এসএসসি পরীক্ষার গণিতে রাজশাহী বোর্ডে ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
অসদুপায় অবলম্বনের দায়ে বুধবার পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।
এদিন বিভাগের ৮ জেলার ২৪৭টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বহিষ্কৃরা হলো- রাজশাহী ই/১০৫ কেন্দ্রের হৃদয় আলী (রোল-৫০১৭৭৭),
নাটোরের বাগাতিপাড়া এ/২১৮
কেন্দ্রের শাহরিয়ার হোসেন শুভ (রোল-১২২২০৮) ও
সজিব আলী (রোল-৮০৩২৩৬),
নওগাঁর ধামইরহাট এ/২৭৯
কেন্দ্রের সাকিলা জান্নাত (রোল-১৩২৩৮৬) ও
রনি বাবু (রোল-১৩২৫৪৫) এবং পাবনা ডি/৩০৪
কেন্দ্রের জান্নাতুল ফেরদৌস (রোল-১৩৯৫৪২)।
বিকেলে রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনারুল হক প্রামানিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অসদুপায় অবলম্বনের দায়ে ওই ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ফেরদৌস সিদ্দিকী/এএম/আরআইপি