সারাদেশের মত বগুড়াতেও ঐতিহ্যবাহী করতোয়া নদীকে দখলমুক্ত করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বগুড়া বাসি।
কারণ করোতোয়া নদী ভূমিদস্যুদের কবলে পরে হাজার হাজার বিঘা তাদের পেটের মধ্যে ঢুকে পড়েছে ।
আর সে কারণে ভূমি দস্যুদের অলৌকিক ক্ষমতার বলে প্রতিনিয়ত এই করোতোয়া নদীতে দখলের মহোৎসব চালাচ্ছেন নদী দখলকারীরা।
অচিরেই যদি এই ভূমিদস্যুদের করোতোয়া নদী থেকে উচ্ছেদ করা না হয় বা করোতোয়া নদী কে দখলমুক্ত করা না হয় তাহলে দেশের মানচিত্র থেকে এই নদীটির নাম মিশে যাবে। হারিয়ে যাবে বগুড়ার বুক চিরে বয়ে যাওয়া আমাদের এই প্রিয় নদীটি।
আরো পড়ুন: করতোয়া এখন মৃত নদী Karatoya River
আসুন নিজের মতো করে সবাই পাশে দাড়ায়
No comments:
Post a Comment