Tuesday, January 22, 2019

বিলুপ্ত প্রজাতির নীল গাই উদ্ধার..

বগুড়া উত্তর  ডটকম : নওগাঁর মান্দা উপজেলার জোত বাজার এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির নীল গাই আটক করেছে এলাকাবাসী । সকালে প্রাণীটি জোত বাজার এলাকায় উদ্দেশ্যহীন ভাবে ছোটাছুটি করছিলো। দেখতে পেয়ে গ্রামের শতাধিক বাসিন্দা ধাওয়া দিয়ে সেটিকে আটক করে।
 
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী, প্রাণীটিকে নীলগাই বলে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন “তীর“ কে জানায় ।বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী, প্রাণীটিকে বন বিভাগে হ্স্তান্তর করার প্রস্তুতি নিচ্ছে ।উল্লেখ্য নীল গাই বাংলাদেশে একটি বিলুপ্ত প্রজাতি। 
 
গত ০৫ সেপ্টেম্বর ২০১৮ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল হতে একটি উদ্ধা্র নীল গাই উদ্ধার করে বন বিভাগ যা বাংলাদেশে একমাত্র নীল গাই ছিল । বর্তমানে সেটি দিনাজপুর সামাজিক বন বিভাগের অর্ন্তগত রামসাগর জাতীয় উদ্যান মিনি চিড়িয়াখানায় আছে ।সূত্রঃ jamuna.tv ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী

কল্যাপাড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

বগুড়া উত্তর  ডটকম (হাদিসুর রহমান) : কাহালু উপজেলার কল্যাপাড়া আনোয়ারুল উলম ফাজিল ডিগ্রী মাদ্রাসায় সোমবার সকাল সাড়ে ১১ টায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৫০ জন, এর মধ্যে মেয়ে ২৭ জন ও ছেলে ২৩ জন।
http://www.bogurauttor.com/2019/01/kallapara-madrasah-ssc-batch-2019.html

শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী ভাষণ দেয় , মোঃ হাসানুল বান্না ও মানপত্র পাঠ করেন মোঃ নাজমুল হোসাইন দোয়াপার্থী ছাত্র। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপাধাক্ষ্য মাও: আব্দুর রাজ্জাক,তিনি বলেন : পরিক্ষার বাকি দিন গুলো ভালোভাবে পড়াশোনা করতে হবে এ কদিন খেলাধুলা না করাই ভালো। পরীক্ষার হলে সুষ্ঠ ভাবে পরিক্ষা দিবে, নকল এড়িয়ে চলবে। আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীরা যেখানেই যায় ভালো কিছু করে । তোমাদের জন্য শুভকামনা রইলো।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সকল ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ সহ অভিভাবক বৃন্দ, এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মাদ্রাসার শুভাকাংখী বৃন্দ। সার্বিক তত্বাবধানে অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও দোয়াপার্থী ছাত্রছাত্রীরা । অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আবু আইয়ুব সাঈদী আরবী প্রভাষক আত্র মাদ্রাসা। পরিশেষে ছাত্রছাত্রীদের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওঃ আব্দুর রহমান ।

স্তন ক্যান্সার | যে ১৪টি কারণে জীবন হতে পারে ঝুঁকিপূর্ণ!

ব্রেস্ট বা স্তন ক্যান্সার নারীদের জন্য এক আতঙ্কের নাম। সমগ্র বিশ্বে নারীদের ক্যান্সার জনিত কারণে মৃত্যুবরণের অন্যতম প্রধান কারণ ব্রেস্ট ক্যান্সার। পশ্চিম বিশ্বে এর প্রাদুর্ভাব বেশী থাকলেও এখন সাউথ ইস্ট এশিয়ান দেশে এই রোগের প্রকোপ বেড়েই চলেছে। স্তন ক্যান্সার বাংলাদেশে আগের চেয়ে অনেক বেশি হচ্ছে। আগে ৪০-এর কম বয়সী রোগী বিরল ছিল। অথচ আজ ১৭ বছরের বালিকাও এ রোগের করুণ শিকার হচ্ছে।

.. 






সারা বিশ্বে ১১ অক্টোবরকে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা দিবসএবং অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হয়ে আসছে। প্রতি বছর প্রায় ১৪,৮৩৬ জন নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন এবং তাদের মধ্যে প্রায় ৭,১৪২ জন মৃত্যু বরণ করেন। এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে প্রতি বছর সারা বিশ্বের মত বাংলাদেশেও অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হয়।


স্তন ক্যান্সার কী?

