বগুড়া উত্তর ডটকম (হাদিসুর রহমান, বগুড়া): বগুড়ার কাহালু উপজেলা কল্যাপাড়া গ্রামে দরিদ্র শীতার্তদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে জাকারিয়া হোসেন রুবেল ৩৬ টি কম্বল বিতরণ করেন। ১৯ ই জানুয়ারি ২০১৯ইং (শনিবার) সকালে নিজ উদ্যোগে ৩৬ টি পরিবারের অসহায়, বৃদ্ধ ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ শীত বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন কল্যাপাড়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক , আলহাজ্ব আবু তাহের, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, হুমায়ন কবির, নূরুল আলম, আবু সাইদ, আব্দুর রাজ্জাক, আবুল কাশেম সহ প্রমুখ।
আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুর রহমান, অনুষ্ঠানের বাস্তবায়নের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রবিউল ইসলাম। অনুষ্ঠান শেষে মাওলানা আব্দুর রাজ্জাক বলেন: মানুষ সেবাই একমাত্র দায়িত্ব, কর্তব্য। জাকারিয়া হোসেন রুবেল যে উদ্যোগ নিয়েছে তা সবসময় চালু থাকুন। অবশেষে মোনাজাত এর মাধ্যমে উক্ত শীতবস্ত্র বিতরণ শেষ হয়।
No comments:
Post a Comment