Sunday, January 28, 2018

বগুড়া প্রেসক্লাবের ৫৭ বছর পূর্তিতে মিলন মেলা

বগুড়া প্রেসক্লাবের ৫৭ বছর পূর্তিতে মিলন মেলা ও বার্ষিক ভোজ শনিবার বগুড়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপি অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে মধ্যাহ্ন ভোজের পর আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।  
 

 প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। বক্তব্য রাখেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও বিরোধি দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর, বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান (অতি: ডিআইজি) বিপিএম-বার। 


ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমানের এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। এছাড়া ক্লাবের ওয়েব সাইট ও বার্ষিক স্মরনিকার মোড়ক উন্মোচন করেন অতিথিগণ। অনুষ্ঠানে ক্লাবের নির্বাহি কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক আরিফ রেহমান। গত একবছরে সফলভাবে দায়িত্ব পালনে সহযোগিতা করায় তিনি সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। শেষে আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সাবেক এমপি ও দৈনিক বাংলাদেশ সম্পাদক আমান উল্লাহ খান, হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজার রহমান সহ বিভিন্ন পত্রিকার সম্পাদক, প্রকাশক, ক্লাবের সদস্যবৃন্দ ও পরিবারের সদস্যগন অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বর্তমান কমিটির সদস্য যাহেদুর রহমান যাদু, মাহমুদুল আলম নয়ন, সহ-সভাপতি জিয়া শাহীন, মীর্জা সেলিম রেজা, আব্দুস সালাম বাবু, যুগ্ম সম্পাদক জি এম ছহির উদ্দিন সজল, নাজমুল হুদা নাসিম, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাহিত্য সম্পাদক এইচ আলিম, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম মুক্তা, পাঠাগার সম্পাদক জেডএ মিলন, নির্বাহি সদস্য রেজাউল হাসান রানু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আমজাদ হোসেন মিন্টু, মহসিন আলী রাজু, জেএম রউফ, তানসেন আলম, লিমন বাসার, সাজ্জাদ হোসেন পল্লব, সবুর আল মামুন।

No comments:

Post a Comment