প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে
এদেশ স্বাধীন হতোনা, স্বার্বভৌম ভূখন্ড আমরা তাঁর অসামান্য অবদানে পেয়েছি
মন্তব্য করে বগুড়া জেলা যুবদলের সভাপতি ও জনপ্রিয় কাউন্সিলর সিপার আল
বখতিয়ার বলেছেন, যতদিন লাল সবুজের পতাকা থাকবে ততদিন উনি সবার মাঝে বেচেঁ
থাকবেন। তিনি সর্বকালের সর্বজন বিদিত একজন মহান নেতা। যার অনুপ্রেরণায়
অনুপ্রানিত হয়ে বিশ্বের অনেক নেতাই তাঁকে অনুস্মরণ করতেন। আপনারা সেই মহান
নেতা এবং
প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করবেন যেন, মহান
আল্লাহত্য়ালা উনাদের বেহেস্ত নসীব করেন। সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম
খালেদা জিয়া ও তারেক রহমানের দির্ঘায়ু-সুস্থতার জন্য দোয়া করবেন। দলটির
প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের জন্মবার্ষিকী উপলক্ষে কম্বল বিতরন
পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
কম্বল বিতরণ শেষে তিনি অর্ধলক্ষ টাকা মাদ্রসায় অনুদান দেন এবং তাদের
খাবারের ব্যবস্থা করেন। সদর উপজেলা যুবদলের আয়োজনে সোমবার বিকেলে শহরতলী
নারুলী বাছেরিয়া হাফেজিয়া মাদ্রাসায় অসহায়-অনাথ শীতার্থ শিক্ষার্থীদের মাঝে
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ার
হোসেন সান্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক
পরিমল চন্দ্র দাস ও শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক
খাদেমুল ইসলাম খাদেম, শহর যুবদলের সিনিঃ নেতা জহুরুল ইসলাম ফুয়াদ। এসময়
উপস্থিত ছিলেন, মাদ্রার অধ্যক্ষ হাফেজ মাওঃ রফিকুল ইসলাম, মিনহাজুল ইসলাম
নান্নু, মাহবুব ভূইয়া, রাজা, ফারুক, শাহ আলম, সুমন, হিটলু, শামীম, এম,এ,
হান্নান, মামুন জোয়ার্দ্দার, সোবাহান, সেলিম, চেরু, খান আলতাফ, সঞ্জয়, মমি,
মিস্টার, সালাম, মিস্টার, আল আমিন, সুলতান, মিল্লাত, চাঁন, মুন্না, হাসান,
আঃ মান্নান, সোনা, নুরু, বিপ্লব, আপেলসহবিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খবর
বিজ্ঞপ্তির।
No comments:
Post a Comment