সিজুল ইসলাম : বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের নবাগত অধ্যক্ষ এবং সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর মোঃ শাহজাহান আলী এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে কলেজের একমাত্র নাট্য সংগঠন কলেজ থিয়েটার।
এসময় অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানায় সংগঠনের নাট্যকর্মীরা।
সৌজন্য সাক্ষাৎকালে অধ্যক্ষ মহোদয় জানান, পড়াশুনার পাশাপাশি কলেজের শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে তিনি সর্বাত্নক সহযোগিতা করবেন। এসময় তাঁর সাথে কলেজ থিয়েটার নেতৃবৃন্দ বসন্ত উৎসব ১৪২৪ উদযাপন এবং বইমেলা সম্পর্কে আলোচনা করে।
আগামী ১৪ ফেব্রুয়ারি বসন্ত উৎসব উদযাপনের সম্ভাব্য তারিখ প্রস্তাব করে কলেজ থিয়েটার। আগামী ১৫ ফেব্রুযারি থেকে ২০ ফেব্রুয়ারি কলেজ প্রাঙ্গনে বইমেলা অনুষ্ঠিত হবে বলে কলেজ থিয়েটারকে অবগত করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী।
সৌজন্য সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ কে এম ছালামত উল্লাহ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক, কলেজ থিয়েটারের উপদেষ্টা বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী, কলেজ থিয়েটারের ভারপ্রাপ্ত সভাপতি সিজুল ইসলাম, সহ সভাপতি রুহি তাবাসসুম, সাধারণ সম্পাদক ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বুলবুল, কার্যনির্বাহী সদস্য নির্মল মাহাতো, কে এম আশিক, আসমাউল অনু প্রমুখ।
শুভেচ্ছা জানায়
ReplyDelete