তৌফিক হাসান হিমু (বগুড়া): বগুড়ার চেলোপাড়া চাষী বাজার সংলগ্ন বস্তির ছিন্নমূল শিশুদের বিনামূল্যে পাঠদানের উদ্দেশ্যে টিম ভিন্ন দৃষ্টি'
অত্র এলাকার শিশুপার্কে ভিন্নদৃষ্টি'র পাঠশালা নামে ছিন্নমূল শিশুদের স্কুলের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কমিশনার শ্রী পরিমল চন্দ্র দাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক নূরে আলম সিদ্দিকী রাঙা, জনাব আব্দুল হালিম পিয়াস, বিশিষ্ট সমাজসেবক বেলাল হোসেন নান্নু, কৃষি অফিসার মোঃ শাজাহান।
ঘনবসতি,সেখানেই ক্রাইম। এধরনের উদ্যোগই পারে ক্রাইমগুলো নির্মূল করতে।' এসব ছিন্নমূল শিশুগুলো যেন হারিয়ে না, সেজন্য বিশেষ অতিথি অধ্যাপক নূরে আলম সিদ্দিকী রাঙা তরুণ সমাজকে আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন টিম ভিন্নদৃষ্টির প্রতিষ্ঠাতা সভাপতি রিংকু কুমার অর্ক, সহঃসভাপতি রায়হান আলী মৃরাব, সাধারণ সম্পাদক আল-মামুন ইসলাম সহ সকল সদস্যবৃন্দ। ভিন্নদৃষ্টি'র পাঠশালার কার্যক্রম প্রতি সপ্তাহের ৩দিন ( বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার) চলবে। পার্ক সংলগ্ন এলাকাগুলোর ছিন্নমূল শিশু যারা টাকার অভাবে পড়তে পারে না, তাদের পাশে দাঁড়ানো, ছিন্নমূল শিশুগুলো যেন সমাজে টোকাই, পকেটমার, ছিনতাইকারী হিসাবে বেড়ে উঠতে না পারে। তারা যেন শিশু পরিচয়েই বড় হয়ে উঠে, এটাই ভিন্নদৃষ্টি'র পাঠশালার মূল লক্ষ্য।
No comments:
Post a Comment