বগুড়া সরকারি আজিজুল হক কলেজে নতুন করে আরও ১৯টি বিষয়ে অনার্স কোর্স চালুর প্রস্তাব করা হয়েছে। কর্তৃপক্ষ বলছেন, খোদ শিক্ষা মন্ত্রণালয়ই কলেজটিতে নতুন নতুন বিষয়ে অনার্স কোর্চ চালু করতে আগ্রহী।
Tuesday, September 18, 2018
Monday, September 17, 2018
বগুড়ায় গর্ভবতী কে লাথিমেরে সন্তান নষ্ঠ করল দলনেতা
বগুড়া পৌরছাত্র দল সাধারন সম্পাদক রবিউল ইসলাম দারুন আসল ১৫(পনের) হাজার টাকার সুদ সহ ২০(বিশ) হাজার টাকা পরিশোধ হলেও অতিরিক্ত আরো দাবী কৃত ৩০(ত্রিশ) হাজার টাকা না দেয়ায় অগ্রগতি বহুমুখী সমিতি লোকজন গর্ভবতী মহিলার শাপলা বেগম (২১) এর পেটে লাথি মারে।
নির্মম লাথির আঘাতে মহিলার গর্ভের সন্তান নষ্ঠ হয়ে যায়। গুরুতর আহত গর্ভবতী শাপলা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
এবিষয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলেন রবিউল ইসলাম দারুন, মোঃ বারিক, আনদালিভ, কুলসুম, উভয় সাং উত্তরচেলোপাড়া থানা জেলা বগুড়া।
নির্মম লাথির আঘাতে মহিলার গর্ভের সন্তান নষ্ঠ হয়ে যায়। গুরুতর আহত গর্ভবতী শাপলা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
এবিষয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলেন রবিউল ইসলাম দারুন, মোঃ বারিক, আনদালিভ, কুলসুম, উভয় সাং উত্তরচেলোপাড়া থানা জেলা বগুড়া।
আদমদীঘিতে যুবককে মাটি চাপা দিয়ে হত্যার চেষ্টা,গ্রামবাসির চেষ্টায় উদ্ধার
বগুড়ার আদমদীঘিতে সুমন হোসেন (২৫) নামের এক যুবককে হাত পা ও মুখ বেধে মাটি চাপা দিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। পরে গ্রামবাসির চেষ্টায় প্রাণে রক্ষা পেয়েছে ওই যুবক । ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার দমদমা গ্রামে। আহত যুবক সুমন হোসেন বর্তমানে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
গ্রামবাসি ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে
ধুনটে যমুনার পানিতে জমির ফসল নিমজ্জিত: পানিবন্দি শতাধিক পরিবার
ধুনটে যমুনার পানিতে জমির ফসল নিমজ্জিত: পানিবন্দি শতাধিক পরিবার বগুড়ার ধুনটে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার অব্যাহত পানি বৃদ্ধিতে চরের ৫৭ সেক্টর জমির বিভিন্ন ফসল নিমজ্জিত হয়েছে। এছাড়া পানিবন্দি হয়ে পড়েছে চরের শতাধিক পরিবার। ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল জানান, গত কয়েক দিনের অব্যাহত পানি বৃদ্ধিতে
Thursday, August 9, 2018
Dhaka Attack ঢাকা অ্যাটাক চলচ্চিত্রের সেরা গান যেটি
ঢাকা অ্যাটাক হল ২০১৭ সালের বাংলাদেশি রোমাঞ্চকর নাট্যধর্মী চলচ্চিত্র।
Dhaka Attack এটি পরিচালনা করেছেন দীপংকর দীপন এবং রচনা করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সানী
Wednesday, August 1, 2018
‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, ব্যবস্থা নেয়া হচ্ছে’
‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, ব্যবস্থা নেয়া হচ্ছে’
>> জাবালে নূর গাড়ির চালক গ্রেফতার, রুট পারমিট বাতিল
>> নয় দফা দাবির সবগুলো ইমপ্লিমেন্টের ব্যবস্থা নিচ্ছি
>> অবরোধের সুযোগে স্বার্থান্বেষী মহল ভাঙচুর, গাড়ি পোড়াচ্ছে
>> বিশেষ অনুরোধ ছাত্র-ছাত্রীরা যেন ঘরে ফিরে যায় :
স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে সড়ক অবরোধ করা শিক্ষার্থীদের নয় দফা দাবি ‘যৌক্তিক’ বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন,
Subscribe to:
Posts (Atom)