Tuesday, January 16, 2018

কুয়াশায় বগুড়ায় ইরি-বোরো চাষে স্থবিরতা

শীত আর কুয়াশায় বগুড়ায় ইরি-বোরো চাষে স্থবিরতা দেখা দিয়েছে; সময়মত রোপণ করতে না পারায় চারা নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন অনেকে। 

বগুড়া কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক প্রতুল কুমার চন্দ্র জানান, ঘন কুয়াশা আর শীতের মধ্যে সূর্যের আলো না আসায় এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। 

Monday, January 15, 2018

বগুড়ার গোকুলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ২ চালক আহত

 (বগুড়া) প্রতিনিধি: মহাস্থানের অদূরে বগুড়ার সদরের গোকুল হল বন্দর নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে পাথর বোঝাই ট্রাক ও সোয়াবিন তেল বাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছে উভয় যানের ২ চালক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,

Sunday, January 14, 2018

বগুড়া দুপচাঁচিয়ায় শীতের উষ্ণতায় "ভিন্ন দৃষ্টির" শীতবস্ত্র বিতরণ।


তৌফিক হাসান হিমু, বগুড়াঃ 

বগুড়া, দুপচাঁচিয়া,  শীতের উষ্ণতা, ভিন্ন দৃষ্টি

'হৃদয়ের উষ্ণতায় উষ্ণ থাকবে শীতার্তরা উষ্ণতা নিয়ে ভিন্ন দৃষ্টি' এই শ্লোগানে ভিন্নদৃষ্টি কর্তৃক

জাঁকজোমক ভাবে শেষ হলো বগুড়ার কাহালুতে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা

বগুড়ার কাহালুতে জাঁকজোমক ভাবে শেষ হলো ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা/১৮ইং।



শনিবার কাহালু উপজেলা পরিষদ (কোয়াটার চত্বরে)

ঘন কুয়াশায় নদীতে আটকা ১০ ফেরি।

<<ব্রেকিং নিউজ>>
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর, শিমুলিয়া-কাঁঠালবাড়ী ও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা ১০ ফেরি।
ঘন কুয়াশায়, নদী, আটকা ১০ ফেরি।

Saturday, January 13, 2018

ব্রেকিং নিউজ বিশ্ব ইজতেমায় বিদেশি এক মুসল্লির মৃত্যু

প্রচণ্ড শীত আর কুয়াশা উপেক্ষা করে দ্বীনের শিক্ষা নিচ্ছেন তাবলিগ জামাতের মুসল্লিরা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ শনিবার ফজরের নামাজের পর বয়ানে অংশ নেন তারা। টঙ্গীর তুরাগ পাড়ে এরই মধ্যে দেশ-বিদেশ থেকে মুসল্লিরা অংশ নিয়েছেন।

পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকেই

বিডি ক্লিন,  বগুড়া ।

হাদিসুর রহমান, বগুড়া থেকে: বগুড়া সাতমাথায় পৌরপার্কে স্বাস্থ্যসম্মত এবং “পরিস্কার-পরিচ্ছন্ন বগুড়া” গড়ার লক্ষে "বিডি ক্লিন বগুড়া" এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় বগুড়াকে কিভাবে পরিস্কার-পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তোলা যায় এসব বিষয় নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।
এসব উদ্যোগ বাস্তবায়নের লক্ষে "বিডি ক্লিন বগুড়া" এর সকল সদস্যবৃন্দ মনে করেন যে,

Thursday, January 11, 2018

বগুড়ার বিজ্ঞানী আমির হোসেনের যত আবিষ্কার "তৈরি করলেন ‘স্লো মোশন টাইম মেশিন"।

বগুড়া শহরের কাটনারপাড়ার রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক আমির হোসেন এক অসাধারণ প্রতিভাবান ব্যক্তি। এর আগে তিনি বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন। আবারও দেশে ঝড় তুলতে যাচ্ছেন।
জ্বালানিবিহীন গাড়ি, অটোব্রিকস মেশিন, ধানকাটা মেশিন, অটো জৈব ও মিশ্র সার মেশিন, ফিশ ফিড ও পোলট্রি ফিড মেশিন, পাট প্রক্রিয়া জাতকরণ মেশিন, পাম প্রসেসিং মেশিনের পর এবার তৈরি করলেন ‘স্লো মোশন টাইম মেশিন’।

bogra , bogra sangbad, bogra news, বগুড়ার বিজ্ঞানী আমির হোসেন


ঠিক কিভাবে কাজ করবে টাইম মেশিন-

এমন প্রশ্নে আমির হোসেন জানান, যন্ত্রটি সূর্য থেকে তাপরশ্মি শোষণ করে সেটি মানুষের শরীরের অঙ্গপ্রতঙ্গ সচল রাখার জন্য স্নায়ুর ভেতরে নতুন রক্তের সেল তৈরি করে। এর ফলে দেহের নির্জীব কোষগুলো সজীব হয়।
তিনি জানান, এই যন্ত্রটি সবচেয়ে বেশি কাজে লাগবে বয়োঃবৃদ্ধদের। বয়স হলে শরীরের অনেক কোষ মরে যায়। চিকিৎসা শাস্ত্রে এসব ব্যক্তির কোষ সজীব করার কোনো পদ্ধতি