বগুড়ার নন্দীগ্রামে মায়ের ওপর অভিমান করে গ্যাসের ট্যাবলেট খেয়ে মানিক মিয়া নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
মানিক উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার গোপালপুর গ্রামে ঘটনাটি ঘটে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন জানান, রাতে মানিকের মা তাকে সংসারের কাজে সহযোগিতা করার জন্য বলে।
এতে করে সে মায়ের ওপর অভিমান করে সবার অজান্তে গভীর রাতে গ্যাসের ট্যাবলেট সেবন করে।
পরে পরিবারের সদস্যরা টের পেয়ে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
No comments:
Post a Comment