Friday, June 22, 2018

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লার পদুয়ার বাজারে অবস্থিত,দীর্ঘ প্রতিক্ষিত রেলওয়ে ওভারপাসটি উদ্বোধন করেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লার পদুয়ার বাজারে অবস্থিত,দীর্ঘ প্রতিক্ষিত রেলওয়ে ওভারপাসটি উদ্বোধন করেন। 

please hit the "subscribe" button for more awesome videos.


                comilla poduar bazar railway overpass

Friday, June 1, 2018

প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে ধর্ষণ

গাইবান্ধায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।     
প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে ধর্ষণ

সোমবার সন্ধ্যায় নির্যাতিতার বোন বাদী হয়ে সাদুল্যাপুর থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, গত শনিবার পাশের গ্রাম থেকে ওই কিশোরীর সঙ্গে দেখা করতে যায় তার প্রেমিক আশিকুর। এ সময় স্থানীয় বখাটে মোস্তাক ও তার ৪ সহযোগী দু’জনকে তুলে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।  চাঁদা দিতে না পারায় মোস্তাকের বাড়িতে আশিককে আটকে রেখে মেয়েটিকে ধর্ষণ করে ৫ বখাটে। বর্তমানে মেয়েটি গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে মামলা দায়ের পর অভিযান শুরু করলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।-সূত্র: সময় নিউজ।

ট্রেনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্ব ঘোষিত সিডিউল অনুযায়ী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। 


ট্রেনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু
শুক্রবার প্রথম দিন সকাল ৮টায় শুরু হয়েছে ১০ জুনের ট্রেনের টিকিট দেয়া।  তবে বৃহস্পতিবার রাত থেকেই টিকিট প্রত্যাশিরা এসে লাইনে দাঁড়িয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মানুষের সংখ্যাও। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের প্রত্যাশা টিকিট প্রাপ্তি।  

এদিকে টিকিট কালোবাজারে যেন না যায় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। বাড়ানো

মাদরাসা শিক্ষা বোর্ড ২০২টি মাদরাসা বন্ধ ঘোষণা করেছে


টানা দুই বছর একজন শিক্ষার্থীও দাখিল পরীক্ষায় অংশ না নেওয়ায় সংশ্লিষ্ট ২০২টি মাদরাসা বন্ধ ঘোষণা করেছে মাদরাসা শিক্ষা বোর্ড।  

মাদরাসা শিক্ষা বোর্ড ২০২টি মাদরাসা বন্ধ ঘোষণা করেছেএসব প্রতিষ্ঠানের অনুমতি ও একাডেমিক স্বীকৃতি বাতিলসহ অনলাইনে পাসওয়ার্ড, মাদরাসা কোড নম্বর ও ইআইআইএন নম্বর বন্ধ করে দেওয়া হয়েছে। চলতি বছর থেকে এসব প্রতিষ্ঠান দাখিল স্তরে কোনো শিক্ষা কার্যক্রম চালাতে পারবে না।  

মাদরাসা শিক্ষা বোর্ড বুধবার এসংক্রান্ত আদেশ জারি করেছে। তাতে বলা হয়েছে, বন্ধ ঘোষিত মাদরাসাগুলোতে বর্তমানে যেসব শিক্ষার্থী নবম ও দশম

শিশুকে কত দিন মায়ের দুধ পান করানো উচিত?

একজন মা যার একটা ৫ বছর বয়সী মেয়ে এবং দুই বছর বয়সী ছেলে রয়েছে তারা একই সাথে মায়ের দুধ পান করছে। এমা শার্ডলো হাডসন বলেন এটা তাঁর সন্তানদের শরীরের জন্য ভাল। কারণ তারা খুব কম অসুস্থ হয়। 

শিশুকে কত দিন মায়ের দুধ পান করানো উচিত? ২৭ বছর বয়সী এই মা বলেন, তিনি বিষয়টা ভালো-ভাবে নিচ্ছেন কারণ বুকের দুধে এন্টিবডি রয়েছে যেটা শিশুর শরীরের জন্য ভালো। যুক্তরাজ্যের চিকিৎসকরা পরামর্শ দেন যতদিন মা এবং শিশু দুজনেই চাইবে ততদিন বুকের দুধ পান করানো উচিত। যুক্তরাজ্যে ন্যাশনাল হেলথ সার্ভিস নির্দিষ্ট কোন টাইম বেধে দেয় নি ঠিক কোন্ সময়ে দুধ

জেএসসি-জেডিসিতে ২০০ নম্বর কমলো

সচিবালয় প্রতিবেদক : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় নম্বর ও বিষয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে জেএসসিতে ৬৫০ নম্বরের এবং জেডিসিতে ৮৫০ নম্বরের পরীক্ষা হবে। এই দুই পরীক্ষায় ২০০ নম্বর করে কমানো হয়েছে।  

জেএসসি-জেডিসিতে ২০০ নম্বর কমলো


বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা

র‌্যাবের মাদকবিরোধী অভিযানে এক মাসে নিহত ৩১


র‌্যাবের মাদকবিরোধী অভিযানে এক মাসে নিহত ৩১
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর ঘোষণার পর মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযানে নেমেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব সদর দফতর জানিয়েছে, মাদকবিরোধী অভিযানে গত এক মাসে (৪ মে-৩১ মে ১৮) র‌্যাব মোট ৮৩৭ টি অভিযান পরিচালনা করে। আর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় ৪২৯টি। 

এসময়