এস আই সুমনঃ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়া রংপুর মহাসড়কের মোকামতলায় বি,আর টিসি কোচের চাপায় অকালেই প্রাণ গেলো শিশুর।নিহত শিশুর নাম অাব্দুল হামিদ(৭), সে গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের পাচ পাইকা গ্রামের হযরত অালীর ছেলে। চালক সহ কোচ আটক।
জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা চৌ রাস্তা মোড়ে রাস্তা পারাপারের সময় রাজশাহী থেকে জয়পুরহাট গামী একটি বিঅারটিসি বাস যার নং ঢাকা মেট্রো ব-১১-১৯৮১ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় সে। পরে রাস্তায় দ্বায়িত্বে থাকা মোকামতলা ট্রাফিক পুলিশ ফাঁড়ীর সাজেন্ট এম এ মুমিন, মোটর সাইকেল নিয়ে ৩ কিলোমিটার রাস্তায় ধাওয়া করে চালক সহ কোচটি আটক করে ফাঁড়ীতে নিয়ে আসেন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে শিশু হামিদের অকাল মৃত্যূতে পরিবারের আহাজারীতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
No comments:
Post a Comment