Showing posts with label বগুড়া সেন্ট্রাল স্কুল. Show all posts
Showing posts with label বগুড়া সেন্ট্রাল স্কুল. Show all posts

Sunday, February 18, 2018

বগুড়ায় ২ এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

বগুড়ায় ২ এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা। 

বগুড়ায় ২ এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা

ঘটনাটি দু’টি ঘটেছে শনিবার ভোরে বগুড়ার শহরের দক্ষিন কাটনারপাড়া (বাদুড়লা) ও নন্দিগ্রামে ।  

নিহত ফারাদিন হক(১৫) বগুড়া শহরের বড়গোলা টিনপট্রি এলাকার কোটিপতি ব্যবসায়ী ও দক্ষিন কাটনারপাড়া (বাদুড়তলা) এলাকার বাসিন্দা ,

বগুড়া চেম্বরের সদস্য কোটিপতি আলহাজ এমদাদুর হক মাসুমের ছেলে এবং বগুড়া চেম্বার এন্ড কমার্স এর পরিচালক এনামুল হক দুলালের ভাতিজা ।  

সে বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ ও পরে বগুড়া সেন্ট্রাল স্কুলে ১০ শ্রেণী অধ্যায়নরত করছিল । আগামী বছর তার এসএসসি পরীক্ষায় অংশ নেবার কথা ছিল । এদিকে ফারদিন এর আত্মহত্যার কারন সমপর্কে বিস্তারিত জানা যায়নি। 

ফারদিন হক শনিবার ভোরে বাবার সাথে মসজিদ থেকে ফযরের নামাজ পড়ে বাসায় আসে। এর কিছু সময় পর সে নিজের ঘড়ে গ্যাস ট্রাবলেট খেয়ে অশুস্থ হয়ে পড়ে । 

মূমুর্ষ অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে বগুড়া শহীদ জিয়া মেডিকের কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।  

বাদ আসর জানাজা নামাজ শেষে শহরের শৈলেনপাড়া পারীবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় । এঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।  

এদিকে নিহতের একটি ঘনিষ্ট সূত্রে জানা গেছে , ফারদিন হককে শনিবার ভোরে বেশ কিছু সময়ে ফেসবুকে অবস্থান করতে দেখা গেছে । ধারনা করা হচ্ছে সে এর পরেই কোন কারনে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। 

গ্যাস ট্যাবলেটের বিষয়টি নিহতের ঘনিষ্টজনেরা জানালেও তার আত্মহত্যার প্রকৃত কারন সমপর্কে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে পৃথক এক ঘটনায় নন্দিগ্রামে মানিক মিয়া (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। 

উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে স্থানীয় কোশাষ বহুমূখী উচ্চ বিদ্যালয় হতে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল। 

মানিক মিয়া শুক্রবার রাতে খাবারের পর ১০ টার দিকে শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। ১৭ ই ফেব্রুয়ারি(শনিবার ) ভোর ৫ টার দিকে তাকে ছটফট করা অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয় একজন পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। 

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। সে সবার অজান্তেই গ্যাস ট্যাবলেট খেয়েছিল বলে তার পরিবার জানায়।  

এ বিষয়ে ৪নং থালতা মাঝগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের সাথে কথা বললে তিনি বলেন, ওই পরিবারের কিছুটা আর্থিক সঙ্কট ছিল। এছাড়াও তার পরীক্ষা ভালো হয়নি এমন শঙ্কায় সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। 
সংবাদ সংস্থা এফএনএস থেকে সংগৃহীত -