Monday, January 14, 2019

১০দিনের ব্যবধানে বগুড়ার গোকুলে আবারও যাত্রীবাহী বাস উল্টে আহত ৫

বগুড়া উত্তর ডটকম: গোলাম রব্বানী শিপন, মহাস্থান (বগুড়া): উল্লেখ্য, গত ৪ জানুয়ারী শুক্রবার সকাল সোয়া ৮টায় ঢাকা থেকে ঠাকুরগাঁও গামী শ্যামলী পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস মহাস্থানের অদূরে গোকুল ইউনিয়নের সবুজ নার্সারীর সামনে এক অটো ভ্যানচালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে দুমড়ে মুচড়ে যায়।  



এঘটনায় আহত হয়েছিল ১৫জন। এরই রেশ কাটতে না কাটতেই সোমবার (১৪জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে ৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। পরপর এমন দূর্ঘটনায় সাধারণ যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

No comments:

Post a Comment