Wednesday, October 31, 2018

কাহালুতে ২ মাস ২১ দিন পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন

কাহালুতে ২ মাস ২১ দিন পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন
বিজ্ঞ আদালতের নির্দেশে ২ মাস ২১ দিন পর বুধবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার মুরইল মিয়াপাড়া গ্রামে পারিবারিক কবরাস্থান হতে সাব্বির হোসেন (২৩) এর লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার নির্বাহি ম্যাজিস্ট্রেট পলাশ মন্ডল,  পুলিশ বোরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বগুড়ার এস আই নুর হোসেন সহ পিবিআই এর সদস্যবৃন্দ। গত ১৭/০৯/১৮ ইং তারিখে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪, মৃতঃ সাব্বির হোসেনের পিতা কাহালু উপজেলার মুরইল মিয়াপাড়া গ্রামের আব্দুর রহমান স্বপন বাদী হয়ে সন্দেহ জনক ভাবে ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা নম্বর ১৫৫২সি/২০১৮ (বগুড়া সদর)। গত ১০/০৮/১৮ইং তারিখে সন্ধ্যায় কাহালু উপজেলার দরগাহাট-উচলবাড়িয়া সড়কের বগুড়া সদরের ঘোলাগাড়ী এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনায় সাব্বির হোসেন ও তার কলিক রিপন (২৪) গুরুতর আহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাব্বির হোসেনকে মৃতঃ ঘোষনা করেন এবং রিপনকে হাসপাতালে ভর্তি করা হয়।
ময়না তদন্ত ছাড়াই সাব্বির হোসেনের লাশ দাফন করা হয়। তার কলিক রিপন চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন পর মারা যায়। নিহত রিপন জামালপুর জেলার ইসলাসপুর উপজেলার দক্ষিণ গিলাবাড়ী গ্রামের লিয়াকত আলীর পুত্র। নিহত সাব্বির হোসেন ও রিপন কাহালুর মুরইল আল নুর এগ্রো ইন্ডাষ্ট্রিস এর শ্রমিক ছিলেন। মামলার বাদীর অভিযোগ আসামীগন পূর্বশত্রুতা মূলক নৃশংস ভাবে সাব্বির হোসেন ও তার কলিক রিপন হত্যা করে সড়ক দূর্ঘটনায় নিহত বলে চালানোর অপচেষ্টা করা হয়েছে।

Saturday, October 13, 2018

শেরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১৫

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌর শহরের হাজীপুর এলাকায় শুক্রবার রাতে দুই কোচের মুখোমুখি সংঘর্ষে চালক আশিকুল আলম আকাশ (৩৫) নিহত এবং ১৫ যাত্রী আহত হয়েছে।



শেরপুরে, সড়ক দূর্ঘটনায়, নিহত ১, আহত ১৫,
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী যাত্রীবাহী কোচ এনা পরিবহন (ঢাকা-মে-ব-১৫-৩৯১৬) শেরপুর পৌর শহরের হাজিপুর এলাকায় শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রিবাহী কোচ মা-মনিকা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এনা পরিবহন (ঢাকা-মে-ব-১১-১৬৮৭) গাড়ীটি মহাসড়কের পশ্চিম পাশে উল্টে যায়।

এ ঘটনায় চালক আশিকুল আলম আকাশসহ ১৬ জন যাত্রী অহত হয়। দুর্ঘটনার পরপরই শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী ও পুলিশ আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আশিকুল আলম আকাশ মারা যায়।

নিহত কোচ চালক আকাশ বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার করমবাড়িয়া গ্রামের টুলু মিয়ার ছেলে বলে জানা গেছে। আহতরা হলো, কুড়িগ্রামের নাগেশ্বরীর আঞ্জুয়ারা বেগম (৩৫), সুরাইয়া খাতুন (১০), রংপুর সদরের ইমন হাসান (২৮), বিজয় কুমার (২৪), রায়হান ইসলাম (৪০), সেকেন্দার আলী (৪৪), মামনুর রশীদ (২২), গাইবান্ধার আল মামুন (৪০), বিনদি সরকার (৩৪), রংপুরের গঙ্গাচড়ার ফরহাদ হোসেন (৩৩), মিঠাপুকুরের রবিউল (২৯), কুড়িগ্রামের রাজারহাটের শামীম হোসেন (২২) , উলিপুরের মাজেদুল ইসলাম (১৮), অজ্ঞাত মহিলা (৩০) ও অজ্ঞাত পুরুষ (১৮)।

এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রতন হোসেন জানান, দুর্ঘটনায় এনা পরিবহনের বাসটি মহাসড়কের পশ্চিমপার্শ্বে উল্টে যায়। এতে গুরুতর আহত চালককে হাসপাতালে নেবার সময় তার মৃত্যু হয়। বাকিদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পরপরই রাস্তায় যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।