শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান : বগুড়ার
শাজাহানপুরে যাত্রীবাহি বাস ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জুয়েল (২০) নামে
মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত জুয়েল উপজেলার মাঝিড়া বন্দরের মেসার্স
জুয়েল রেশন ষ্টোরের স্বত্তাধিকারী ডোমনপুকুর নতুনপাড়ার হেলাল
উদ্দিনের
পুত্র। রোববার বিকেলে উপজেলার ভূমি রেজিষ্ট্রী অফিসের সামনে ঢাকা-বগুড়া
মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৩টার দিকে মটরসাইকেল নিয়ে মহাসড়কের
পশ্চিম পাশ থেকে পূর্ব পার্শ্বে পার হওয়ার সময় ঢাকাগামী শাহ ফতেহ আলী নামের
একটি দ্রুতগামী যাত্রীবাহি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৭৫৬৫) সাথে মুখোমুখি
সংঘর্ষ ঘটে। এসময় মটরসাইকেল সহ চালক জুয়েল বাসের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই
সে মারা যায়। ঘাতক বাসটি নীচে চাপা পড়া মটরসাইকেলটি প্রায় কোয়াটার
কিলোমিটার ছেচড়ে নিয়ে যেতে থাকলে মাঝিড়া বন্দরের লোকজন ধাওয়া করে।
একপর্যায়ে বাসটি রেখে চালক পালিয়ে যায়।
থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, ঘাতক বাসটি থানায় আটক রয়েছে।
বগুড়া সংবাদ
so sad
ReplyDeleteআল্লাহ্ সবাই কে সুস্থ রাখুন ।
ReplyDelete