Tuesday, January 16, 2018
Monday, January 15, 2018
Sunday, January 14, 2018
ঘন কুয়াশায় নদীতে আটকা ১০ ফেরি।
<<ব্রেকিং নিউজ>>
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর, শিমুলিয়া-কাঁঠালবাড়ী ও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা ১০ ফেরি।
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর, শিমুলিয়া-কাঁঠালবাড়ী ও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা ১০ ফেরি।
Saturday, January 13, 2018
পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকেই
হাদিসুর রহমান, বগুড়া থেকে: বগুড়া সাতমাথায় পৌরপার্কে স্বাস্থ্যসম্মত এবং “পরিস্কার-পরিচ্ছন্ন বগুড়া” গড়ার লক্ষে "বিডি ক্লিন বগুড়া" এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় বগুড়াকে কিভাবে পরিস্কার-পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তোলা যায় এসব বিষয় নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।
এসব উদ্যোগ বাস্তবায়নের লক্ষে "বিডি ক্লিন বগুড়া" এর সকল সদস্যবৃন্দ মনে করেন যে,
Thursday, January 11, 2018
বগুড়ার বিজ্ঞানী আমির হোসেনের যত আবিষ্কার "তৈরি করলেন ‘স্লো মোশন টাইম মেশিন"।
বগুড়া শহরের কাটনারপাড়ার রহিম
ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক আমির হোসেন এক অসাধারণ প্রতিভাবান
ব্যক্তি। এর আগে তিনি বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে দেশজুড়ে আলোচনার
কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন। আবারও দেশে ঝড় তুলতে যাচ্ছেন।
জ্বালানিবিহীন গাড়ি, অটোব্রিকস মেশিন, ধানকাটা মেশিন, অটো জৈব ও
মিশ্র সার মেশিন, ফিশ ফিড ও পোলট্রি ফিড মেশিন, পাট প্রক্রিয়া জাতকরণ
মেশিন, পাম প্রসেসিং মেশিনের পর এবার তৈরি করলেন ‘স্লো মোশন টাইম মেশিন’।
ঠিক কিভাবে কাজ করবে টাইম মেশিন-
এমন প্রশ্নে আমির হোসেন জানান, যন্ত্রটি সূর্য থেকে তাপরশ্মি শোষণ করে সেটি
মানুষের শরীরের অঙ্গপ্রতঙ্গ সচল রাখার জন্য স্নায়ুর ভেতরে নতুন রক্তের সেল
তৈরি করে। এর ফলে দেহের নির্জীব কোষগুলো সজীব হয়।
তিনি জানান, এই যন্ত্রটি সবচেয়ে বেশি কাজে লাগবে বয়োঃবৃদ্ধদের। বয়স হলে
শরীরের অনেক কোষ মরে যায়। চিকিৎসা শাস্ত্রে এসব ব্যক্তির কোষ সজীব করার
কোনো পদ্ধতি
Subscribe to:
Posts (Atom)