স্তনের কিছু কোষ যখন অস্বাভাবিকভাবে বেড়ে ওঠে তখন স্তন ক্যান্সার হতে দেখা যায়। তখন এই অনিয়মিত ও অতিরিক্ত কোষগুলো বিভাজনের মাধ্যমে টিউমার বা পিন্ডে পরিনত হয় এবং রক্তনালী লসিকা ও অন্যান্য মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে যাওয়ার প্রবনতাই ক্যান্সার রোগের বিষয়ে আতঙ্কের কারণ। কেন? কারণ এমতাবস্থায় বিভিন্ন ধরনের আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাহায্য নিয়েও রোগীকে  পুরোপুরি সুস্থ করে তোলা বা দীর্ঘ জীবনকালের নিশ্চয়তা দেয়া সম্ভব হয়ে ওঠে না। আশার বিষয় হচ্ছে, স্তন ক্যান্সার যদি আমরা ‘Early State’ বা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারি তবে তা সঠিক চিকিৎসার মাধ্যমে প্রায় শতভাগ নিরাময় করা যায়।
ব্রেস্টে স্তন ক্যান্সার হওয়ার পারসেন্টেজ - shajgoj.com

কেন বাড়ছে স্তন ক্যান্সার?

স্তন ক্যান্সারে আক্রান্তের মূলত দু ধরনের কারণ দেখা যায়। প্রথমত, অপরিবর্তনযোগ্য কারণসমূহ এবং দ্বিতীয়ত, পরিবর্তনযোগ্য কারণসমূহ। অপরিবর্তনযোগ্য এই কারণে বলা হচ্ছে যে এই ঝুঁকিসমূহ জেনেটিক, বংশ এবং হরমোনের কারণে হয়ে থাকে,যা আমরা পরিবর্তন করতে পারি না। আর পরিবর্তনযোগ্য ঝুঁকিসমূহ পুরোপুরি আমাদের নিজেদের হাতে থাকে, যা ইচ্ছে করলেই আর একটু সাবধান থাকলেই আমরা এড়িয়ে যেতে পারি। চলুন তবে এই স্তন ক্যান্সারে আক্রান্তের কারণগুলো সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেয়া যাক।

স্তন ক্যান্সার এর পরিবর্তনযোগ্য কারণসমূহ

১) অনেক বেশি বয়স পর্যন্ত বিয়ে না করা এবং ৩০ বছর বয়সের পর নারীদের প্রথম সন্তানের মা হওয়া কিংবা সন্তান না নেয়া মহিলাদের স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়।
২) সন্তানকে নিয়মিত বুকের দুধ না খাওয়ানোর অভ্যাসের কারণে স্তন ক্যান্সারে আক্রান্ত হতে দেখা যায়।
৩) যারা অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবার খান এবং খাদ্যতালিকায় একেবারেই শাক সবজি রাখেন না তাদের ক্ষেত্রে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। এছাড়াও দীর্ঘসময় টিনজাত খাবার খাওয়া, প্রিজারভড খাবার, কৃত্তিম মিষ্টি ও রঙযুক্ত খাবার খাওয়া নারী ও পুরুষের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার জন্য দায়ী।
৪) অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া এবং শারীরিক পরিশ্রম একেবারেই না করা স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
৫) দীর্ঘদিন এয়ার ফ্রেশনার, কীটনাশক, অতিরিক্ত কেমিক্যালযুক্ত কসমেটিকস, ডিওডোরেন্ট এবং তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শে থাকলে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে।
৬) ভুল সাইজের ব্রা ব্যবহার করা। স্তনের আকার অনুযায়ী সঠিক মাপের ব্রা ব্যবহার করুন। কেননা নয়তো এটি আপনার স্তন ক্যান্সারের ঝুঁকিকে বাড়িয়ে দিতে পারে অনেকখানি। স্তনের আকারের চেয়ে বড় মাপের ব্রা স্তনের টিস্যুগুলোকে ঠিকমত সাপোর্ট দিতে পারে না আবার অতিরিক্ত ছোট বা টাইট ব্রা স্তনের তরলবাহী লসিকাগুলো কেটে ফেলতে পারে।
৭) সারাক্ষণ ব্রা বা ব্রেসিয়ার পরে থাকার কারণে ঘাম নির্গত হবার অসুবিধে, আর্দ্রতা জমে থাকা, সব মিলে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। ঘরে থাকার সময়টুকুতে এবং রাতে ঘুমোতে যাওয়ার সময় ব্রা ব্যবহার না করার চেষ্টা করুন।
৮) লেবেল না দেখে ডিওডোরেন্ট কেনা। আজকাল কর্মজীবী নারী হোক বা শিক্ষার্থী, সারাদিনের বাইরে থাকা আর সেই সাথে ঘামের দুর্গন্ধ এড়াতে ডিওডোরেন্ট ব্যবহার করেন প্রায় সবাই। কিন্তু এই ডিওডোরেন্ট কেনার সময় খেয়াল রাখুন কী কী উপাদান আছে এতে। অ্যালুমিনিয়াম বেইজড উপাদান থাকলে তা স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ডিওডোরেন্ট যেহেতু আপনি প্রতিদিন ব্যবহার করেন, তাই কোন কোম্পানির পণ্যটি ব্যবহার করবেন তা আগে একজন স্কিন বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নিন।

