Wednesday, February 7, 2018

পুলিশের নিষ্ঠুরতার ভিডিও ভাইরাল

আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি বহু মানুষ শেয়ার করেছেন। তবে ভিডিওটি কে করেছেন বা কে প্রথম ফেসবুকে শেয়ার দিয়েছেন তা জানা যায়নি।

    

৩০ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, বঙ্গ ভবনের সামনের সড়কে একটি কম বয়সী মেয়েকে দুই জন পুলিশ সদস্য ধরে মারছেন। সে সময় সেখানে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল।

ভিডিওটিতে দেখা যায়, মেয়েটির হাতে একটি কালো ব্যাগ। সেটি খোলা। ভেতরে কিছু কাপড় আছে। পুলিশের একজন কর্মকর্তা মেয়েটিতে সজোরে চড় মারছে। তবে কেন তাঁকে মারছে তা জানা যায়নি। 

মেয়েটিকে মের সড়কের ওপর থেকে সরিয়ে দেওয়ার পর এক পুলিশ সদস্য এগিয়ে যায় একজনের দিকে। ওই সদস্য একজনকে জিজ্ঞেস করছিলেন, এই মিয়া এই কি করছেন। উত্তরে ওই ব্যক্তি বলছিলেন, ‘আপনার মারতেছেন, আমি ভিডিও করছি।’ তখন পুলিশের ওই সদস্য ভিডিও ধারনকারীকে বলছিলেন, পাগল নাকি?

সরাসরি Youtube দেখতে ক্লিক করুন  এখানে 

দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে দেশের বিভিন্ন স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

বিজিবি সূত্র জানিয়েছে, জেলা প্রশাসকের অনুরোধে সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, নারায়ণগঞ্জে তিন প্লাটুন এবং নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুরে এক প্লাটুন করে বিজিপি মোতায়েন করা হয়েছে।
এ রায়কে কেন্দ্র করে ৮ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ছড়ি বা লাঠি, ছুরি, চাকু বা ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া 'যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও রাস্তায় দাঁড়িয়ে বা বসে কোনো ধরনের মিছিল করা যাবে না' বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

Tuesday, February 6, 2018

বগুড়ায় কোচের চাপায় প্রাণ গেলো শিশু হামিদের

বগুড়ায় কোচের চাপায় প্রাণ গেলো শিশু হামিদের

এস আই সুমনঃ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়া রংপুর মহাসড়কের মোকামতলায় বি,আর টিসি কোচের চাপায় অকালেই প্রাণ গেলো  শিশুর।নিহত শিশুর নাম অাব্দুল হা‌মিদ(৭), সে গাবতলী উপ‌জেলার কাগইল ইউ‌নিয়‌নের পাচ পাইকা গ্রা‌মের হযরত অালীর ছে‌লে। চালক সহ কোচ আটক।

জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দি‌কে বগুড়া-রংপুর মহাসড়‌কের মোকামতলা চৌ রাস্তা মোড়ে রাস্তা পারাপারের  সময় রাজশাহী থে‌কে জয়পুরহাট গামী এক‌টি বিঅারটিসি বাস যার নং ঢাকা মেট্রো ব-১১-১৯৮১  তা‌কে চাপা দি‌লে ঘটনাস্থ‌লেই নিহত হয় সে। পরে রাস্তায় দ্বায়িত্বে থাকা মোকামতলা ট্রাফিক পুলিশ ফাঁড়ীর সাজেন্ট এম এ মুমিন,  মোটর সাইকেল নিয়ে ৩ কিলোমিটার রাস্তায় ধাওয়া করে চালক সহ কোচটি আটক করে ফাঁড়ীতে নিয়ে আসেন।

‌মোকামতলা পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের পু‌লিশ প‌রিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন। এদিকে শিশু হামিদের অকাল মৃত্যূতে পরিবারের আহাজারীতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

