শনিবার সকালে বগুড়া শহরের
সাতমাথায় জেলা সাধারণ ছাত্র পরিষদের সভাপতি আলী হাসানের সভাপতিত্বে
মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে আহমেদুর রহমান ডালিমের পরিচালনায় বক্তব্য
রাখেন জেলা ছাত্র পরিষদের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, আবু
নাসের, মরিয়ম আকতার, আশা আকতার, সাধারণ সম্পাদক মুদাব্বির হোসেন, মুক্তার
হোসেন, বাবু, বচলে রাব্বি, নাহিদুল ইসলাম, মাহফুজ, আবু বক্কর সিদ্দিক,
কল্পনা আকতার, আল আমিন, নোমান হোসেন।
Sunday, January 28, 2018
Saturday, January 27, 2018
পেপার লাগবে পেপার !!!
প্রতিদিন খুব সকালে ছেলেটাকে পত্রিকা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ৷ এদিক
দিয়ে যেই যায় তার কাছেই সে দৌঁড়ে যায়, আর করুন সুরে বলে "স্যার,একটা
পত্রিকা নেন না,স্যার। "কেউ নেয় আর কেউ তাকে ঠেলে সরিয়ে দেয় ৷ গত দুইদিন
ছেলেটাকে দেখতে পেলাম না ৷ তবে যাওয়া-আসার সময় তাকে খুঁজতাম ৷ আজ আবার দেখি
ছেলেটা পত্রিকা হাতে দাঁড়িয়ে আছে ৷ অনেকেই তার সামনে দিয়ে যায়-আসে কিন্তু
সব কয়টি দিনের মতো সে আর মানুষের পিছনে ছুটছে না ৷ কাউকে বলছেও না"স্যার,পত্রিকাটা নেন।
দুপচাঁচিয়া পৌরসভার অর্থায়নে নতুন রাস্তার মাটি কাটা কাজের উদ্বোধন
দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান : দুপচাঁচিয়া পৌরসভার অর্থায়নে ৭৫০ ফিট
নতুন রাস্তার মাটি কাটা কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে পৌরসভার ০৮নং ওয়ার্ডের বোড়াই উত্তরপাড়া থেকে পালপাড়া পর্যন্ত এ রাস্তায় মাটি কাটা কাজের উদ্বোধন করেন দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, পৌর প্যানেল মেয়র রায়হান সরদার রতন, প্রভাষক আব্দুস সালাম, এলাকাবাসী ছোটন চক্রবর্তী, আব্দুর রহমান, খগেন চন্দ্র পাল, আব্দুল গফুর, সমসের সরদার প্রমুখ।
শুক্রবার সকালে পৌরসভার ০৮নং ওয়ার্ডের বোড়াই উত্তরপাড়া থেকে পালপাড়া পর্যন্ত এ রাস্তায় মাটি কাটা কাজের উদ্বোধন করেন দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, পৌর প্যানেল মেয়র রায়হান সরদার রতন, প্রভাষক আব্দুস সালাম, এলাকাবাসী ছোটন চক্রবর্তী, আব্দুর রহমান, খগেন চন্দ্র পাল, আব্দুল গফুর, সমসের সরদার প্রমুখ।
Friday, January 26, 2018
Thursday, January 25, 2018
কল্যাপাড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
কাহালু উপজেলার কল্যাপাড়া আনোয়ারুল উলম ফাজিল
ডিগ্রী মাদ্রাসায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও
সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
২০১৮ সালের দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৪৬ জন,
এর মধ্যে মেয়ে ২৬ জন ও ছেলে ২০ জন।
বিদায়ী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা
মোঃ নজরুল ইসলাম, তিনি তার বক্তব্যে বলেন, ‘সামনে যে কয়দিন আছে তা মনযোগের
সহিত বই পড়তে হবে। এলোমেলোভাবে না পড়ে রুটিন মাফিক বিষয় ভিত্তিক পড়তে হবে।
পরীক্ষার হলে প্রশ্ন হাতে পাওয়ার পরে মাথা ঠান্ডা রেখে সঠিকভাবে উত্তর
দিবে। আর অভিভাবকদের তিনি বলেন, আপনার সন্তানকে সব সময় নজর রাখবেন"।
এছাড়াও বক্তব্য দেন কাহালু উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ তায়েব আলী, মহিলা
ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা, উপধাক্ষ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক- শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, সাবেক
