ্রি এবং সর্মনিম্ন তাপমাত্রা ছিল তেতুঁলিয়ায় ১৯.৮ ডিগ্রি।
Tuesday, April 24, 2018
পরিবেশবাদী সংগঠন “তীর”এর পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষন বিয়ষক কর্মশালা অনুষ্ঠিত
হাদিসুর রহমান ( কলেজ প্রতিনিধি ) ঃ “শিখো, কর, শেখাও, পরিবেশ-বাঁচাও” স্লোগানকে বুকে ধারণ করে পরিবেশবাদী সংগঠন “তীর” এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজকের বিষয় ছিল পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষন বিয়ষক কর্মশালা।
পরিবেশবাদী সংগঠন “তীর”, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া এর আলোচনা সভায় উপস্তিত ছিলেন “তীর” এর সভাপতি মিজানুর রহমান , সাধারন সম্পাদক আরাফাত হোসেন, এছাড়াও সি পি এন টেক ইন্সিটিউট এর পরিচালক ও তীর এর উপদেষ্টা জনাব এস এ জাহিদ হোসেন।
“তীর” এর সাধারন সম্পাদক আরাফাত হোসেন বলেন, “সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া কে পাখিদের জন্য সংরক্ষিত এলাকা করতে চাই”। এছাড়াও তিনি পাখিদের বসবাসের জন্য কাঠের ও মাটির বাসা গাছে গাছে লাগানোর উদ্যোগ নেন, এবং অতি তারাতাতি পাখি শিকার রোধে সাইনবোর্ড লাগাবেন বলে ঘোষণা করেন। তিনি ছোটদের পরিবেশ সম্পর্কে সঠিক ধারণা দিতে স্কুলে স্কুলে গিয়ে তীর এর কর্মীদের আলোচনা করার আহ্বান জানান।
“তীর” এর সভাপতি মিজানুর রহমান বলেন, “আমরা একদিন থাকবনা, তোমাদের কে এক হয়ে কাজ করতে হবে”। তিনি সৃতিকাতর হয়ে বলেন সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া তে তীর কে এতদূর আনতে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে”।
এছাড়াও উক্ত কর্মশালায় বক্তব্য দেন তীর এর উপদেষ্টা জনাব এস এ জাহিদ হোসেন, তিনি বলেন “পরিবেশ কে পরিচ্ছন্ন করার আগে আমাদের নিজেদের কে পরিচ্ছন্ন করতে হবে , স্মার্টনেস আনতে হবে”। এছাড়াও তিনি বিভিন্ন বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
পরিবেশবাদী সংগঠন “তীর” এর মিটিং শেষে অধ্যক্ষ্য মোঃ শাহজাহান আলী স্যার বলেন- “ক্যম্পাসে যারা গরু চড়ায় তাদের গরু সহ ধরে নিয়ে আসো, দোকানদারদের কলেজে ময়লা ফেলা বন্ধ কর কথা না শুনলে তাদের কলেজে ডুকতে দিবা না। এতে তোমাদের উপর যদি কোন আঘাত আসে তবে তার আগে আমাকে আঘাত করতে হবে। কলেজকে পরিচ্ছন্ন রাখতে আমি তোমাদের পাশে আছি।”
কর্মশালায় উপস্থিত ছিলেন তৌফিক হাসান হিমু, মো. হাদিসুর রহমান , রাশেদুল, জাহিদ হাসান, আসিকুর, আল হাসিব , বরকত , বোরহান, আব্দুর রাজ্জাক সহ প্রমুখ।
Monday, April 23, 2018
বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিহার হাট দাখিল মাদ্রাসায় বই দিবস পালিত
হাদিসুর রহমান, ( বগুড়া ) প্রতিনিধি : ২৩ শে এপ্রিল ২০১৮ বিশ্ব ব্যাপি পালিত হয় "বই দিবস" তার’ই অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিহার হাট দাখিল মাদ্রাসায় বই দিবস পালিত হয় ।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোফাজ্বল হোসেন ( মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি) অনুষ্ঠান টি উপস্থাপনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আ,ন,ম এহসান আলী। সভাপতি সাহেব তাঁর বক্তবে বলেন, "বর্তমান সরকার শিক্ষার উপর যেভাবে কাজ করছেন এভাবে চললে কিছু দিনের মাঝেই বাংলাদেশ শিক্ষার দিক দিয়ে মাথা উচু করে দাড়াতে পারবে"।
এছাড়াও শিক্ষার মান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন । এসময় বক্তব্য রাখেন গ্রীন ওয়ার্ল্ডের পরিচালক জনাব তৌফিক হাসান তিনি বলেন, "বই একমাত্র জিনিস যা বর্তমান সমাজ কে ঠিক রাখতে পারে বর্তমান এই নেশার জগৎ কে দূরে সরে রাখতে পারে" তাই বেশি বেশি বই পড়া সবার উচিৎ বলেই তিনি মনে করেন ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রীন ওয়ার্ল্ডের উপ পরিচালক মাসুদ রানা জয়, মোঃ আবুজার, শাহীন মাহমুদ ভান্ডারী সহ অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠানে এলাকার গুণীজন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Subscribe to:
Posts (Atom)