এসএসসি পরীক্ষার আজ দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হলো বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। প্রথম দিনের মতো এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষার শুরু ঘণ্টাখানেক আগে থেকে সামাজিক মাধ্যমে যে প্রশ্নপত্র পাওয়া গিয়েছিলো পরীক্ষা শেষ হওয়ার পর দেখা যাচ্ছে তা হুবহু মিলে গেছে।
এসএসসির
প্রশ্ন নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে অপতৎপরতা চলছে। অসংখ্য ফেসবুক
গ্রুপ, গোপন ফেসবুক চ্যাটরুম ও পেইজ খুলে সেগুলোতে ‘প্রশ্ন দেয়া’ হচ্ছে!
এসবের বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষার আগের রাতে ও সকালে ‘ভুয়া প্রশ্নপত্র’
বিলি করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে।
তবে কিছু গোপনীয় গ্রুপে
পরীক্ষার অন্তত ঘণ্টা খানেক আগে থেকে সত্যিকারের প্রশ্নপত্র ফাঁস করা
হচ্ছে। আজ সকাল ৯টার কিছু
পরেই যমুনা টেলিভিশনের হাতে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রের একটি কপি আসে। তবে পরীক্ষা চলাকালীন সেটি প্রকাশ করা হয়নি। পরীক্ষা শেষে একজন পরীক্ষার্থীর কাছ থেকে প্রশ্ন নিয়ে মিলিয়ে দেখা গেছে, সকালে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নপত্রটি হুবহু একই।
পরেই যমুনা টেলিভিশনের হাতে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রের একটি কপি আসে। তবে পরীক্ষা চলাকালীন সেটি প্রকাশ করা হয়নি। পরীক্ষা শেষে একজন পরীক্ষার্থীর কাছ থেকে প্রশ্ন নিয়ে মিলিয়ে দেখা গেছে, সকালে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নপত্রটি হুবহু একই।
নিচের ছবিগুলোর মাধ্যমে মিলিয়ে দেখে নিন মূল প্রশ্নপত্র ও ফাঁস হওয়া প্রশ্নপত্র।
প্রশ্নটি ওয়াটসঅ্যাপে শেয়ার করার সময় দেখা যাচ্ছে সকাল ৯টা ১৮ মিনিট। পরীক্ষা শুরু হয় ১০টা। শিক্ষার্থীদের হলে প্রবেশের সময় ৯টা ৩০ মিনিট।
এই ফেসবুক পেইজটিতে আজ শনিবার সকালে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র শেয়ার করে পরবর্তী পরীক্ষার প্রশ্ন বিক্রির বিজ্ঞাপন করা হচ্ছে। (স্ক্রিনশট নেয়া হয় সকাল ১১টা ৫০ মিনিটে। প্রশ্নটি আপলোড করা হয় তারও অন্তত এক ঘণ্টা আগে।)
পরের পরীক্ষার প্রশ্ন বিক্রির বিজ্ঞাপন প্রচার করা ফেসবুক পেইজটিতে আজ পরীক্ষাকালীন শেয়ার করা প্রশ্নপত্র ও সময়।
অন্য একটি গ্রুপে পাওয়া একই প্রশ্নপত্র (স্ক্রিনশট নেয়া হয় আজ শনিবার সকাল ১১টা ৫১ মিনিটে। তার এক ঘন্টা আগে এটি ফেসবুকে পোস্ট করা হয়)
এই একই পেইজে গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাংলা প্রথম পত্রের প্রশ্নও পরীক্ষা চলাকালীন শেয়ার করে পরবর্তী পরীক্ষার প্রশ্ন বিক্রির বিজ্ঞাপন দেয়া হয়। পরীক্ষা শেষে দেখা গেছে ওই প্রশ্ন হুবহু মিলেছে।
SSC Final -2018 চ্যাটরুমের স্ক্রিনশট। এডমিন Tawsif BD প্রশ্নপত্র আপলোড করেন (সকাল ৯টা ২০ মিনিট)। গ্রুপ সদস্যদের কনভার্সেশন।
সুত্রঃ Jamuna tv
No comments:
Post a Comment