Monday, January 22, 2018

প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে বগুড়ার কাহালুতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

কাহালু প্রতিনিধি : “বাড়াবো প্রানিজ গড়বো দেশ, স্বাস্থ্য সেবা সমৃদ্ধির বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ/১৮ইং উপলক্ষ্যে সোমবার বেলা ১১ টায় কাহালু উপজেলা পরিষদ চত্বর হতে উপজেলা প্রাণীসম্পদ অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
kahaloo, bogra, প্রাণী সম্পদ।

উক্ত বর্ণাঢ্য র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, পাইকড় ইউপি চেয়ারম্যান মিটু চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ মোশারফ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আখেরুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাঃ শাহ আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল আওয়াল, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, কাহালুর শীতলাই চেরিস ফিড এগ্রো লিঃ এর ম্যানেজার আনোয়ার হোসেন, কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক এম এ মতিন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারী ও পোল্ট্রি’র মালিকবৃন্দ এবং উপজেলা প্রাণীসম্পদ অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গবৃন্দ। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বর এক আলোচনা সভা উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

No comments:

Post a Comment