Monday, November 19, 2018

ধুনটে নিখোঁজ স্ত্রী-সন্তানকে ফিরে পেতে সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক প্রকাশ:  বগুড়ার ধুনটে নিখোঁজ স্ত্রী মেরিনা খাতুন (২১) ও মেহেদী হাসান (২) নামের শিশু সন্তানকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে এক নির্মাণ শ্রমিক।

আজ সোমবার দুপুরে ধুনট মডেল প্রেসক্লাবে লিখিত সম্মেলন করেন চান্দারপাড়া গ্রামের নির্মাণ শ্রমিক আব্দুল মেমিন। 

লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকায় নির্মান শ্রমিকের কাজ করার সুবাদে গত তিন বছর আগে নীলফামারী জেলা সদরের নতুন পুলিশ লাইন্স এলাকার রুস্তম আলীর মেয়ে মেরিনা খাতুনকে বিয়ে করি। বিয়ের পর আমাদের দাম্পত্য জীবনে মেহেদী হাসান নামের এক ছেলে সন্তানের জন্ম হয়। 

গত এক বছর আগে আমরা সন্তান সহ ঢাকা থেকে ধুনট উপজেলার চান্দারপাড়া গ্রামের নিজ বাড়ীতে বসবাস শুরু করি। কিন্তু গত এক মাস আগে আমার স্ত্রী মেরিনা আকতার ও ছেলে মেহেদী হাসান নীলফামারী যাওয়ার পথে সৈয়দপুরএলাকা থেকে নিখোঁজ হয়।


 কিন্তু এরপর থেকেই আমার স্ত্রী ও সন্তানের কোন সন্ধান পাওয়া যায়নি। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আমার স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করছি। আব্দুল মোমিন: ০১৭১০-৯৬৮২০৯।

No comments:

Post a Comment