Monday, February 5, 2018

শিবগঞ্জে মহাস্থানে রূপালী ব্যাংকের ম্যানেজার লাপাত্তা কয়েক কোটি টাকার গড়মিল

বগুড়ার শিবগঞ্জে মহাস্থানে রূপালী ব্যাংকে কোটি টাকার গড়মিল। ম্যানেজার উধাও হওয়ার খবর পাওয়া গেছে 
শিবগঞ্জে মহাস্থানে রূপালী ব্যাংকের ম্যানেজার লাপাত্তা  কয়েক কোটি টাকার গড়মিল

জানা গেছে, বগুড়ার মহাস্থানে রূপালী ব্যাংকের ম্যানেজার সোনাতলা উপজেলার আগনের টাইর গ্রামের মোঃ মনতেজার রহমান এর পুত্র জোবায়েনুর রহমান স্বরন গত রবিবার ব্যাংকে এলে সকাল এগারোটা ৪০ মিনিটে ব্যাংকের পার্শ্বে চা পান করার কথা বলে আর নিজ অফিসে ফিরেন নি। তাকে অনেক খোঁজাখুজির পরেও পাওয়া যায় নি। একাধিকবার তার ব্যবহৃত ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে ওইদিন রাত অনুমান দশটায় ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আব্দুল মজিদ মন্ডল বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। 


এ সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে ব্যাংকে আমানত জমাকারী গ্রাহকেরা তাদের হিসাব দেখার চেষ্টা করে এবং অনেকেই জানতে পারেন তাদের হিসাবের গড়মিল পাওয়া যায়। কারো হিসাবেই নির্দিষ্ট পরিমান টাকা জমা নেই। এতে করে প্রায় কয়েক কোটি টাকার গড়মিল পরিলক্ষিত হয়। বিষয়টি ব্যাংকের উর্দ্ধতন কর্তৃপক্ষ জানতে পেরে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্যগণ হলে এম এম জি তোফায়েল, সুলতান মাহমুদ, শাহীন মাহমুদ ও চিরঞ্জিত চক্রবর্তী। তাদের কথা বললে তারা জানান, প্রতিটি হিসাব যাচাই করা হচ্ছে। কোন গ্রাহকের কত টাকা হিসাবে ঘাটতি রয়েছে তা যাচাইয়ের মাধ্যমে জানা যাবে। ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আব্দুল মজিদ মন্ডলের সাথে কথা বললে তিনি জানান, বিভিন্ন হিসাবে কিছু গড়মিল পরিলক্ষিত হচ্ছে। রাজশাহী ডিভিশনাল অফিস থেকে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত তথ্য জানা যাবে। এ বিষয়ে উক্ত ব্যাংকের গ্রাহক মহাস্থান এলাকার মেসার্স মুক্তি ফল ও বীজ ভান্ডার এর প্রোপাইটার রহেদুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, আমার ব্যাংক হিসাবে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। আমার মতো অনেক ব্যবসায়ী ও আমানতকারীদের অবস্থাও একই রকম।

No comments:

Post a Comment