সভাপতি জনাব আলহাজ মুকুল ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
বগুড়ার শাজাহাপুরে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক শ্রমিকের লাশ উদ্ধার
শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান : বৃহস্পতিবার সকালে বগুড়া
শাজাহানপুরের বীরগ্রাম পল্লী বিদ্যুতের নির্মাণাধিন পাওয়ার প্লান্ট থেকে
গলায় ফাঁস লাগানো অবস্থায় আইয়ুব আলী (৪০) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার
করেছে পুলিশ। আইয়ুব আলী পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার আব্দুস সামাদের
পুত্র। সে বীরগ্রাম পল্লী বিদ্যুতের নির্মাণাধিন পাওয়ার প্লান্টে শ্রমিকের
কাজ করতো।
থানার ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, পাওয়ার প্লান্ট কর্তৃপক্ষের দেয়া
খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে নির্মাণাধিন পাওয়ার প্লান্টের ইটের
প্রাচীরের খুটির সাথে গলায় গায়ের চাদর দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশটি
উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারন
জানতে পারা যায়নি। তদন্ত চলছে।
আফছার আলী নামে নিহতের এক সহকর্মি জানান, নিহত আইয়ুব আলীর ৩ স্ত্রী। ১ম স্ত্রী দেশের বাড়ি পাবনায় থাকে। ২য় স্ত্রী দেশের বাহিরে থাকে। ৩য় স্ত্রী ঢাকায় থাকে। বুধবার দিবাগত রাত ৯ টার দিকে খাওয়া-দাওয়া শেষে ঢাকায় ৩য় স্ত্রীর নিকট যাওয়ার জন্য বের হয়ে যায়। বৃহস্পতিবার সকালে তার অবস্থান জানার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ হয়নি। পরে প্রাচীরের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ দেখতে পাওয়া যায়।
আফছার আলী নামে নিহতের এক সহকর্মি জানান, নিহত আইয়ুব আলীর ৩ স্ত্রী। ১ম স্ত্রী দেশের বাড়ি পাবনায় থাকে। ২য় স্ত্রী দেশের বাহিরে থাকে। ৩য় স্ত্রী ঢাকায় থাকে। বুধবার দিবাগত রাত ৯ টার দিকে খাওয়া-দাওয়া শেষে ঢাকায় ৩য় স্ত্রীর নিকট যাওয়ার জন্য বের হয়ে যায়। বৃহস্পতিবার সকালে তার অবস্থান জানার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ হয়নি। পরে প্রাচীরের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ দেখতে পাওয়া যায়।
নন্দীগ্রামে গাছের সঙ্গে ঝুলছে ৩শ’ সড়কবাতি: দূর্ঘটনার আশঙ্কা
নন্দীগ্রাম প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরে জীবন্ত গাছ ও ডাল এং মরা বাঁশের সঙ্গে ঝুলছে ৩০০ সড়কবাতি। এসব সড়কে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে যানবাহনসহ পৌর নাগরিকরা। স্থানীয়দের দাবি দ্রুত এসব বিদ্যুৎ লাইন সংস্কার করা না হলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
পল্লী বিদ্যুৎ বিভাগের দাবি, এবিষয়ে তাদের কাছে কোনো ধরনের তথ্য নেই।
তবে নন্দীগ্রাম পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর শহরের ১২০০টি সড়কবাতি আছে। এর মধ্যে ৩০০টি বাতিই
বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরে জীবন্ত গাছ ও ডাল এং মরা বাঁশের সঙ্গে ঝুলছে ৩০০ সড়কবাতি। এসব সড়কে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে যানবাহনসহ পৌর নাগরিকরা। স্থানীয়দের দাবি দ্রুত এসব বিদ্যুৎ লাইন সংস্কার করা না হলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
পল্লী বিদ্যুৎ বিভাগের দাবি, এবিষয়ে তাদের কাছে কোনো ধরনের তথ্য নেই।
তবে নন্দীগ্রাম পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর শহরের ১২০০টি সড়কবাতি আছে। এর মধ্যে ৩০০টি বাতিই
Subscribe to:
Posts (Atom)