তীর এর “ ক্লিন ক্যাম্পাস গ্রীন ক্যাম্পাস ” কর্মসূচী

তীর এর “ ক্লিন ক্যাম্পাস  গ্রীন ক্যাম্পাস ” কর্মসূচী

আজ শিক্ষার্থীদের  পরিবেশবাদী সংগঠন #তীর এর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিয়ানের সরকারি আজিজুল হক কলেজ বগুড়া এর  মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী ও উপাধ্যক্ষ প্রফেসর ফজলুল হক স্যার সহ  তীর এর উপদেষ্টা বৃন্দের সাথে পরিবেশকর্মীরা ।

Monday, February 5, 2018

শিবগঞ্জে মহাস্থানে রূপালী ব্যাংকের ম্যানেজার লাপাত্তা কয়েক কোটি টাকার গড়মিল

বগুড়ার শিবগঞ্জে মহাস্থানে রূপালী ব্যাংকে কোটি টাকার গড়মিল। ম্যানেজার উধাও হওয়ার খবর পাওয়া গেছে 
শিবগঞ্জে মহাস্থানে রূপালী ব্যাংকের ম্যানেজার লাপাত্তা  কয়েক কোটি টাকার গড়মিল

জানা গেছে, বগুড়ার মহাস্থানে রূপালী ব্যাংকের ম্যানেজার সোনাতলা উপজেলার আগনের টাইর গ্রামের মোঃ মনতেজার রহমান এর পুত্র জোবায়েনুর রহমান স্বরন গত রবিবার ব্যাংকে এলে সকাল এগারোটা ৪০ মিনিটে ব্যাংকের পার্শ্বে চা পান করার কথা বলে আর নিজ অফিসে ফিরেন নি। তাকে অনেক খোঁজাখুজির পরেও পাওয়া যায় নি। একাধিকবার তার ব্যবহৃত ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে ওইদিন রাত অনুমান দশটায় ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আব্দুল মজিদ মন্ডল বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। 

বগুড়ার গর্ব মুসফিক ভাই ছেলে সন্তানের বাবা হলেন!

বাবা হয়েছেন মুশফিকু রহিম।
সোমবার সকাল ৯টা ২৮ মিনিটে জন্ম হয় তাঁর সন্তানের।
মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।
সন্তানের জন্য দোয়া চেয়েছেন মুশফিক. 
বাবা হয়েছেন মুশফিকু রহিম।

মুশফিকুর রহিম তাঁর ফেসবুক ভেরিফাইড পেজ এ পোষ্ট দিয়ে দোয়া চেয়েছেন। 


"Allah has blessed us with a little Angel and we request you to bless our baby with your warmth and prayer please 🙏🙏🙏
JAZAKALLAH KHAYR"

ট্রাকের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

ট্রাকের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩


সোমবার সকাল পৌনে ১০টার দিকে পুঠিয়া উপজেলার তারাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় মেলেনি।

পুত্র সন্তানের বাবা হলেন মুশফিক

বাবা হয়েছেন মুশফিকুর রহিম। 
আজ সোমবার সকাল ৯টা ২৮ মিনিটে ছেলেসন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী জান্নাতুল কিফায়াত। 
পুত্র সন্তানের বাবা হলেন মুশফিক

মুশফিকের বাবা আবদুল হামিদ এ সুসংবাদটি নিশ্চিত করেছেন। তিনি তাঁর নাতির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। জানিয়েছেন, মা ও ছেলে দুজনই সুস্থ আছেন। ফেসবুকে প্রকাশিত এক স্ট্যাটাসে নাতির জন্মের খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ!!! অবশেষে বহু কাঙ্ক্ষিত সেই দাদা ভাই, সকাল নয়টা আটাশ মিনিটে এই দুনিয়ায় চলে এলেন। শুকরিয়া গো খোদা তোমার প্রতি। দোয়ার জন্য সকলের কাছে দরখাস্ত। মা ও ছেলে দুজনেই সুস্থ আছে। আল্লাহ যেন দাদা ভাইকে ভালো মানুষ করেন। আমিন!!!’ 
গতকালই শেষ হয়েছে চট্টগ্রাম টেস্ট। দারুণ খেলেই ম্যাচটা বাঁচিয়েছে বাংলাদেশ। বেশ ফুরফুরে মেজাজ নিয়েই ছেলে ও স্ত্রীর পাশে থাকার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।