Monday, February 5, 2018

মুশফিকের ঘরে আসছে নতুন অতিথি

বাংলাদেশ দলের সাবেক টেস্ট ও ওয়ানডে কাপ্তান মুশফিকুর রহিম বাবা হতে যাচ্ছেন।

মুশফিকের ঘরে আসছে নতুন অতিথি

চট্টলায় টেস্ট শেষে পুরো ড্রেসিংরুমেই আনন্দ ছড়িয়ে পরার কথা এ খবর শুনে। আর এই টেস্ট ড্র করে এমনিতেই ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। এই টেস্টে প্রথম ইনিংসে ৯২ রানের ইনিংস খেলেন মুশি।

মুশফিকুর রহিম যে বাবা হবেন, এ খবর জানা গিয়েছিল আগেই। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ফিরে আসার পরই স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডিকে ডাক্তার দেখানোর জন্য তিনি থাইল্যান্ড গিয়েছিলেন। আর তখনই জানা গিয়েছিল

Sunday, February 4, 2018

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এ অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা পেছানোর দাবীতে মানব-বন্ধন

সম্মান ফাইনাল বর্ষের পরীক্ষা আগামী ২০ তারিখ থেকে অনুষ্ঠিত হওয়ার রুটিন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এ অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা পেছানোর দাবীতে মানব-বন্ধন

পরীক্ষা পেছানোর দাবীতে বগুড়া সরকারী আজিজুল হক কলেজের সামনে সকাল ১০:৩০ মিনটে মানব-বন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন সম্মান ফাইনাল বর্ষের পরীক্ষার্থীরা। আন্দোলনরত পরীক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই কানামাছি খেলা বন্ধ করতে হবে।
শিক্ষার্থীরা পড়াশোনার সময় পাচ্ছে না। তাছাড়া, সম্মান ৩য় বর্ষের পরীক্ষা আগামী ১৩ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় অসংখ্য শিক্ষার্থী মান-উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করবে।আরো জানান, শিক্ষার্থীদের ন্যায্য দাবী  আদায় না হওয়া র্পযন্ত আন্দোলন চালিয়ে যবেন। আগামীকাল বগুড়া প্রেসক্লাবের সামনে মানব-বন্ধন করবে পরীক্ষার্থীরা।

স্ত্রীর প্রেমিকের মাথা কেটে ব্যাগে নিয়ে ঘুরলেন স্বামী

পুলিশের ফেসবুকে প্রাপ্ত স্ট্যাটাস,   ৪ফেব্রুয়ারি ২০১৮

স্ত্রীর প্রেমিকের মাথা কেটে ব্যাগে নিয়ে ঘুরলেন স্বামী,

প্রতিবেশী যুবকের সঙ্গে গোপনে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি পাবনার সাঁথিয়া উপজেলার বাসিন্দা ফখরুল। আড়াই লাখ টাকার বিনিময়ে স্ত্রীর পরকীয়া প্রেমিক সাইদকে হত্যার জন্য আরেক প্রতিবেশীকে ভাড়া করে স্বামী ফখরুল। এ হত্যাকাণ্ডের পর ঘটে আরও রোমহর্ষক কাহিনী।
সম্প্রতি এ ঘটনার বিস্তারিত প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সম্প্রতি পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির নিজের ফেসবুক টাইমলাইনে এ বিষয়টি শেয়ার করেছেন। মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানের লেখা এ ঘটনার বর্ণনা নিচে তুলে ধরা হলো। পুলিশ

Saturday, February 3, 2018

ছিন্নমূল শিশুদের বিনামূল্যে পাঠদানের উদ্দেশ্যে টিম "ভিন্ন দৃষ্টি"'

তৌফিক হাসান হিমু (বগুড়া): বগুড়ার চেলোপাড়া চাষী বাজার সংলগ্ন বস্তির ছিন্নমূল শিশুদের বিনামূল্যে পাঠদানের উদ্দেশ্যে টিম ভিন্ন দৃষ্টি' 

ছিন্নমূল শিশুদের বিনামূল্যে পাঠদানের উদ্দেশ্যে টিম ভিন্ন দৃষ্টি'

অত্র এলাকার শিশুপার্কে ভিন্নদৃষ্টি'র পাঠশালা নামে ছিন্নমূল শিশুদের স্কুলের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কমিশনার শ্রী পরিমল চন্দ্র দাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক নূরে আলম সিদ্দিকী রাঙা, জনাব আব্দুল হালিম পিয়াস, বিশিষ্ট সমাজসেবক বেলাল হোসেন নান্নু, কৃষি অফিসার মোঃ শাজাহান।  

এসময় প্রধান অতিথি শ্রী পরিমল চন্দ্র দাস সকলের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্যে বলেন, 'যেখানে 

নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজ শীর্ষে ।। ডিগ্রী পাশের রেজাল্ট ।।

নন্দীগ্রাম প্রতিনিধি মো: ফিরোজ কামাল ফারুক) : ডিগ্রী পাশের রেজাল্ট বগুড়ার নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজ বরাবরের মতো এবারো শীর্ষে রয়েছে। 

নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজ শীর্ষে ।। ডিগ্রী পাশের রেজাল্ট ।।

এবারে নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজে ডিগ্রী পরীক্ষার্থী তৃতীয় বর্ষে ৬২ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে ৬০ জনই পাশ করেছে। এদের মধ্যে প্রথম বিভাগে ১৯ জন, দ্বিতীয় বিভাগে ৪১ জন পাশ করেছে। এবিষয়ে সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওসমান গণি সরকার বেলালের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার ডিগ্রী পরীক্ষায় পাশের শীর্ষে নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজ। এই কলেজের ভাল ফলাফল হওয়ায় উপজেলাবাসী, প্রভাষকসহ শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।

বগুড়ার আঞ্চলিক ভাষার ধারাবাহিক নাটক ATN Bangla টিভি তে

 শুরু হচ্ছে নতুন একটি ধারাবাহিক নাটক ‘সোনাভান’।

বগুড়ার আঞ্চলিক ভাষার ধারাবাহিক নাটক ATN Bangla  টিভি


বগুড়ার আঞ্চলিক ভাষায় নির্মিত এই ধারাবাহিক নাটকটি রোববার থেকে প্রচার শুরু হবে এটিএন বাংলার পর্দায়। প্রতি সপ্তাহের রোববার ও সোমবার রাত সাড়ে ১১টায় প্রচার হবে এটি। ১৯৯০ সালে বগুড়া থিয়েটার মঞ্চে আনে নাটক ‘সোনাভানের পালা’। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন তৌফিক হাসান ময়না। সাড়া জাগানো সেই গল্পটিকেই ধারাবাহিকে রূপান্তর করে নাম রাখা হয়েছে ‘সোনাভান’। থিয়েটারকর্মী ও সংগঠক তৌফিক হাসান ময়নার মূল গল্প

কাহালুতে "বৃহত্তর সমিতি বগুড়ার" উদ্যোগে খাজলাল গ্রামে শীতবস্ত্র বিতারণ

কাহালু প্রতিনিধি বগুড়া: বৃহত্তর সমিতি বগুড়ার উদ্যোগে আজকে কাহালু উপজেলায় খাজলাল গ্রামে শীতবস্ত্র বিতারণ করা হয়। 

কাহালুতে "বৃহত্তর সমিতি বগুড়ার" উদ্যোগে খাজলাল গ্রামে শীতবস্ত্র বিতারণ

এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর সমিতি বগুড়া’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুদার রহমান রন্টু,সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কামরুল ইসলাম,যুগ্ন সম্পাদক আ ফ ম জিন্নাতুল ইসলাম তপন,প্রভাষক আব্দুল হামিদ, রফিকুল ইসলাম,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি নাদিম মাহমুদ,সরকারি আজিজুল হক কলেজ সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্রনেতা হযরত আলী, আব্দুস সালাম,রাকিবুল হাসান, ফজলে রাব্বি,বাবু,আব্দুল্লাহ, জিহাদ ,রিপন,বিপুল, জাহিদুল, ইমরান, সোবাহান সহ গ্রামের অনেকে।

বগুড়া গোকুল বায়তুস সালাহ জামে মসজিদের দ্বিতল ভবন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

বগুড়াঃ শনিবার বগুড়া সদরের গোকুল বায়তুস সালাহ জামে মসজিদের দ্বিতল ভবন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন ২নং ওয়ার্ডের জেলা পরিষদের সদস্য ও চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এবং সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম।

বগুড়া গোকুল বায়তুস সালাহ জামে মসজিদের দ্বিতল ভবন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

এ সময় উপস্থিত ছিলেন, গোকুল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এম,আর বিপ্লব,ফাঁপোর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও ফাঁপোর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মমিনুর ইসলাম রকি, অত্র মসজিদের সভাপতি আলহাজ্ব লাল মিয়া, সেক্রেটারী আব্দুল বাসেত, সহ সেক্রেটারী ও ইউপি সদস্য এমাদাদুল হক দুলাল, প্রজেক্টের সভাপতি গোলাম সারোয়ার মিলন, হাফিজার রহমান, সাবেক ইউপি সদস্য বাদশা মিয়া, শাহজুল ইসলাম জুলাই, আরিফুল ইসলাম, আশরাফুল ইসলাম,আজমল হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।