Sunday, January 28, 2018

সরকারি চাকুরিতে আবেদনের বয়সসীমা নূন্যতম ৩৫ করার দাবিতে বগুড়ায় জেলা সাধারণ ছাত্র পরিষদ মানববন্ধন




শনিবার সকালে বগুড়া শহরের সাতমাথায় জেলা সাধারণ ছাত্র পরিষদের সভাপতি আলী হাসানের সভাপতিত্বে মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে আহমেদুর রহমান ডালিমের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্র পরিষদের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, আবু নাসের, মরিয়ম আকতার, আশা আকতার, সাধারণ সম্পাদক মুদাব্বির হোসেন, মুক্তার হোসেন, বাবু, বচলে রাব্বি, নাহিদুল ইসলাম, মাহফুজ, আবু বক্কর সিদ্দিক, কল্পনা আকতার, আল আমিন, নোমান হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে সরকারি চাকরি থেকে অবসর নেয়ার বয়স ৫৭ থেকে ৫৯ করা হয়েছে। অতএব রাষ্ট্রপতির যুক্তির স্বপক্ষে সহমত পোষণ করে আমরা সরকারি চাকুরীতের প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানাচ্ছি। যেখানে বাংলাদেশে লেখাপড়া শেষ করতে ২৭/২৮ বছর সময় লাগে সেখানে চাকুরীতে প্রবেশের বয়সসীমা করা হয়েছে ৩০ বছর। যা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সরকারি চাকুরীতে প্রবেশ করা অনেক কঠিন হয়ে পড়ে। যার ফলে দেশে দিনদিন বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

No comments:

Post a Comment