Saturday, January 13, 2018

পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকেই

বিডি ক্লিন,  বগুড়া ।

হাদিসুর রহমান, বগুড়া থেকে: বগুড়া সাতমাথায় পৌরপার্কে স্বাস্থ্যসম্মত এবং “পরিস্কার-পরিচ্ছন্ন বগুড়া” গড়ার লক্ষে "বিডি ক্লিন বগুড়া" এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় বগুড়াকে কিভাবে পরিস্কার-পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তোলা যায় এসব বিষয় নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।
এসব উদ্যোগ বাস্তবায়নের লক্ষে "বিডি ক্লিন বগুড়া" এর সকল সদস্যবৃন্দ মনে করেন যে,
 মানুষের বসবাসের জন্য বগুড়া কে এক মডেল টাউন হিসেবে গড়ে তোলা যাবে, যদি টা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারি। এতে উপস্থিত ছিলেন বগুড়া জিলা স্কুল ও বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এর সম্মানিত শিক্ষকবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম, ফাতেমা দিনা, ফিরদাউস সুমন, রবিউল ইসলাম, আব্দুল্লাহ আল ফাত্তাহ, তৌফিক হাসান হিমু, নিরব, মোঃ হাদিসুর রহমান প্রমুখ।
উল্লেখ্য "বিডি ক্লিন" রাজধানী শহর ঢাকা সহ সারা বাংলাদেশে জেলা শহরে অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে।

No comments:

Post a Comment