আদমদীঘি প্রতিনিধি সাগর খান : বগুড়ার আদমদীঘিতে জিনইর গ্রামের রাস্তা অটো চার্জারের ধাক্কায় মাত্র ৪ বছরের শিশু মিম নিহত হয়েছে।
এ ব্যাপারে থানায় কোন অভিযোগ বা মামলা দায়ের হয়নি বলে অফিসার ইনচার্জ আবু সায়িদ মোঃ ওয়াহেদুজ্জামান জানায়।
জানা যায়, আদমদীঘির জিনইর গ্রামের এরশাদ হোসেনের শিশু কন্যা গত সোমবার সকালে জিনইর গ্রামের ভিতর বাড়ীর পার্শ্বে রাস্তা পার হওয়ার সময় আদমদীঘি থেকে কোমারপুর গ্রামী অটো চার্জারের ধাক্কায় শিশু মিম আহত হয়।
তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে অবস্থা অবনতি দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করলে সেখানে ওই দিন সন্ধায় মারা যায়।
এ ব্যাপারে থানায় কোন অভিযোগ বা মামলা দায়ের হয়নি বলে অফিসার ইনচার্জ আবু সায়িদ মোঃ ওয়াহেদুজ্জামান জানায়।
জানা যায়, আদমদীঘির জিনইর গ্রামের এরশাদ হোসেনের শিশু কন্যা গত সোমবার সকালে জিনইর গ্রামের ভিতর বাড়ীর পার্শ্বে রাস্তা পার হওয়ার সময় আদমদীঘি থেকে কোমারপুর গ্রামী অটো চার্জারের ধাক্কায় শিশু মিম আহত হয়।
তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে অবস্থা অবনতি দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করলে সেখানে ওই দিন সন্ধায় মারা যায়।