গোলাম রব্বানী শিপন, স্টাফ নিউজঃ বগুড়ায় কয়েক দিন যাবৎ খাবারের খোঁজে দলচূত্য হয়ে লোকালয়ে ছুটে আসা সেই হনুমানটি উদ্ধার করতে এখনোও কোন উদ্যোগ নেই। এখনো বগুড়ার বিভিন্ন এলাকায় হনুমানটি ঘোরাফেরা করছে। বিষয়টি জেনেও হনুমানটি উদ্ধার করতে বনবিভাগ বা স্থানীয় প্রাণীসম্পদ অধিদপ্তরের কোন কর্মকর্তার নজরে আসেনি।
শুক্রবার দুপুরে শহরের সূত্রাপুর এলাকায় হনুমানটির দেখা মেলে। সেখানে উৎসুক জনতা হনুমানটিকে দেখা মাত্র আপেল, কলা, পাউরুটিসহ হরেক রকম খাবার ছুড়ে দিচ্ছে। এর পূর্বে শহরের অদূরে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের পাশে দিয়ে বয়ে যাওয়া সুবিল খাল এলাকায় প্রথম এই হনুমানটি দেখা যায়। এরপর হনুমানটি শহরের দত্তবাড়ি এলাকায় চলে আসে।
স্থানীয়রা জানান, হনুমানটি দ্রুত উদ্ধার করে সঙ্গীয়দের মাঝে অবমুক্ত না করলে এটি চীরতরে হারাতে হবে।
স্থানীয়রা জানান, হনুমানটি দ্রুত উদ্ধার করে সঙ্গীয়দের মাঝে অবমুক্ত না করলে এটি চীরতরে হারাতে হবে।
No comments:
Post a Comment