স্তন ক্যান্সার এর অপরিপবর্তনযোগ্য কারণসমূহ

৯) জেনেটিক কিছু কারণে মানুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হন। বিআরসিএ১, বিআরসিএ২ নামের জিনের মিউটেশন ৫% থেকে ১০% স্তন ক্যান্সারের জন্য দায়ী থাকে।
১০) বংশগত কারণে এই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন অনেকেই। যেমন-মা, খালা, বোন বা মেয়ে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকলে স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় অনেকাংশে।
১১) মহিলাদের মাসিক শুরু এবং বন্ধের বয়সের ওপরেও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি নির্ভর থাকে। যাদের ১২ বছর বয়সের পূর্বে মাসিক শুরু এবং ৫০ বছর বয়সের পর মাসিক বন্ধ হয় তাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।
১২) অ্যাস্ট্রোজেন হরমোনের প্রভাবে এই রোগে আক্রান্ত হতে দেখা যায়। যারা দীর্ঘ সময় ধরে অতিরিক্ত অ্যাস্ট্রোজেন হরমোনের সংস্পর্শে থাকেন, মাসিক বন্ধ হওয়ার পর মহিলাদের মধ্যে যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি গ্রহণ করেন, তাদের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
১৩) লিঙ্গভেদে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। একজন নারী পুরুষের তুলনায় অনেক বেশি স্তন ক্যান্সারের ঝুঁকিতে থাকেন।
১৪) বয়স বাড়ার সাথে স্তন ক্যান্সারের আক্রান্তের সম্ভাবনা বাড়ে বিশেষ করে ৫০ বছর বয়সের পর এই ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়, যা পরিবর্তন যোগ্য নয় মোটেও।
ব্রেস্ট ক্যান্সার বিষয়টি এতই গুরুত্বপূর্ণ আর এতই বিশাল যে এ সম্পর্কে একবারে সব বলা সম্ভব নয়। ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে জরুরী আরো কিছু তথ্য, রোগ নির্ণয় পদ্ধতি ও চিকিৎসা সম্পর্কে আরো বিস্তারিত জানাবো পরের আরেকটি লেখায়। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।

লিখেছেন- ডাঃ মারুফা আক্তার

চলে গেলেন গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল





প্রখ্যাত সংগীত পরিচালক, গীতিকার, সুরকার ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই (ইন্না লিল্লাহি...ইলাহে রাজিউন)। মঙ্গলবার ভোর ৪টার দিকে রাজধানীর বাড্ডায় নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন।

আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছেলে সামীর আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃতদেহ আফতাব নগরে নিজ বাসায় রাখা হয়েছে। শেষ শ্রদ্ধ্যা জানানোর জন্য নিয়ে আসা হবে শহীদ মিনারে।

আহমেদ ইমতিয়াজ বুলবুল বাংলাদেশের একজন সঙ্গীত ব্যক্তিত্ব। তিনি একাধারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। ১৯৭০ দশকের শেষ লগ্ন থেকে অমৃত্যু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসহ সঙ্গীত শিল্পে সক্রিয় ছিলেন।

তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কার-সহ অন্যান্য অসংখ্য পুরস্কারে ভূষিত হন। তিনি ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।

আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৭৮ সালে মেঘ বিজলি বাদল ছবিতে সঙ্গীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিনি স্বাধীনভাবে গানের অ্যালবাম তৈরি করেছেন এবং অসংখ্য চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন।

সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদি, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, খালিদ হাসান মিলু, আগুন, কনক চাঁপা-সহ বাংলাদেশি প্রায় সব জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের নিয়ে কাজ করেছেন তিনি। আহমেদ ইমতিয়াজ বুলবুল নিয়মিত গান করেন ১৯৭৬ সাল থেকে।

Sunday, January 20, 2019

ধুনটে উপজেলা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা তৎপর

বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। দলীয় মনোনয়ন এবং নির্বাচনে জনসমর্থন পেতে সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় রয়েছেন। 




আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সহসভাপতি কুদরত-ই খুদা জুয়েল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.লীগ নেতা এম.এ তারেক হেলাল, উপজেলা আ.লীগ নেতা মাসুদুল হক বাচ্চু ও জেলা পরিষদের সদস্য আ.লীগ নেতা ফজলুল হক।

অন্যদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল আলম মামুন এবং ধুনট পৌরসভার সাবেক প্রশাসক বিএনপি নেতা আকতার আলম সেলিম।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগ সমর্থক হাফিজুর রহমান দুদু চেয়ারম্যান নির্বাচিত হোন। চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি আততায়ীদের গুলিতে নিহত হওয়ায় তাঁর পদটি শুন্য হয়। ১৯৮৮সালে ওই পদে উপ নির্বাচনে জাতীয় পার্টির নেতা মোজাম্মেল হক চেয়ারম্যান নির্বাচিত হোন। পরবর্তিতে তিনি বিএনপিতে যোগদান করেন। ১৯৯০সালে দ্বিতীয় মেয়াদে উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত নেতা মুঞ্জুরুল হক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

২০০৯ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ২টি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আ.লীগ মনোনিত প্রার্থী টিআইএম নূরুন্নবী তারিক, ভাইস চেয়ারম্যান আব্দুল হাই খোকন ও নাজনীন নাহার নির্বাচিত হয়েছেন। কিন্তু ২০১৪ সালের নির্বাচনে ওই তিনটি পদে আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হয়েছেন। বর্তমানে বিএনপি নেতা তৌহিদুল আলম মামুন চেয়ারম্যান, জামায়াত নেতা রেজাউল করিম বাচ্চু ও বিএনপি নেত্রী নূরজাহান আক্তার রিক্তা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম ও ধুনট ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ফেরদৌস আলম শ্যামল। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরাইয়া নিগার সুলতানা ডরথী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী। এ দু’টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি-জামায়াতের কাউকে সক্রিয় পাওয়া যায়নি।

এবারের নির্বাচনে উপজেলা পরিষদের তিনটি পদ দখলে রাখতে চায় আওয়ামী লীগ। এজন্য উপজেলা পরিষদ নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে ধুনট উপজেলা আওয়ামী লীগ। এই নির্বাচনে দলীয় একক প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় দলটি। আর এ কারনে সম্ভাব্য প্রার্থীদের দলীয় মনোনয়ন ছাড়া প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা নেই। সম্ভাব্য প্রার্থীদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে হ্যাভিওয়েট মনোনয়ন প্রত্যাশী হিসেবে দেখছেন দলের নেতাকর্মীরা। তবে নির্বাচনকে ঘিরে মাঠ গুছিয়ে নিয়েছেন সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন। দলীয় নেতাকর্মী ও জনসাধারণের মাঝে গণসংযোগ অব্যাহত রেখেছেন তিনি। 

সম্ভাব্য প্রার্থী আব্দুল হাই খোকন বলেন, ২০০৯ সালে নির্বাচিত হয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। যার কারনে দীর্ঘদিন যাবত ধুনট উপজেলা তৃনমুল পর্যায়ের মানুষের সাথে একটা সম্পর্ক তৈরী হয়েছে। রাজনৈতিক অঙ্গীকার থেকে মানুষের কল্যানে কাজ করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উন্নয়নের স্বার্থে উপজেলা পরিষদ নির্বাচনেও নৌকার বিজয় হবে। 

সম্ভাব্য প্রার্থী তৌহিদুল আলম মামুন বলেন, উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। তবে নির্বাচনী মাঠ গুছিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কাজ করছি। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি আবারো নির্বাচিত হবেন বলে প্রত্যাশা করেন।

....  

