Saturday, February 10, 2018

রাজশাহী বোর্ডে ৬ এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

এসএসসি পরীক্ষার গণিতে রাজশাহী বোর্ডে ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 
অসদুপায় অবলম্বনের দায়ে বুধবার পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।

রাজশাহী বোর্ডে ৬ এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

এদিন বিভাগের ৮ জেলার ২৪৭টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।  

বহিষ্কৃরা হলো- রাজশাহী ই/১০৫ কেন্দ্রের হৃদয় আলী (রোল-৫০১৭৭৭), 
নাটোরের বাগাতিপাড়া এ/২১৮ 
কেন্দ্রের শাহরিয়ার হোসেন শুভ (রোল-১২২২০৮) ও 
সজিব আলী (রোল-৮০৩২৩৬), 
নওগাঁর ধামইরহাট এ/২৭৯ 
কেন্দ্রের সাকিলা জান্নাত (রোল-১৩২৩৮৬) ও 
রনি বাবু (রোল-১৩২৫৪৫) এবং পাবনা ডি/৩০৪ 
কেন্দ্রের জান্নাতুল ফেরদৌস (রোল-১৩৯৫৪২)।  


বিকেলে রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনারুল হক প্রামানিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অসদুপায় অবলম্বনের দায়ে ওই ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।  ফেরদৌস সিদ্দিকী/এএম/আরআইপি

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃতু

বগুড়া সরকারী আজিজুল হক কলেজ রেল ঘুমটি এলাকায় ট্রেনে কাটা পরে মারা যায় যুবক । 

আজ ১০/০২/২০১৮ বিকেল আনুমানিক ৪:৩০ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে।

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃতু

এতে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

অনেকে বলছে আত্মহত্যা আবার অনেকে বলছে এটা একটা দুর্ঘটনা। 

তবে প্রত্যাক্ষদর্শী পারভেজ হাসান আমাদের জানান, " ছেলেটা পাগল ছিল, বাসা বগুড়া উপশহর "।  

ভালোবাসা দিবসের ফ্রি রিকশা ভ্রমণ বাতিল করল জাবি-চবি

বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে প্রেমিক-প্রেমিকাদের জন্য ৮ দিনব্যাপী ‘ফ্রি রিকশা রাইডের’ আয়োজন করে একটি বহুজাতিক প্রতিষ্ঠান। 

ভালোবাসা দিবসের ফ্রি রিকশা ভ্রমণ বাতিল করল জাবি-চবি

তবে তা বাতিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাবিতে অনুমতি না নেওয়া এবং চবিতে অনুমতি নেওয়ার সময় ভুল তথ্য প্রদান করায় তা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, অনুমতি নেয়ার সময় বলা হয়েছে, তাদের কোম্পানির ব্র্যান্ডিংয়ের জন্য ৮দিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফ্রি পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। পরে শুনলাম, এটা শুধুমাত্র কাপলদের জন্য। 

এটি নিয়ে অনেক লেখালেখিও হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের দুর্নাম যেন না হয় সেজন্য অনুমতি বাতিল করা হয়েছে। অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও একই কথা বলা হয়েছে। 

এদিকে এ রাইডের উপযোগিতা নিয়েও শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। ভালোবাসার গণ্ডিকে শুধু প্রেমিক-প্রেমিকাদের মধ্যে সীমাবদ্ধ রাখার তীব্র সমালোচনা করেন কেউ কেউ।

Friday, February 9, 2018

বগুড়ায় প্রশ্ন ফাঁসের দায়ে শিক্ষক আটক

প্রশ্নফাঁস নিয়ে সারাদেশে তোলপাড় চলাকালে পরীক্ষা কেন্দ্রের ভেতর প্রশ্নের ছবি তুলে অনলাইনে পোস্ট করার চেষ্টার সময় এবার বগুড়ার সারিয়াকান্দিতে হাতেনাতে আটক হয়েছেন একজন শিক্ষক।
বগুড়ায় প্রশ্ন ফাঁসের দায়ে  শিক্ষক আটক

হাতেনাতে ধরা পড়া ওই শিক্ষকের না ওমর ফারুক। তিনি সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন্ ওমর ফারুক স্থানীয় জোরগাগাছা দাখিল মাদ্রাসার শরীর চর্চার শিক্ষক। পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র প্রধান ছাড়া অন্য কারও মোবাইল ফোন নেয়ায় নিষেধাজ্ঞা থাকলেও তিনি কৌশলে ফোনটি নিয়ে যান।

খালেদা জিয়া কি নির্বাচনে অংশ নিতে পারবেন?

