আবারও প্রশংসায় ভাসছেন অপূর্ব-মেহজাবিন 18/ফেব্রুয়ারি/2018
বিনোদন ডেস্ক: বড় ছেলে’ নাটকে অভিনয় করে জুটি হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন অপূর্ব ও মেহজাবিন।
ইউটিউবে এরইমধ্যে নাটকটি ১ কোটি ৩৯ লাখের উপরে দেখা হয়েছে। তাই এ জুটির দর্শকপ্রিয়তা নাটকের অন্যান্য জুটির চেয়ে একটু বেশিই।
বড় ছেলের পর আরো অনেক নাটকেই জুটিবদ্ধ হয়েছেন তারা। এর মধ্যে আরো একটি নাটক দিয়ে আলোচনায় এ জুটি।
ভালোবাসা দিবস উপলক্ষে ইউটিউবে প্রকাশিত হয় এ জুটির নাটক ‘বেকার’। তরুণ মেধাবী নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত নাটকটি মাত্র দুই দিনেই ১০ লাখ ভিউর মাইলফলক স্পর্শ করে।
মুক্তির চারদিনে নাটকটি এখনও পর্যন্ত দেখা হয়েছে ১৬ লাখেরও বেশি বার। নাটকটি প্রচারের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারো প্রশংসায় ভাসছেন অপূর্ব-মেহজাবিন।
টিভিতে প্রচারের পর ইউটিউবে আপলোড করা হয়েছে নাটকটি। সেখানেও দর্শক নাটকটি দেখে ইতিবাচক মন্তব্য করছেন।
এ প্রসঙ্গে অপূর্ব বলেন, এতে জীবনের গল্প আছে, আবেগ-অনুভূতির গল্প আছে। এমন ভালো কাজের জন্য কষ্ট করতেও আনন্দ হয়।
এবার ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি দর্শক পছন্দ করবেন এমনটাই প্রত্যাশা ছিল।
মেহজাবিন বলেন, দর্শকদের কাছ থেকে আবারো দারুণ সাড়া পাচ্ছি। বিশ্বাস ছিল দুটি নাটকই দর্শকের কাছে অনেক ভালো লাগবে।
কারণ স্ক্রিপ্ট পড়েই আমি মুগ্ধ হয়েছিলাম। দুটি নাটকের গল্পই দারুণ ছিল।
No comments:
Post a Comment