Saturday, July 28, 2018

বাঘের সংখ্যা বাড়ছে সুন্দরবনে?


“বাঘ প্রকল্পের কাজ শেষ হয়েছে। বাঘের সংখ্যা প্রকাশ করবে সরকার। তবে বাঘের সংখ্যা বাড়তে পারে।”
বিশ্ব বাঘ দিবস

আগামীকাল রবিবার ২৯ জুলাই দেশে ৮ম বারের মতো পালিত হতে যাচ্ছে বিশ্ব বাঘ দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে ‘বাঘ প্রকল্প’ ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে গণনা শুরু করে। মাঠ পর্যায়ের প্রাথমিক এ কাজ মে মাসে শেষ হয়। ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। ফলে বাঘের সংখ্যা বাড়বে না, কমবে-সে সম্পর্কে

দেড় দশকেও গড়ে উঠেনি ইকো ট্যুরিজম সুবিধা - সুরক্ষিত হয়নি পরিবেশ-প্রকৃতি

আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস টাঙ্গুয়ার হাওরে দেড় দশকেও গড়ে উঠেনি ইকো ট্যুরিজম সুবিধা:  সুরক্ষিত হয়নি পরিবেশ-প্রকৃতি 


দেড় দশকেও গড়ে উঠেনি ইকো ট্যুরিজম সুবিধা - সুরক্ষিত হয়নি পরিবেশ-প্রকৃতি
হাবিব সরোয়ার আজাদ: দেশী-বিদেশী লাখ লাখ পর্যটক ও ভ্রমণ পিপাসুদের দৃষ্টি এখন রামসার প্রকল্পভুক্ত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের নীল জলরাশী এবং পরিবেশ-প্রকৃতির দিকে। কিন্তু গত দেড় দশক ধরে সংরক্ষণ মেয়াদে এ হাওরের আয়তন বাড়ালেও আন্তর্জাতিক জীববৈচিত্রের অনন্য জলাধার টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র বৃদ্ধি পায়নি তেমনি ইকোট্যুরিজম সুবিধাও গড়ে উঠেনি অন্যদিকে সুরক্ষিত হয়নি হাওরের

Thursday, July 26, 2018

করতোয়া নদীতে গোসল করতে নেমে যুবক নিহত


বগুড়ার মাটিডালীতে করতোয়া নদীতে গোসল করতে নেমে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত, এস আই সুমনঃ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার মাটিডালীতে করতোয়া নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় মাটিডালী বাজারের বেইলী ব্রীজ সংলগ্ন করতোয়া নদীতে গোসল করতে নামে মামুন নামের এক যুবক সে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় এবং সাথে সাথেই মারা যায়।

 নিহত যুবক মামুন(৪০) কালিবালা গ্রামের নাইট গার্ড বুলু মিয়ার ছেলে বলে জানা যায়। এবং সে দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্য হীন ছিল বলে পারিবারিক সূত্রে জানান। সংবাদ পেয়ে ফুলবাড়ী ফাঁড়ীর এস আই বদিউজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

Wednesday, July 25, 2018

আন্দোলনের নাম হবে বাটাম পেটা -- মীর্জা সেলীম

আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানের ওপর কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী গোষ্ঠী হামলায় রক্তাক্তের প্রতিবাবে বুধবার সকাল ১১টায় বগুড়া জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্দোলনের নাম হবে বাটাম পেটা -- মীর্জা সেলীম 

মানব বন্ধন কর্মসূচিতে সাংবাদিক ইউনিয়নের সভাপতি, মীর্জা সেলীম বলেন,

Sunday, July 22, 2018

পরিচয়পত্রের গুরুত্বও সর্বস্তরের নাগরিক বুঝে ওঠেনি - রফিক আহমদ খান

পনের বছর আগে (২০০৩) প্রথম মালয়েশিয়া গিয়ে প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করতাম। সাথে কাজ করতো মালয়েশিয়ান ছেলে মেয়েরাও। কাজের ফাঁকে ফাঁকে গল্পে আলাপে কত কথা হতো। হাজারো কথার ভিড়ে জাতীয় পরিচয়পত্রের কথাও ওঠে আসত মাঝেমাঝে। 


 পরিচয়পত্রের গুরুত্বও সর্বস্তরের নাগরিক বুঝে ওঠেনি - রফিক আহমদ খান
স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেয়েছি
আমাদের জাতীয় পরিচয়পত্র নেই বলে ওরাই প্রসঙ্গটা উঠাত। কারণ, ওরা ইতিমধ্যে জেনে গেছে আমাদের কোনো আইসি (জাতীয় পরিচয়পত্র কার্ড) নেই। তাদের আইসি আছে, ইন্দোনেশিয়ানদের আইসি আছে। শুধু আছে তা নয়, সে দেশের সব নাগরিকদের অবশ্যই আইডি কার্ডটি সব সময় বহন করতে হয়। আমরা বিদেশিরা যেমন সে দেশে পথেঘাটে চলতে পাসপোর্ট বহন করি। দেশে আমাদের কোনো নাগরিক পরিচয়পত্র নেই এ জন্য ওরা আমাদের লজ্জা দিতে। আমাদের

Wednesday, July 18, 2018

কল্যাপাড়া ফাজিল মাদরাসায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

হাদিসুর রহমান, বগুড়া : ত্রিশ লক্ষ শহীদদের স্মরণে সারাদেশে ত্রিশ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার কাহালু উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এরই আলোকে কল্যাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল মাদরাসাতে ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।

কল্যাপাড়া ফাজিল মাদরাসায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন



বুধবার সকাল ১০ টায়

সরকারি আজিজুল হক কলেজে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

হাদিসুর রহমান, বগুড়া: সরকারি আজিজুল হক কলেজে মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের স্বরণে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয় । বুধবার বেলা ১২ টা এ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী স্যার ।

সরকারি আজিজুল হক কলেজে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

কর্মসূচীতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী স্যার, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক স্যার, সহ