Saturday, February 3, 2018

কাহালুতে "বৃহত্তর সমিতি বগুড়ার" উদ্যোগে খাজলাল গ্রামে শীতবস্ত্র বিতারণ

কাহালু প্রতিনিধি বগুড়া: বৃহত্তর সমিতি বগুড়ার উদ্যোগে আজকে কাহালু উপজেলায় খাজলাল গ্রামে শীতবস্ত্র বিতারণ করা হয়। 

কাহালুতে "বৃহত্তর সমিতি বগুড়ার" উদ্যোগে খাজলাল গ্রামে শীতবস্ত্র বিতারণ

এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর সমিতি বগুড়া’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুদার রহমান রন্টু,সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কামরুল ইসলাম,যুগ্ন সম্পাদক আ ফ ম জিন্নাতুল ইসলাম তপন,প্রভাষক আব্দুল হামিদ, রফিকুল ইসলাম,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি নাদিম মাহমুদ,সরকারি আজিজুল হক কলেজ সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্রনেতা হযরত আলী, আব্দুস সালাম,রাকিবুল হাসান, ফজলে রাব্বি,বাবু,আব্দুল্লাহ, জিহাদ ,রিপন,বিপুল, জাহিদুল, ইমরান, সোবাহান সহ গ্রামের অনেকে।

No comments:

Post a Comment