বগুড়া উত্তর ডটকম : নওগাঁর মান্দা উপজেলার জোত বাজার এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির নীল গাই আটক করেছে এলাকাবাসী । সকালে প্রাণীটি জোত বাজার এলাকায় উদ্দেশ্যহীন ভাবে ছোটাছুটি করছিলো। দেখতে পেয়ে গ্রামের শতাধিক বাসিন্দা ধাওয়া দিয়ে সেটিকে আটক করে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী, প্রাণীটিকে নীলগাই বলে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন “তীর“ কে জানায় ।বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী, প্রাণীটিকে বন বিভাগে হ্স্তান্তর করার প্রস্তুতি নিচ্ছে ।উল্লেখ্য নীল গাই বাংলাদেশে একটি বিলুপ্ত প্রজাতি।
গত ০৫ সেপ্টেম্বর ২০১৮ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল হতে একটি উদ্ধা্র নীল গাই উদ্ধার করে বন বিভাগ যা বাংলাদেশে একমাত্র নীল গাই ছিল । বর্তমানে সেটি দিনাজপুর সামাজিক বন বিভাগের অর্ন্তগত রামসাগর জাতীয় উদ্যান মিনি চিড়িয়াখানায় আছে ।সূত্রঃ jamuna.tv ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী
No comments:
Post a Comment