এমপি হতে মনোনয়নপত্র জমা দিলেন অপু বিশ্বাস

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচারে অংশ নেয়া চিত্রনায়িকা অপু বিশ্বাস ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনোনয়নপত্রটি জমা দেন জনপ্রিয় এ অভিনেত্রী। 




মনোনয়নপত্র জমা দেওয়ার পর অপু বিশ্বাস বলেন, রোববার বিকাল ৩টার দিকে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি মনোনয়ন প্রত্যাশী নই, আমি কাজের সুযোগপ্রত্যাশী।
তিনি বলেন, আমাদের মমতাময়ী মা ও দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় নারী ও শিশুদের উন্নয়নের পক্ষে। আমিও আগে থেকেই নারী ও শিশুদের উন্নয়নের পক্ষে কাজ করেছি। আপা যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি শতভাগ দায়িত্ব নিয়ে কাজ করব।
মিডিয়া জগতের অনেকেরই সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ হয়েছে এর আগে। বিশেষ করে আওয়ামী লীগের টিকিট নিয়ে অনেকেই এমপি হওয়ার সুযোগ পেয়েছেন। যারা সরাসরি ভোটে এমপি হতে পারেননি, এমন অনেককে সংরক্ষিত নারী আসনে এমপি করার নজির রয়েছে। অনেকে মন্ত্রীও হয়েছেন।
উল্লেখ্য, এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে নায়ক ফেরদৌস, রিয়াজের পাশাপাশি নায়িকা পপি, অপু বিশ্বাস, তারিন সোচ্চার ছিলেন। তারা দেশের বিভিন্ন সংসদীয় আসনে গিয়ে নৌকার প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নেন। 
.... 

বগুড়া সদরের শিকারপুর ডি.ইউ আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

বগুড়া উত্তর ডটকম : সোমবার দুপুর ১২ ঘটিকায় বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের অর্ন্তগত শিকারপুর ডি ইউ আলিম মাদ্রাসার ২০১৯ইং সেশনের দাখিল পরীক্ষার্খীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটানো হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র মাদ্রাসার সহ: সুপার, মাও: মো: ইমদাদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড্রিম টেকনোলজি এন্ড ইনস্টিটিউট এর পরিচালক, প্রকৌশলী আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য, এনামুল হক, জিন্নাহ পাইকাড়, প্রকৌশলী জাকিয়া জাফরিন। সকল পরীক্ষার্থীদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। সকল সৃষ্টিকূলের জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়।
দুআ ও মোনাজাত পরিচালনা করেন, অত্র মাদ্রাসার মাওলানা আব্দুর রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, অত্র মাদ্রাসার সহ; মাওলানা আব্দুর শাকুর।

Saturday, January 19, 2019

শীতার্তদের মাঝে নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করলেন জাকারিয়া হোসেন রুবেল


বগুড়া উত্তর ডটকম (হাদিসুর রহমান, বগুড়া): বগুড়ার কাহালু উপজেলা কল্যাপাড়া গ্রামে দরিদ্র শীতার্তদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে জাকারিয়া হোসেন রুবেল ৩৬ টি কম্বল বিতরণ করেন।  ১৯ ই জানুয়ারি ২০১৯ইং (শনিবার) সকালে নিজ উদ্যোগে ৩৬ টি পরিবারের অসহায়, বৃদ্ধ ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।  





এ শীত বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন কল্যাপাড়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক , আলহাজ্ব আবু তাহের, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, হুমায়ন কবির, নূরুল আলম, আবু সাইদ, আব্দুর রাজ্জাক, আবুল কাশেম সহ প্রমুখ।




আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুর রহমান, অনুষ্ঠানের বাস্তবায়নের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রবিউল ইসলাম। অনুষ্ঠান শেষে মাওলানা আব্দুর রাজ্জাক বলেন: মানুষ সেবাই একমাত্র দায়িত্ব, কর্তব্য। জাকারিয়া হোসেন রুবেল যে উদ্যোগ নিয়েছে তা সবসময় চালু থাকুন। অবশেষে মোনাজাত এর মাধ্যমে উক্ত  শীতবস্ত্র বিতরণ শেষ হয়।