Saturday, February 2, 2019

ডা আকাশ ও স্ত্রী ডা মিতুর জমকালো সেই বিয়ে Wedding Off Mitu And Akash Video

চন্দনাইশ উপজেলার বরকল বাংলাবাজার এলাকার মৃত আবদুস সবুরের ছেলে ডা. আকাশের সঙ্গে তানজিলা চৌধুরী মিতুর পরিচয় ২০০৯ সাল থেকে। আকাশ আত্মহত্যার পূর্বে তার ফেসবুকে বেশকিছু স্ক্রিনশট প্রকাশ করে, যেখানে স্ত্রী মিতুর পরকীয়ায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। আত্মহত্যার পেছনে তাঁর স্ত্রী মিতুর বন্ধুদের প্ররোচনা আছে কি না, বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে পুলিশ।






ডা. আকাশ ও স্ত্রী ডা. মিতুর জমকালো সেই বিয়ে । ১১ আগস্ট ২০১৬। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, চট্টগ্রাম। LIKE COMMENT SHARE SUBSCRIBE পরকিয়া আসক্ত সেই নারী গ্রেফতার। আত্মহত্যা করলো Dr Akash https://youtu.be/_mdBss13GU4







1 comment:

  1. ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমার সাবস্ক্রাইব অনেক কম :( । আমার ফেসবুকে রিকুয়েস্ট দিন, বন্ধু হবো। নতুন কোন টপিক থাকলে জানাবেন, ভিডিও বানাবো :)

    ReplyDelete