আমিন ইসলাম: বগড়া সদরের নিশিন্দারা শেরে বাংলা নগরের ঈমাম হোসেনের ছেলে দেলোয়ার হোসেন মানিকের গুডাউনে ট্রাক লাগিয়ে মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে।
এঘটনায় শনিবার বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
দেলোয়ার হোসেন মানিক জানান, শনিবার ভোর ৪.৩০ মিনিটে অজ্ঞাত কয়েকজন ব্যাক্তি আমার মালামালের গুডাউনে ট্রাক লাগিয়ে লোড করতেছিল। এমন সময় আমার ছোট ভাই ঢাকা হতে আসছিল এবং উক্ত ব্যাক্তি গনকে দেখতে পায়। কিন্তু তারা কেউ পরিচিত