Monday, November 19, 2018

আদমদীঘিতে শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টা গ্রেফতার-১

সাগর খান, আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাত্র ৭ বছরের এক শিশু কন্যা কে মোবাইলে ছবি দেখানোর নামে ঘরে নিয়ে জোড় পূর্বক ধর্ষনের চেষ্টার অভিযোগে হাসান (১৭) কে গ্রেফতার করে পুলিশ সোমবার দুপুরে বগুড়া আদালতে প্রেরন করেছেন। 

আদমদীঘিতে শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টা গ্রেফতার-১


জানা যায়, আদমদীঘির দক্ষিন গনীপুর গ্রামের রেজাউল ইসলামের মাত্র সাত বছরের শিশু কন্যা গত ১৬ নভেম্বর শুক্রবার বিকেলে খেলা করছিল। একই এলাকার হামিদুল ইসলামের ছেলে লম্পট হাসান (১৭) ওই শিশু কন্যা কে মোবাইলে ছবি দেখানোর নাম করে কৌশলে তার নিজ বাড়ীর ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে ধর্ষনের চেষ্টা করে। 

এ সময় শিশু কন্যার কান্নার চিৎকার প্রতিবেশীরা শুনতে পেয়ে ঘরে দরজা ধাক্কা দিয়ে খুলে অসুস্থ অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়।এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ধষর্নের চেষ্টার অভিযোগে রবিবার রাতে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন। 

মামলার তদন্তকারী অফিসার এস আই তহিদুল ইসলাম বলেন, আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে এবং ভিকটিম কে বগুড়া আদালতে হাজির করা হয়।

No comments:

Post a Comment