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তার আইনজীবীরা বলেছেন, তারা আপীল করবেন।
খালেদা জিয়া কি নির্বাচনে অংশ নিতে পারবেন?
   
তার দল বিএনপি বলেছে, এ রায়কে তারা আইনি ও রাজনৈতিক উভয়ভাবেই মোকাবিলা করবে। প্রশ্ন হচ্ছে, আদালতে দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর খালেদা জিয়া কি নির্বাচনে অংশ নিতে পারবেন?
নির্বাচন কমিশনের কয়েকজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা এ নিয়ে বিবিসির সাথে কথা বলেছেন।
তারা বলছেন, নির্বাচনে অংশ নেবার যোগ্যতা নির্ধারিত হয়ে বাংলাদেশের জন প্রতিনিধিত্ব আইনে।    আরো পড়ুন:

কারাগারে প্রথম রাতে মাছ ভাত খেলেন খালেদা জিয়া

ব্যক্তিগত পরিচারিকাকে থাকার অনুমতি * শারীরিক চিকিৎসার জন্য চিকিৎসক নিয়োগ 
কারাগারে প্রথম রাতে মাছ ভাত খেলেন খালেদা জিয়া 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। কারাগারে প্রথম রাতের খাবার হিসেবে তাকে ভাত, মাছ ও সবজি দেয়া হয়েছে।
তার চিকিৎসাসেবা নিশ্চিত করতে একজন চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ব্যক্তিগত পরিচারিকাকে তার সঙ্গে রাখার অনুমতি দিয়েছেন আদালত।

সরকারের উচিত নিজ দলের চোর-ডাকাতদের বিচার করা : ইমরান

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। 
সরকারের উচিত নিজ দলের চোর-ডাকাতদের বিচার করা : ইমরান   
তারেক রহমানসহ অন্য আসামিদের ১০ বছর করে কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। এই রায়ের পর দেশের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বিভিন্ন প্রকার প্রতিক্রিয়া জ্ঞাপন করেছেন।
এই রায় নিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার প্রতিক্রিয়া জ্ঞাপন করেছেন।

Wednesday, February 7, 2018

পুলিশের নিষ্ঠুরতার ভিডিও ভাইরাল

আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি বহু মানুষ শেয়ার করেছেন। তবে ভিডিওটি কে করেছেন বা কে প্রথম ফেসবুকে শেয়ার দিয়েছেন তা জানা যায়নি।

    

৩০ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, বঙ্গ ভবনের সামনের সড়কে একটি কম বয়সী মেয়েকে দুই জন পুলিশ সদস্য ধরে মারছেন। সে সময় সেখানে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল।

ভিডিওটিতে দেখা যায়, মেয়েটির হাতে একটি কালো ব্যাগ। সেটি খোলা। ভেতরে কিছু কাপড় আছে। পুলিশের একজন কর্মকর্তা মেয়েটিতে সজোরে চড় মারছে। তবে কেন তাঁকে মারছে তা জানা যায়নি। 

মেয়েটিকে মের সড়কের ওপর থেকে সরিয়ে দেওয়ার পর এক পুলিশ সদস্য এগিয়ে যায় একজনের দিকে। ওই সদস্য একজনকে জিজ্ঞেস করছিলেন, এই মিয়া এই কি করছেন। উত্তরে ওই ব্যক্তি বলছিলেন, ‘আপনার মারতেছেন, আমি ভিডিও করছি।’ তখন পুলিশের ওই সদস্য ভিডিও ধারনকারীকে বলছিলেন, পাগল নাকি?

সরাসরি Youtube দেখতে ক্লিক করুন  এখানে