Saturday, February 3, 2018

বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নও ফাঁস

এসএসসি পরীক্ষার আজ দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হলো বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। প্রথম দিনের মতো এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষার শুরু ঘণ্টাখানেক আগে থেকে সামাজিক মাধ্যমে যে প্রশ্নপত্র পাওয়া গিয়েছিলো পরীক্ষা শেষ হওয়ার পর দেখা যাচ্ছে তা হুবহু মিলে গেছে।

বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নও ফাঁস

এসএসসির প্রশ্ন নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে অপতৎপরতা চলছে। অসংখ্য ফেসবুক গ্রুপ, গোপন ফেসবুক চ্যাটরুম ও পেইজ খুলে সেগুলোতে ‘প্রশ্ন দেয়া’ হচ্ছে! এসবের বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষার আগের রাতে ও সকালে ‘ভুয়া প্রশ্নপত্র’ বিলি করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে।
তবে কিছু গোপনীয় গ্রুপে পরীক্ষার অন্তত ঘণ্টা খানেক আগে থেকে সত্যিকারের প্রশ্নপত্র ফাঁস করা হচ্ছে। আজ সকাল ৯টার কিছু

গোবিন্দগঞ্জের কোরআনের হাফেজের মস্তকবিহীন লাশ উদ্ধার। মস্তক মিলল একদিন পর টয়লেটের সেফটি ট্যাঙ্কে

এস আই সুমনঃ রংপুরের ভগিবালা পাড়া রহমানিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র তানভীর আব্দুল্লাহ তালহার (১৩) কাটা-মাথা এক দিন পর পাওয়া গেছে মসজিদের সেপটিক ট্যাঙ্কে। 
গোবিন্দগঞ্জের কোরআনের হাফেজের মস্তকবিহীন লাশ উদ্ধার।

কিন্তু কারা তাকে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে নিয়ে যায় তার কোনো সূত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। 
তালহার মাথার খুঁজে বিভিন্ন স্থানে অনুসন্ধানের সময় স্থানীয় লোকজন গতকাল শুক্রবার দুপুরে মসজিদের সেপটিক ট্যাংক থেকে তার মাথা উদ্ধার করে। হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ ওই মাদ্রাসার এক শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ ১৩ জনকে আটক করেছে। 

তালহা ওই মাদ্রাসা থেকে হেফজ সম্পন্ন করে হাফেজ হয়েছিল । এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। 

Friday, February 2, 2018

কড়া হুশিয়ারির পরও এসএসসিতে প্রশ্নফাঁস! বাতিল হতে পারে এসএসসির ০১/০২/২০১৮ এর বাংলা পরীক্ষা

♦ প্রশ্নপত্র আসছে হোয়াটসঅ্যাপেও, লেনদেন মোবাইল ব্যাংকিংয়ে 
♦ আগাম প্রশ্নপত্র প্রতি সেট ৭০০ থেকে দুই হাজার টাকা।
প্রশ্নপত্র আসছে হোয়াটসঅ্যাপেও, লেনদেন মোবাইল ব্যাংকিংয়ে
এসএসসির ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে যদি আসল প্রশ্নপত্র মিলে যায় সেক্ষেত্রে পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ। বৃহস্পতিবার বেলা সোয়া ৩ টার দিকে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়। যার মধ্যে এমন প্রশ্নও রয়েছে যা আসল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু

বগুড়ার শাজাহানপুরে ছাগলে শিমের গাছ খাওয়াকে কেন্দ্র করে মারামারিতে দুই ভাই আহত

ছাগলে সিমের গাছ খাওয়া নিয়ে দু ভাইয়ের মধ্যে মারামারি শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান : বগুড়ার শাজাহানপুরে ছাগলে শিমের গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মারামারিতে উভয়ই আহত হয়েছেন।
দুই ভাইয়ের মারামারিতে উভয়ই আহত হয়েছেন।

আহতদের মধ্যে বড় ভাই মিনহাজুল হক সরকার ওরফে রঞ্জু (৫৫) গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। অপর ছোটভাই ফরহাদ হোসেন সরকার ওরফে বাদশা (৫০) প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান

Thursday, February 1, 2018

বগুড়ায় আজিজুল হক কলেজে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০

বগুড়া প্রতিনিধি: একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা যুবলীগের সাবেক সভাপতিকে অতিথি না করা নিয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বগুড়ায় আজিজুল হক কলেজে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় কলেজ চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়।

জানা গেছে, সরকারি আজিজুল হক কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও কলেজ চত্বরে মাসব্যাপী একুশে বইমেলার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেল তিনটায় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনকে। কিন্তু জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল আলম মোহনের নাম অতিথি তালিকায় না থাকায় অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফ গ্রুপের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

এ নিয়ে ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি মোজাম্মেল হক বুলবুল সমর্থক

বগুড়া সরকারী আজিজুল হক কলেজে ছাত্রলীগের দু-গ্রুপে ধাওয়া পাল্টা

২১ শে বই মেলাকে কেন্দ্র করে বগুড়া সরকারী আজিজুল হক কলেজে ছাত্রলীগের দু-গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া চেয়ার ভাংচুর আহত ২

বগুড়া সরকারী আজিজুল হক কলেজে

mirajul islam meraz

বগুড়ার মহাস্থানে পাথর বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ চালক নিহত, ২ঘন্টা যান চালাচল বন্ধ

গোলাম রব্বানী শিপন, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার মহাস্থানের অদূরে শিবগঞ্জ উপজেলার হাতীবান্ধা নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় অপর একটি পাথর বোঝাই ট্রাক উল্টে গিয়ে চালক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ২জন।

বগুড়ার মহাস্থানে পাথর বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ চালক নিহত

নিহত চালক সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানঘরা গ্রামের কালাম শেখ এর পুত্র দিদার আলী শেখ (৩৫)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর পৌনে ৫টায় পঞ্চগড়দিক থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক চন্ডিহারা বন্দর অতিক্রম বরে হাতিবান্ধা এলাকায় পৌঁছিলে (ঢাকা- মেট্রো- ট-০২-০৬০১০) ট্রাকটির আকষ্মিক যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক উল্লেখ্য স্থানে রাস্তার পাশে বিকল গাড়িটি দাড় করে। এসময় উভয় মুখি অপর একটি পাথর বোঝাই ট্রাক (সিরাজগঞ্জ-ট-১১-০১৩৫) বেপরোয়া গতিবেগে

২০১৮ সালের এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু

আজ (০১-০২-১৮) থেকে শুরু হলো ২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা।  

 ssc-exam_2018

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন